Hardik Pandya: বিশ্বকাপ থেকে ছিটকে গিলেন হার্দিক পান্ডিয়া, বদলে ভারতীয় দল বড় চমক! সুযোগ পেলেন তারকা ক্রিকেটার
- Published by:Sudip Paul
- news18 bangla
- Written by: ERON ROY BURMAN
Last Updated:
ICC World Cup 2023 India vs South Africa Hardik Pandya Out of World Cup BCCI Named Prasidh Krishna in Replacement for Rest of ODI World Cup 2023: যে আশঙ্কাটা করা হচ্ছিল অবশেষে সেটাই সত্যি হল। গোড়ালিতে চোটের কারণে বিশ্বকাপ থেকে পুরোপুরি ছিটকে গেলেন হার্দিক পান্ডিয়া। তার জায়গায় বদলিও ঘোষণা করে দিল বিসিসিআই।
কলকাতা: যে আশঙ্কাটা করা হচ্ছিল অবশেষে সেটাই সত্যি হল। হার্দিকের পান্ডিয়ার চোট নিয়ে যে নানা ধরনের জল্পনা চলছিল অবসান ঘটল সবকিছুর। ভারতীয় তারকা অলরাউন্ডারের চোট নিয়ে চলে এল চূড়ান্ত আপডেট। গোড়ালিতে চোটের কারণে বিশ্বকাপ থেকে পুরোপুরি ছিটকে গেলেন হার্দিক পান্ডিয়া। তার জায়গায় বদলিও ঘোষণা করে দিল বিসিসিআই।
হার্দিক পান্ডিয়ার বদলে বিশ্বকাপে ভরতীয় দলে সুযোগ পেলেন তরুণ পেসার প্রসিদ্ধ কৃষ্ণা। তালিকায় অক্ষর প্যাটেল, শিবম দুবেদের মত অলরাউন্ডারের নাম থাকলেও শেষ পর্যন্ত প্রসিদ্ধ কৃষ্ণার উপরই আস্থা রাখল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। জানা যাচ্ছে দক্ষিণ আফ্রিকা ম্যাচের পরই ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন এই ডান হাতি পেসার।
বিশ্বকাপের আগেই চোট সারিয়ে ভারতীয় দলে কামব্যাক করেছিলেন প্রসিদ্ধ কৃষ্ণা। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচ খেলেছিলেন তিনি। সেই সিরিজেও ভাল বোলিং করেছিলেন প্রসিদ্ধ। এখনও পর্যন্ত ভারতের হয়ে ১৭টি এক দিনের ম্যাচ খেলেছেন। ২৯টি উইকেট আছে তাঁর। বিশ্বকাপে প্রথম একাদশে সুযোগ পেলে সেরাটা দিতে তৈরি প্রসিদ্ধ কৃষ্ণা।
advertisement
advertisement
প্রসঙ্গত, বাংলাদেশ ম্যাচে বোলিং করার সময় চোট পান হার্দিক পান্ডিয়া। মাঠেই যন্ত্রণায় ছটফট করতে দেখা যায়। চিকিৎসার জন্য হার্দিককে পাঠানো হয়ে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। পরে জানা যায় গ্রেড ১ লিগামেন্ট ছিঁড়েছে হার্দিকের। বিশ্বকাপে শেষের দিকে হার্দিককে পাওয় যাবে বলে আশা ছিল। কিন্তু গোড়ালির চোট থেকে এত সহজে মুক্তি পাচ্ছেন না তারকা অলরাউন্ডার। এবারের মত বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হল হার্দিকের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 04, 2023 11:10 AM IST