Richa Ghosh : বিশ্বকাপে বাংলার মেয়ের মারকাটারি ইনিংস, ডুবে যাওয়া দলকে টেনে তুললেন একা রিচা ঘোষ! বড় ম্যাচে মহাতারকারা ব্যর্থ

Last Updated:

Richa Ghosh- উইকেটকিপার-ব্যাটার ঋচা ঘোষ বৃহস্পতিবার (৯ অক্টোবর) ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন। তিনি হয়েছেন ভারতের সবচেয়ে দ্রুততম এবং বিশ্বের তৃতীয় দ্রুততম ব্যাটার, যিনি মহিলা ওয়ানডে আন্তর্জাতিকে (WODI) ১০০০ রান পূর্ণ করেছেন।

News18
News18
বিশাখাপত্তনম : উইকেটকিপার-ব্যাটার ঋচা ঘোষ বৃহস্পতিবার (৯ অক্টোবর) ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন। তিনি হয়েছেন ভারতের সবচেয়ে দ্রুততম এবং বিশ্বের তৃতীয় দ্রুততম ব্যাটার, যিনি মহিলা ওয়ানডে আন্তর্জাতিকে (WODI) ১০০০ রান পূর্ণ করেছেন।
২২ বছর বয়সী বাংলার ক্রিকেটার রিচা ঘোষ মাত্র ১০১০ বল খেলে এই মাইলফলকে পৌঁছন। বিশ্বে সবচেয়ে দ্রুত ১০০০ রান করা ব্যাটারের রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যাশলি গার্ডনার-এর নামে। ২৮ বছর বয়সী এই অলরাউন্ডার মাত্র ৯১৭ বলে ১০০০ রান পূর্ণ করেন।
এর পর আছেন ইংল্যান্ডের নাট সিভার-ব্রান্ট, যিনি ৯৪৩ বলে এই মাইলফলক স্পর্শ করেন। রিচা ঘোষ বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশাখাপত্তনমের ডক্টর ওয়াই.এস. রাজশেখর রেড্ডি ACA-VDCA ক্রিকেট স্টেডিয়ামে ভারতের হয়ে ৮ নম্বরে ব্যাট করতে নেমে ৭৭ বলে ৯৪ রান করেন।
advertisement
advertisement
ক্রিজে থাকার সময় রিচা ১১টি চার ও ৪টি ছক্কা হাঁকান। সপ্তম উইকেটে তিনি অমনজোৎ কউরের (১৩ রান) সঙ্গে ৫১ রানের এবং অষ্টম উইকেটে স্নেহ রানা (২৪ বলে ৩৩ রান)-এর সঙ্গে ৮৮ রানের জুটি গড়েন।
রিচার ৯৪ রানের অসাধারণ ইনিংস তাঁকে মহিলাদের একদিনের আন্তর্জাতিক (ওয়ানডে) ম্যাচে ৮ নম্বর বা তার নিচে ব্যাট করতে নেমে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়তে সাহায্য করেছে। এর আগে এই রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় ক্লোই ট্রায়নের দখলে, যিনি মেয়েদের ওয়ানডেতে ৮ নম্বর বা তার নিচে ব্যাট করে সর্বোচ্চ রান করেছিলেন।
advertisement
আরও পড়ুন- ১৮ কোটি টাকার মদ বিক্রি! পুজোয় রেকর্ড বাংলার এই জেলার
২০২৫ সালের ৯ মে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মহিলাদের ওয়ানডে ম্যাচে ক্লোই ট্রায়ন মাত্র ৫১ বল খেলে ৭৪ রান করেছিলেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Richa Ghosh : বিশ্বকাপে বাংলার মেয়ের মারকাটারি ইনিংস, ডুবে যাওয়া দলকে টেনে তুললেন একা রিচা ঘোষ! বড় ম্যাচে মহাতারকারা ব্যর্থ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
  • উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement