বাংলাদেশে আটক ভারতীয় মৎস্যজীবীর রহস্যমৃত্যু! কারণ নিয়ে ধোঁয়াশা

গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে বাংলাদেশের জলসীমানায় ঢুকে পড়ে সে দেশের উপকূল রক্ষী বাহিনীর হাতে আটক হওয়া ১৭ জন ভারতীয় মৎস্যজীবীর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। মৃত মৎস্যজীবীর নাম বাবুল দাস (২৫)। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের পশ্চিম গঙ্গাধরপুর এলাকার বাসিন্দা ছিলেন তিনি। গত ১৪ জুলাই ‘মা মঙ্গলচন্ডী’ নামে একটি ট্রলার-সহ ওই ১৭ জন মৎস্যজীবী আটক হন এবং ১৫ জুলাই থেকে তাঁরা বাংলাদেশের জেলে বন্দি রয়েছেন। এদিকে পরিবারের কাছে বাবুল দাসের মৃত্যুর খবর পৌঁছলে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। মৎস্যজীবী ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, বাবুল দাসের দেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেলেও, পরিবার এই কারণ মানতে রাজি নয়। মৃত্যুর আসল কারণ জানতে পরিবারের সদস্যরা তদন্তের দাবি জানিয়েছেন। এদিকে, বাকি ভারতীয় মৎস্যজীবীদের দ্রুত দেশে ফেরানোর দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। এই ঘটনায় বাংলাদেশের জেলে বন্দি থাকা অন্যান্য মৎস্যজীবীদের পরিবারের মধ্যে চরম উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে।

Last Updated: November 16, 2025, 20:20 IST
advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
বাংলা খবর/ভিডিও/দক্ষিণবঙ্গ/
Bangladesh news: বাংলাদেশে আটক ভারতীয় মৎস্যজীবীর রহস্যমৃত্যু! কারণ নিয়ে ধোঁয়াশা
advertisement
advertisement