Women's World Cup 2022: বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়ার এলিসার ধামাল, ফাইনালে গড়লেন দারুণ নজির
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
অস্ট্রেলিয়া উইকেটকিপার ক্রিকেটার এলিসা হিলি (Alyssa Healy) মহিলা বিশ্বকাপে (Women's World Cup 2022 ) ইতিহাস করে দিয়েছেন৷
#মুম্বই: অস্ট্রেলিয়া উইকেটকিপার ক্রিকেটার এলিসা হিলি (Alyssa Healy) মহিলা বিশ্বকাপে (Women's World Cup 2022 ) ইতিহাস করে দিয়েছেন৷ এলিসা নিউজিল্যান্ডে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ১৩৮ বলে ১৭০ রান করেছেন৷ হিলি-র শতরানের ইনিংস এবং রেচেল হেন্সের ৬৮ -তে ভর দিয়ে ইংল্যান্ডের সামনে ৩৫৭ রানের বিশাল লক্ষ্য দিয়েছিলেন৷ অস্ট্রেলিয়া সপ্তমবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলছে৷ এলিসা হিলি বিশ্বকাপের এক মরশুমে ৫০০ -র বেশি রান করা প্রথম মহিলা ক্রিকেটার হলেন৷
এর আগে নিউজিল্যান্ডের ডেবি হাকে ১৯৯৭ সালে ভারতে আয়োজিত বিশ্বকাপে সর্বাধিক ৪৫৬ রান করেছিলেন৷ এখন তিনি একটি বিশ্বকাপে মহিলা ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের মধ্যে তিন নম্বরে রয়েছেন৷ এদিকএ হিলির পার্টনার রেচে হেন্স ৪৯৭ রান করেছেন৷ হিলি-র এটা লাগাতার দ্বিতীয় শতক৷ তিনি ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে শতরানের ইনিংস খেলেছিলেন৷
আরও পড়ুন - IPL 2022: প্রথম সপ্তাহের খেলা শেষ, অরেঞ্জ ক্যাপ-পার্পল ক্যাপের দৌড়ে কারা এই মুহূর্তে এক নম্বর
advertisement
advertisement
দেখুন ভাইরাল ভিডিও (Viral Video)
advertisement
সেমিফাইনাল ও ফাইনালে শতরানকারী প্রথম ব্যাটসম্যান হলেন তিনি৷ হিলি নিজের শতরান ১৩ টি চার মারেন৷ ম্যাচের ৪৬ তম তৃতীয় বলে শ্রাবসোলের বলে আউট হন৷ তিনি ২৬ টি চার মারেন৷ হিলি বিশ্বকাপের ফাইনালে ১৫০ রান করা প্রথম মহিলা হলেন৷ এছাড়াও তিনি বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে শতরান করা প্রথম ব্যাটসম্যান হলেন৷
advertisement
রেচেল হেন্সের সঙ্গে রেকর্ড পার্টনারশপ করেন হিলি৷ তাঁরা প্রথম উইকেটে ১৬০ রানের পার্টনারশিপ করেন৷ মহিলা বিশ্বকাপের ফাইনালে শতরান করে তিনি দ্বিতীয় অস্ট্রেলিয়ার ক্রিকেটার৷ এর আগে অস্ট্রেলিয়ার রোল্টন ১০০ বলে শতরান করেছিলেন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 03, 2022 3:03 PM IST