IPL 2022: প্রথম সপ্তাহের খেলা শেষ, অরেঞ্জ ক্যাপ-পার্পল ক্যাপের দৌড়ে কারা এই মুহূর্তে এক নম্বর
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
IPL 2022: ১০ টি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচে ২০০-র বেশি রান উঠেছ৷ এই ১০ টি ম্যাচের মধ্যে ৭ বার রান চেজ করে জিতেছে দলগুলি৷ তবে শেষদুটি ম্যাচে প্রথমে ব্যাট করা দল জিতেছে৷
#মুম্বই: আইপিএল ২০২২ -র (IPL 2022) প্রথম সপ্তাহ রোমাঞ্চ ও অ্যাকশনে ভরপুর৷ শনিবার অবধি ১০ টি ম্যাচ খেলা হয়েছে৷ আর এতে ভরপুর আনন্দ উপভোগ করেছেন ক্রিকেটপ্রেমী দর্শকরা৷ ব্যাটসম্যানদের চার-ছক্কার ফুলঝুরি, বোলারদের বোলিং কামাল , ফিল্ডারদের দারুণ সব কাজ সবই উপভোগ করছেন দর্শকরা৷ ১০ টি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচে ২০০-র বেশি রান উঠেছ৷ এই ১০ টি ম্যাচের মধ্যে ৭ বার রান চেজ করে জিতেছে দলগুলি৷ তবে শেষদুটি ম্যাচে প্রথমে ব্যাট করা দল জিতেছে৷
সঞ্জু স্যামসনের (Sanju Samson) নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালস নেট রানরেট 2.100, অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের রানরেট 0.843৷ গুজরাতের দল 0.495 নেট রানরেট৷ চতুর্থ দ হিসেবে রয়েছে দিল্লি ক্যাপিটাল্স ৷ তাদের রানরেট 0.065, লখনউ সুপার জায়ন্টস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পঞ্জাব কিংস ২ টি করে ম্যাচ খেলে ২-২ পয়েন্ট পেয়েছে৷
advertisement
advertisement
এইবারে আইপিএল ২০২২ -র (IPL 2022) আপসেট দিয়ে শুরু হয়েছে চেন্নাই সুপার কিংস (CSK) যারা চার আইপিএল জিতেছে আর পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স এখনও নিজেদের ছাপ ছাড়তে ব্যর্থ হয়েছে৷ টুর্নামেন্টের ঠিক আগেই মহেন্দ্র সিং ধোনি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ায় রবীন্দ্র জাদেজা অধিনায়ক নির্বাচিত হন, কিন্তু তিনি সেরকম কোনও ছাপ ছাড়তে পারেননি৷ এদিকে বর্তমানের আইপিএলের সফলতম অধিনায়ক মুম্বই ইন্ডিয়ান্সের (MI) অধিনায়ক রোহিত শর্মাও এখনও প্রথম জয় খুঁজছেন৷
advertisement
সুপার জায়ন্টস দল -0.011 রানরেট পঞ্চম স্থানে আরসিবি (-0.048) ছ নম্বর স্থানে পঞ্জাব কিংস (-1.183), সপ্তম স্থানে রয়েছে৷ চেন্নাই সুপার কিংস আর মুম্বই ইন্ডিয়ান্স এখনও অবধি খাতা খুলতে পারেনি৷ সিএসকে-র রানরেট -0.528, মুম্বই ইন্ডিয়ান্স -1.029 নবম স্থানে রয়েছে৷ সানরাইজার্স হায়দরাবাদ আগের ম্যাচে হেরেছে৷
ঈশান কিষাণের অরেঞ্জ ক্যাপ (Orange Cap)
মুম্বইয়ে উইকেটকিপার ক্রিকেটার ঈশান কিষাণের (Ishan Kisan) এই সময় অরেঞ্জ ক্যাপ পেয়েছেন৷ ঈশানের ২ ম্যাচে মোট ১৩৫ রান রয়েছে৷ রাজস্থান রয়্যালসের ক্রিকেটার জস বাটলার ১৩৫ রান করলেও ঈশান কিষাণের স্ট্রাইকরেট জোস বাটলারের থেকে বেশি৷ ঈশান দিল্লি ক্যাপিটাল্সের বিরুদ্ধে অর্ধ শতরান করেছিলেন৷ ঈশান কিষাণ
advertisement
উমেশ যাদব (Umesh Yadav) সবচেয়ে বেশি উইকেট নিয়ে পার্পল ক্যাপের (Purple Cap) মালিক৷ ৩ ম্যাচে ৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটের মালিক৷ এরপর ২ ও ৩ নম্বরে রয়েছেন যুজবেন্দ্র চাহাল ও মহম্মদ শামি তাঁদের ৫ টি করে উইকেট রয়েছে৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 03, 2022 12:55 PM IST