Women's World Cup 2022: স্বামী স্টার্ক যা করছেন তাই করে দেখালেন স্ত্রী হিলি, ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বসেরা অস্ট্রেলিয়া
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
২০১৫ সালে বিশ্বকাপে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন তাঁর স্বামী ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার মিচেল স্টার্ক৷ এদিকে এদিন তাঁর স্ত্রীও বিশ্বকাপের মঞ্চেই প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেন৷
#ক্রাইস্টচার্চ: মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে (ICC Women's World Cup 2022) অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড (Aus vs Eng) ম্যাচে ৭১ রানে জিতে গেল অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেট দল৷ আর অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক এলিসা হিলি (Alyssa Healy) মহিলা বিশ্বকাপের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হলেন৷ এদিন তিনি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়ে স্বামী মিচেল স্টার্কের সঙ্গে এক আসনে চলে এলেন৷ ২০১৫ সালে বিশ্বকাপে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন তাঁর স্বামী ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার মিচেল স্টার্ক৷ এদিকে এদিন তাঁর স্ত্রীও বিশ্বকাপের মঞ্চেই প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেন৷
অস্ট্রেলিয়া মহিলা দল বনাম ইংল্যান্ড মহিলা দলের (Aus W vs Eng W) খেলায় দারুণ পারফরম্যান্স করে নজর কাড়েন এলিসা হিলি৷ তিনি এদিনের পারফরম্যান্সের পর প্রাক্তন অজি অধিনায়ক কারেন রোল্টন (2005), ইংল্যান্ডের ক্লেরি টেলর (2009), নিউজিল্যান্ডের সুজি বেটস (2013), ইংল্যান্ডের টেমি বিউমোটের (2017) বিশেষ ক্লাবে শামিল হয়ে গেলেন৷
advertisement
advertisement
এলিসা হিলি নিউজিল্যান্ডে আয়োজিত হওয়া মহিলা ক্রিকেট বিশ্বকাপে (ICC Women's World Cup 2022) সবচেয়ে বেশি ৫০৯ রান করেন৷ তিনি সেমিফাইনালে এবং ফাইনালে শতরান করেন৷ তাঁর এই পারফরম্যান্সের জন্য ৭ বার বিশ্বচ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া৷ মহিলাদের বিশ্বকাপের এটা ১২ তম মরশুম৷ আর তার থেকে ৭বার চ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া৷ ফাইনাল লড়াইতে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৩৫৬ রানের বিশাল স্কোর খাড়া করেন৷ জবাবে ইংল্যান্ড ব্যাট করতে নেমে ২৮৫ রানে অলআউট হয়ে যান৷ এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়া ক্রিকেট দল একটি ম্যাচও হারেনি এবং মোট ৯ টি ম্যাচের ৯ টিই জিতলেন তিনি৷
advertisement
হিলি ২ টি শতরান করেছেন
৩২ বছরের উইকেটকিপার এলিসা হিলি ৯ ম্যাচে ৫৬.৫৫ গড়ে ৫০৯ রান করেন৷ তিনি ২ টি শতরান এবং ২ টি অর্ধশতরান করেন৷ উইকেটকিপার হিসেবে তিনি ৪ টি ক্যাচ নেন৷ পাশাপাশি ৪ টি স্টাম্পও করেন৷ তিনি গোটা টুর্নামেন্টে ৭০ টি বাউন্ডারি হাঁকান৷ স্ট্রাইকরেট ১০৪, ৫ বার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেতাবও জিতেছেন৷
advertisement
অস্ট্রেলিয়ান মেগ লেনিংয়ের অধিনায়কত্ব এই নিয়ে চতুর্থবার বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া৷ তিনি সবচেয়ে সফল অস্ট্রেলিয়ান অধিনায়ক হলেন৷ তিনি অস্ট্রেলিয়াকে এর আগে ৩ বার টি টোয়েন্টি চ্যাম্পিয়ন করেন৷ অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং ৪ বার এবং ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৩ বার আইসিসি ট্রফি জেতেন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 03, 2022 5:31 PM IST