#ক্রাইস্টচার্চ: মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে (Women's World Cup 2022) অস্ট্রেলিয়ার ক্রিকেটার এলিসা হিলি (Alyssa Healy) পারফরম্যান্সগ্রাফ একেবারে সকলের কুর্নিশ আদায় করে নিয়েছেন৷ ধামাকা পারফরম্যান্স করে ১৭০ রান করে নজর কেড়েছেন৷ তাঁর ইনিংস সাজানো ২৬ টি চার দিয়ে৷ এদিকে সারা দুনিয়া যেমন কুর্নিশ করছেন ঠিক তেমনিই তাঁর স্বামীও উচ্ছ্বসিত খুশি স্ত্রী এলিসার পারফরম্যান্সে৷ অস্ট্রেলিয়ান ক্রিকেটার মিচেল স্টার্ক হাজির ছিলেন স্টেডিয়ামে ফাইনাল দেখতে৷
তাই একদিকে যেমন ক্যামেরার ফোকাসে ছিল হিলি অন্যদিকে ছিল মিচেল স্টার্কের দিকে৷ স্ত্রীর পারফরম্যান্সে পুরো মজে যান মিচেল স্টার্ক৷ দেখে নিন স্ত্রীর শতরানের পর গ্যাারিতে কীরকম করে উচ্ছ্বসিত হয়ে ওঠেন স্বামী৷ গ্যালারিতে স্টার্কের উচ্ছ্বসিত আনন্দের ভাইরাল ভিডিও (viral video)৷
আরও পড়ুন - IPL 2022: আইপিএলে অঘটনে ভরা প্রথম সপ্তাহ, এখনও পয়েন্ট টেবলে খাতা খোলেনি মুম্বই -চেন্নাই!
দেখে নিন ভাইরাল ভিডিও (viral video)৷
View this post on Instagram
সেমিফাইনাল ও ফাইনালে শতরানকারী প্রথম ব্যাটসম্যান হলেন তিনি৷ হিলি নিজের শতরান ১৩ টি চার মারেন৷ ম্যাচের ৪৬ তম তৃতীয় বলে শ্রাবসোলের বলে আউট হন৷ তিনি ২৬ টি চার মারেন৷ হিলি বিশ্বকাপের ফাইনালে ১৫০ রান করা প্রথম মহিলা হলেন৷ এছাড়াও তিনি বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে শতরান করা প্রথম ব্যাটসম্যান হলেন৷
View this post on Instagram
রেচেল হেন্সের সঙ্গে রেকর্ড পার্টনারশপ করেন হিলি৷ তাঁরা প্রথম উইকেটে ১৬০ রানের পার্টনারশিপ করেন৷ মহিলা বিশ্বকাপের ফাইনালে শতরান করে তিনি দ্বিতীয় অস্ট্রেলিয়ার ক্রিকেটার৷ এর আগে অস্ট্রেলিয়ার রোল্টন ১০০ বলে শতরান করেছিলেন৷
এর আগে নিউজিল্যান্ডের ডেবি হাকে ১৯৯৭ সালে ভারতে আয়োজিত বিশ্বকাপে সর্বাধিক ৪৫৬ রান করেছিলেন৷ এখন তিনি একটি বিশ্বকাপে মহিলা ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের মধ্যে তিন নম্বরে রয়েছেন৷ এদিকএ হিলির পার্টনার রেচে হেন্স ৪৯৭ রান করেছেন৷ হিলি-র এটা লাগাতার দ্বিতীয় শতক৷ তিনি ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে শতরানের ইনিংস খেলেছিলেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।