কখন-কোথায়-কোন চ্যানেল ও অ্যাপে লাইভ দেখবেন WPL 2024 Auction

Last Updated:

When and where to watch wpl auction 2024 live telecast live streaming: প্রথম বছরেই জনপ্রিয়তার শীর্ষে পৌছেছে এই প্রতিযোগিতা। ৯ ডিসেম্বর নিলামের মধ্য দিয়ে ফের দামামা বাজতে চলেছে উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় মরশুমের।

কখন-কোথায়-কোন চ্যানেল ও অ্যাপে লাইভ দেখবেন  WPL 2024 Auction
কখন-কোথায়-কোন চ্যানেল ও অ্যাপে লাইভ দেখবেন WPL 2024 Auction
মুম্বই: ২০২৩ সালে স্বপ্ন ও দীর্ঘ দিনের দাবি পূরণ হয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেটারদের। পুরুষদের আইপিএলের আদলে শুরু হয় উইমেন্স প্রিমিয়ার লিগ। প্রথম বছরেই জনপ্রিয়তার শীর্ষে পৌছেছে এই প্রতিযোগিতা। ৯ ডিসেম্বর নিলামের মধ্য দিয়ে ফের দামামা বাজতে চলেছে উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় মরশুমের।
৯ ডিসেম্বর মুম্বাইয়ে অনুষ্ঠিত হতে চলেছে উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় মরশুমের নিলাম। এবারের নিলামে মোট ১৬৫ জন প্লেয়ার রয়েছে যাদের জন্য ফ্র্যাঞ্চাইজি দলগুলি বিড করবে। এর মধ্যে ৫৬ জন ক্যাপড এবং ১০৯ জন আনক্যাপড খেলোয়াড়। নিলামের তালিকায় রয়েছেন ১০৪ জন ভারতীয় ও ৬১ জন বিদেশি ক্রিকেটার। ১৫ জন মহিলা ক্রিকেটার অ্যাসোসিয়েট দলের সদস্য।
advertisement
প্লেয়ার কেনার লড়াইয়ে অংশ নেবে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স, গুজরাত জায়ান্টস, দিল্লি ক্যাপিটালস, ইউপি ওয়ারিয়র্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সর্বোচ্চ ৩০ জন খেলোয়াড়ের স্লট খালি রয়েছে। এর মধ্যে ৯ জন বিদেশি খেলোয়াড়ের স্লট রয়েছে। ২০২৪ সালের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হতে পারে ডব্লুইপিএলের দ্বিতীয় মরশুম।জেনে নিন কখন-কোথায় দেখবেন উইমেন্স প্রিমিয়ার লিগ ২০২৪ নিলামের আসর।
advertisement
advertisement
কোথায় বসবে WPL-এর নিলামের আসর?
৯ ডিসেম্বর উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামের আসর বসবে মুম্বইতে।
কোথায় দেখা যাবে নিলাম?
WPL-এর নিলাম সরাসরি দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেলে। অনলাইনে লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপে।
কখন থেকে শুরু হবে?
দুপুর ৩টে থেকে শুরু হবে নিলাম।
বাংলা খবর/ খবর/খেলা/
কখন-কোথায়-কোন চ্যানেল ও অ্যাপে লাইভ দেখবেন WPL 2024 Auction
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement