Wimbledon 2025 Women Singles Champion: ১১৪ বছরের ইতিহাসে কেউ এমন করেননি! মেয়েদের উইম্বলডন সিঙ্গলসের ফাইনালে নতুন রেকর্ড ইগা শিয়নটেকের, খাতাই খুলতে দিলেন না প্রতিপক্ষকে...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Wimbledon 2025 Women Singles Champion: ইগা শিয়নটেক উইম্বলডন ফাইনালে ইতিহাস গড়লেন। মাত্র এক ঘণ্টায় আনিসিমোভাকে ৬-০, ৬-০ স্কোরে হারিয়ে ১১৪ বছরের মধ্যে প্রথমবার কোনও খেলোয়াড় একটিও গেম না হারিয়ে চ্যাম্পিয়ন হলেন, বিস্তারিত জানুন...
লন্ডন: পোল্যান্ডের টেনিস তারকা ইগা শিয়নটেক ইতিহাস গড়লেন উইম্বলডনের ঘাসের কোর্টে। শনিবার ফাইনালে তিনি আমেরিকান খেলোয়াড় অ্যামান্ডা আনিসিমোভা-কে একেবারে বিধ্বংসী পারফরম্যান্সে হারিয়ে দিলেন স্ট্রেট সেটে ৬-০, ৬-০ তে। এই জয় শুধুমাত্র তার প্রথম উইম্বলডন খেতাব নয়, বরং গত ১১৪ বছরে এমন একতরফা ফাইনালেরও নজির গড়লেন ইগা।
মাত্র এক ঘণ্টার মধ্যেই ম্যাচ শেষ করে দেন শিয়নটেক, প্রতিপক্ষ আনিসিমোভা যেন কোর্টে ছিলেনই না—সেই রকম একতরফা ম্যাচের সাক্ষী থাকল অল ইংল্যান্ড ক্লাব। এই জয়ের মাধ্যমে ইগা শিয়নটেক উইম্বলডনের অষ্টম পরপর নতুন নারী চ্যাম্পিয়ন হিসাবে নাম লেখালেন।
advertisement
advertisement
উল্লেখযোগ্যভাবে, সেরেনা উইলিয়ামস ২০১৬ সালে তার শেষ উইম্বলডন খেতাব জেতার পর থেকে প্রতিবারই নতুন কেউ এই খেতাব জিতে চলেছেন। সেই তালিকায় রয়েছেন গারবিন মুগুরুজা (২০১৭), অ্যাঞ্জেলিক কারবার (২০১৮), সিমোনা হালেপ (২০১৯), অ্যাশ বার্টি (২০২১), এলিনা রাইবাকিনা (২০২২), মার্কেটা ভনড্রুসোভা (২০২৩) এবং বারবোরা ক্রেজচিকোভা (২০২৪)।
শিয়নটেক, যিনি ইতিমধ্যেই পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন, উইম্বলডনে আগে তেমন সাফল্য পাননি। তবে এবার সেই রেকর্ড মুছে দিয়ে নিজেকে প্রমাণ করলেন।
advertisement
২৩ বছর বয়সী আনিসিমোভার জন্য এটি ছিল প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল, কিন্তু শিয়নটেকের দাপটের কাছে তিনি পুরোপুরি পর্যুদস্ত। ম্যাচে তার কোনও ছন্দই দেখা যায়নি।
advertisement
এই জয় শুধু শিয়নটেকের কেরিয়ারের মাইলফলক নয়, বিশ্ব টেনিসেও নতুন অধ্যায়ের সূচনা।
Location :
Kolkata,West Bengal
First Published :
July 12, 2025 11:00 PM IST