Alcohol Liver Damage: সপ্তাহে ১ বার মদ খেয়ে ভাবছেন ঠিক করছেন? আজ্ঞে না, লিভারের ১২টা বাজাচ্ছেন! এক বিন্দু অ্যালকোহলও আপনার লিভারকে শেষ করে দিতে পারে, সাবধান...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Alcohol Liver Damage: অনেকেই ভাবেন সপ্তাহে একবার মদ্যপান ক্ষতিকর নয়। কিন্তু চিকিৎসকদের মতে, অতিরিক্ত মদ্যপান একবারেই বিঞ্জ ড্রিঙ্কিংয়ের শামিল। এতে লিভার ক্ষতিগ্রস্ত হয়ে ফ্যাটি লিভার, সিরোসিস বা ক্যানসারের ঝুঁকি বাড়ায়, বিস্তারিত জানুন...
advertisement
অনেকে মনে করেন যে, সপ্তাহে একদিন মাত্র মদ্যপান করলে শরীরে বিশেষ প্রভাব পড়ে না। কিন্তু চিকিৎসাবিজ্ঞান কী বলছে? সত্যি কি অল্পমাত্রায় মদ খাওয়াও লিভারের জন্য ক্ষতিকর হতে পারে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে গবেষণায়। কারণ লিভারের উপর অ্যালকোহলের প্রভাব শুধু পরিমাণের উপর নয়, বরং আপনার অভ্যাস ও শরীরের সহ্যক্ষমতার উপরও নির্ভর করে।
advertisement
ডঃ ইমরান আহমেদ-এর মতে, যদি কেউ সপ্তাহে একদিন মদ্যপান করে, কিন্তু একবারেই অনেকটা পরিমাণে (যেমন ৪-৫ পেগ বা তারও বেশি), তাহলে তাকে “বিঞ্জ ড্রিঙ্কিং” বলা হয়। এই অভ্যাস ঠিক ততটাই ক্ষতিকর, যতটা রোজ একটু একটু করে খাওয়ার ফলে হয়। বিঞ্জ ড্রিঙ্কিং লিভারের কোষ নষ্ট করে দিতে পারে এবং ফ্যাটি লিভার, লিভার ইনফ্লেমেশন ও সিরোসিসের ঝুঁকি বাড়িয়ে তোলে।
advertisement
লিভারের উপর অ্যালকোহলের প্রভাব কীভাবে পড়ে? প্রথমেই শরীরে প্রবেশ করা অ্যালকোহলকে প্রসেস করে লিভার। কিন্তু যদি খুব বেশি পরিমাণ অ্যালকোহল একসঙ্গে শরীরে প্রবেশ করে, তাহলে লিভারের উপর অতিরিক্ত চাপ পড়ে এবং সেটি অ্যালকোহলকে যথাযথভাবে ভেঙে ফেলতে পারে না। এর ফলে টক্সিন তৈরি হয় যা লিভারের কোষে মারাত্মক ক্ষতি করতে পারে।
advertisement
advertisement
তবে, প্রত্যেক মানুষের শরীরে প্রতিক্রিয়া একরকম হয় না। কারও মেটাবলিজম বেশি শক্তিশালী, ফলে সীমিত পরিমাণে মদ্যপান করলে তারা তেমন ক্ষতি অনুভব করেন না। কিন্তু যাদের আগে থেকেই লিভারের সমস্যা রয়েছে, স্থূলতা রয়েছে, হেপাটাইটিস বি বা সি-এর সংক্রমণ আছে বা যারা নিয়মিত ওষুধ খান—তাদের ক্ষেত্রে সপ্তাহে একদিনও মদ্যপান অত্যন্ত বিপজ্জনক হতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement