বিরাট কোহলির বায়োপিক বানাতে চান? জবাবে কী উত্তর দিলেন বলিউডের অন্যতম সাহসী পরিচালক!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
মূম্বই: বলিউডের অন্যতম সাহসী পরিচালক হিসাবে ধরা হয় অনুরাগ কাশ্যপকে। বর্তমানে তাঁর নতুন ছবি ‘নিশানচি’ নিয়ে ব্যস্ত তিনি। এই ছবির মাধ্যমে তিনি আবারও প্রমাণ করতে চলেছেন, গল্প বলার ক্ষেত্রে তাঁর পছন্দ কখনও সহজ পথ নয়। সম্প্রতি এক সংবাদসংস্থার সঙ্গে এক সাক্ষাৎকারে তাঁকে বিরাট কোহলির সঙ্গে তুলনা করা হয়েছিল এবং সরাসরি জানতে চাওয়া হয়েছিল, ‘আপনি কি বিরাট কোহলির বায়োপিক বানাতে আগ্রহী?’
এই প্রশ্নের জবাবে অনুরাগ স্পষ্ট বলে দেন, ‘আমি জানি না, আমি সে রকম কিছু করব কিনা, কারণ কোহলি ইতিমধ্যেই বহু মানুষের, বহু শিশুর কাছে একজন নায়ক। যদি আমাকে কোনও বায়োপিক বানাতে হয়, আমি এমন কারও জীবন থেকে কঠিন অধ্যায় বেছে নেব,’
এ দিকে বিরাট সম্পর্কে অনুরাগ বলেন, ‘তিনি একজন অসাধারণ মানুষ। ব্যক্তিগত ভাবে ওঁকে চেনার সৌভাগ্য আমার হয়েছে, এবং আমি নিশ্চিত ভাবে বলতে পারি, তিনি একেবারে খাঁটি মানুষ। আবেগে ভরপুর, শৃঙ্খলাপরায়ণ, এবং ব্যক্তিত্বে অনন্য। তিনি কখনও মধ্যপন্থা অবলম্বন করেন না, কখনও পিছিয়ে পড়েন না, তিনি এগিয়ে চলেন, নিরন্তর। এমন মানুষদের প্রতিই আমি দুর্বল।’
advertisement
advertisement
এর পাশাপাশি বিরাট কোহলির সঙ্গে তুলনা নিয়ে অনুরাগ বলেন, ‘হ্যাঁ, এটা ওঁর জন্য কিছুটা কষ্টকর ছিল। আসলে আপনি কী ভাবে লিখছেন আর পাঠক কী ভাবে পড়ছেন, সেটাই কাউকে বিতর্কিত করে তোলে।’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 15, 2025 11:06 PM IST