Ind vs Eng: 'শার্দুল ঠাকুর দলে কেন?' পরের টেস্টে বিরাট বদল ভারতীয় দলে! তারকা স্পিনারকে নেওয়ার দাবি
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ind vs Eng Test Series- মন্টি পনেসার মনে করছেন, স্পিন সহায়ক পিচে কুলদীপ যাদব ভারতীয় দলের জন্য টার্নিং পয়েন্ট হতে পারেন।
নয়াদিল্লি: লিডসে সিরিজের প্রথম টেস্টে ৩৭১ রানের টার্গেট সেট করেও হারতে হয়েছে ভারতীয় দলকে। এর পর থেকেই ভারতীয় বোলিং আক্রমণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার মন্টি পনেসার মনে করেন, পরবর্তী টেস্টে ভারতের কুলদীপ যাদবকে খেলানো উচিত।
এজবাস্টনের টার্নিং পিচ নিয়ে পনেসারের মন্তব্য, “এজবাস্টনে ভারত কুলদীপ যাদবকে ‘এক্স-ফ্যাক্টর’ হিসেবে খেলাতে পারে। শার্দুল ঠাকুরের বদলে কুলদীপকে নেওয়া উচিত। এজবাস্টনের পিচে সামান্য টার্ন থাকে, তাই ওর মধ্যে যে এক্স-ফ্যাক্টর রয়েছে, সেটা এই পিচে ভাল কাজে লাগবে। ওর মধ্যে বিশেষ কিছু আছে।”
মন্টি পনেসার মনে করছেন, স্পিন সহায়ক পিচে কুলদীপ যাদব ভারতীয় দলের জন্য টার্নিং পয়েন্ট হতে পারে। শার্দুলের বদলে ওকে নেওয়াই হবে সঠিক সিদ্ধান্ত। ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার মন্টি পনেসার মনে করেন, পরবর্তী টেস্ট ম্যাচে শার্দুল ঠাকুরের বদলে কুলদীপ যাদবকে খেলানো অবশ্যই উচিত।
advertisement
advertisement
আরও পড়ুন- ‘একদিকে মহম্মদ, অন্যদিকে কষ্ণ, দুজনে ধ্বংস করে দেবে’, লিডসে ভাইরাল গিলের মন্তব্য
তিনি বলেছেন, “রবীন্দ্র জাদেজা দলে থাকতে পারেন, কিন্তু কুলদীপকে সুযোগ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। কুলদীপের টার্নিং ট্র্যাকের দরকার নেই। আমরা আইপিএলে দেখেছি, ও সামান্য টার্নেও ব্যাটসম্যানদের সমস্যায় ফেলে দিতে পারে।”
মন্টি আরও বলেন, “যদি শার্দুল ঠাকুর দিনে মাত্র ৬-৮ ওভার বল করেন, এমনকী পুরো দিনে ১৫ ওভারও না করতে পারেন, তাহলে ওকে দলে রাখার কোনো মানে নেই।”
advertisement
পনেসারের মতে, কুলদীপ যাদব একজন ম্যাচ উইনার এবং তাঁর দক্ষতা এমন যে টার্নিং পিচ না থাকলেও তিনি কার্যকরী। তাই ভারতীয় টিম ম্যানেজমেন্টের উচিত শার্দুলের জায়গায় কুলদীপকে খেলানো। একই স্পিনার রাখলে কুলদীপই সেরা বিকল্প মন্টি পনেসার। যখন মন্টি পনেসারকে জিজ্ঞাসা করা হয়, “জাদেজার পরিবর্তে কুলদীপকে দলে রাখা উচিত কি না,” তখন তিনি একটুও দ্বিধাবোধ করেননি।
advertisement
মন্টি পনেসারের মতে, কুলদীপ যাদবের স্পিনে বৈচিত্র্য এবং উইকেট নেওয়ার ক্ষমতা জাদেজার তুলনায় বেশি, সেই কারণেই তিনি একমাত্র স্পিনার হিসেবেও দলে জায়গা পাওয়ার যোগ্য।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 25, 2025 2:41 PM IST