‘কুস্তিগীরদের নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিবাদ কর্মসূচিতে বাংলার ক্রিকেট দলের কোচ, খেলোয়াড়রা ছিলেন...’ কর্মসূচিতে সিএবির অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠতেই সাফাই ক্রিকেট কর্তাদের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by: ERON ROY BURMAN
Last Updated:
প্রশ্ন উঠতেই সাফাই বঙ্গ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার কর্তাদের। যুক্তি সাজাচ্ছেন সিএবি কর্তারা। এই বিষয়ে নিজেদের দোষী মানতে নারাজ সিএবি।
কলকাতা: কুস্তিগীরদের সমর্থনে মুখ্যমন্ত্রীর দু’দিনের প্রতিবাদ কর্মসূচিতে গরহাজির সিএবি। প্রশ্ন উঠতেই সাফাই বঙ্গ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার কর্তাদের। যুক্তি সাজাচ্ছেন সিএবি কর্তারা। এই বিষয়ে নিজেদের দোষী মানতে নারাজ সিএবি। প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানান, তিনি এই বিষয়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে কথা বলবেন। সঙ্গে যোগ করেন, “বুধবারের যে পদযাত্রা ছিল তা আমাদের জানানো হয়েছিল। তবে আমি অসুস্থ হয়ে পড়ায় যোগ দিতে পারিনি। শিবশঙ্কর পাল, সৌরাশিস লাহিড়ীরা তো ছিল সিএবির পক্ষ থেকে। প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায়ও ছিলেন। বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারিও ছিলেন। তাই সিএবি যোগ দেয়নি বলা যাবে না। বাংলা দলের কোচেরা যোগ দিয়েছেন। আমি অসুস্থ হয়ে পড়ায় যেতে পারিনি। বুধবার সিএবিতেও আসতে পারিনি।”
বুধ এবং বৃহস্পতিবার সাক্ষী মালিক, বিনেশ ফোগটদের আন্দোলনের সমর্থনে পথে নেমেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই পদক্ষেপে পা মিলিয়েছে রাজ্যের ক্রীড়া সংস্থা এবং ক্রীড়াবিদরা। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের নথিভুক্ত ৩৬টি ক্রীড়া সংস্থা গত দু’দিন ধরে মুখ্যমন্ত্রীর প্রতিবাদের সমর্থনে পা মিলিয়েছে। হাজরা থেকে রবীন্দ্রসদন পর্যন্ত হাঁটা এবং তার ২৪ ঘণ্টা পরে গোষ্ঠ পালের মূর্তির পাদদেশ থেকে গান্ধি মুর্তি পর্যন্ত মোমবাতি মিছিলে মুখ্যমন্ত্রীর পাশে বাংলার ক্রীড়াজগত। কিন্তু সবাই থাকলেও গত দু’দিনের কর্মসূচিতে ছিল না রাজ্য ক্রিকেট নিয়ামক সংস্থা সিএবি। বিষয়টি নজর এড়ায়নি রাজ্যের ক্রীড়ামন্ত্রক এবং ক্রীড়া সংস্থাগুলোর। তাহলে কি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল পাশে নেই মুখ্যমন্ত্রীর প্রতিবাদ কর্মসূচিতে। সমালোচনার ঢেউ যে উঠেছে তা ছুঁয়েছে রাজ্য ক্রিকেটের সদর দফতরে।
advertisement
advertisement
মুখ্যমন্ত্রীর মোমবাতি মিছিল শুরু হয়েছিল গোষ্ঠ পালের মূর্তির পাদদেশ থেকে। যেখান থেকে সিএবি ঢিল ছোঁড়া দুরত্বে। তাহলে কেন মোমবাতি মিছিলে মুখ্যমন্ত্রীর সঙ্গে পা মেলালেন না সিএবি কর্তারা ৷ সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস জানিয়েছেন, ‘‘মোমবাতি মিছিল নিয়ে আমরা কোনও খবর পাইনি। কোনও ফোন বা মেইল আসেনি। তাই যাওয়া হয়নি। তা বলে সিএবি রাজ্য ক্রীড়ামন্ত্রকের পাশে নেই, এইরকম ভাবার কোনও কারণ নেই। ভবিষ্যতে আমরা যেকোনও কর্মসূচিতে আমরা অবশ্য যোগ দেব। ”
advertisement
ক্রিকেট জগতের ব্যক্তিত্বরা সেভাবে কুস্তি বিতর্কে মুখ খোলেননি। তবে যে কয়েকজন বলেছেন তা সেটা ধরি মাছ না ছুঁই পানি মনোভাবের মতো। ক্রিকেটারদের বৃহত্তর অংশের এই অবস্থান সমালোচনার মুখে পড়েছে। এই অবস্থায় এই রাজ্যের কুস্তি বিতর্ক নিয়ে প্রতিবাদ আন্দোলনে সিএবির অবস্থানও সমালোচনার আতস কাচের তলায়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
June 02, 2023 7:06 AM IST