IPS Navjot Simi: সৌন্দর্যে রীতিমতো গুনে গুনে গোল দেন বলিউড অভিনেত্রীদের! এই আইপিএস অফিসারের স্টাইলে মজেছেন নেটিজেনরা

Last Updated:
কথা হচ্ছে, দেশের অন্যতম সুন্দরী আইপিএস অফিসার নভজ্যোত সিমির! আজ তাঁর ডাক্তার থেকে আইপিএস হয়ে ওঠার সফরের গল্পটাই শুনে নেওয়া যাক!
1/10
সৌন্দর্য, স্টাইল আর গ্ল্যামারের গুণে তুমুল চর্চায় উঠে এসেছেন তিনি। তবে অবশ্য কোনও মডেল কিংবা অভিনেত্রী নন। তিনি আপাতত দেশের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছেন।
সৌন্দর্য, স্টাইল আর গ্ল্যামারের গুণে তুমুল চর্চায় উঠে এসেছেন তিনি। তবে অবশ্য কোনও মডেল কিংবা অভিনেত্রী নন। তিনি আপাতত দেশের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছেন।
advertisement
2/10
কথা হচ্ছে, দেশের অন্যতম সুন্দরী আইপিএস অফিসার নভজ্যোত সিমির! আজ তাঁর ডাক্তার থেকে আইপিএস হয়ে ওঠার সফরের গল্পটাই শুনে নেওয়া যাক!
কথা হচ্ছে, দেশের অন্যতম সুন্দরী আইপিএস অফিসার নভজ্যোত সিমির! আজ তাঁর ডাক্তার থেকে আইপিএস হয়ে ওঠার সফরের গল্পটাই শুনে নেওয়া যাক!
advertisement
3/10
 সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, পঞ্জাবের গুরদাসপুরের বাসিন্দা সিমি। বাবা পেশায় ব্যাঙ্ক কর্মী এবং মা এক জন গৃহবধূ। তিন ভাইবোনের মধ্যে বড় সিমিই। সেখানকারই সরকারি স্কুলে পড়াশোনা করেছেন সিমি।
সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, পঞ্জাবের গুরদাসপুরের বাসিন্দা সিমি। বাবা পেশায় ব্যাঙ্ক কর্মী এবং মা এক জন গৃহবধূ। তিন ভাইবোনের মধ্যে বড় সিমিই। সেখানকারই সরকারি স্কুলে পড়াশোনা করেছেন সিমি।
advertisement
4/10
এর পর লুধিয়ানার বাবা জসবন্ত সিং ডেন্টাল হসপিটাল এবং রিসার্চ ইনস্টিটিউট থেকে ডেন্টাল সার্জারিতে স্নাতক ডিগ্রি (বিডিএস) অর্জন করেন। তবে আর্থিক সমস্যার কারণে সিমি চাইলেও ডেন্টাল সার্জারিতে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা করতে পারেননি।
এর পর লুধিয়ানার বাবা জসবন্ত সিং ডেন্টাল হসপিটাল এবং রিসার্চ ইনস্টিটিউট থেকে ডেন্টাল সার্জারিতে স্নাতক ডিগ্রি (বিডিএস) অর্জন করেন। তবে আর্থিক সমস্যার কারণে সিমি চাইলেও ডেন্টাল সার্জারিতে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা করতে পারেননি।
advertisement
5/10
ডাক্তারি পড়লেও সিমি সেই ছোটবেলা থেকে সিভিল সার্ভিসে নিজের কেরিয়ার গড়ার স্বপ্ন দেখতেন। ফলে তিনি সেদিকেই মন দিতে চান।
ডাক্তারি পড়লেও সিমি সেই ছোটবেলা থেকে সিভিল সার্ভিসে নিজের কেরিয়ার গড়ার স্বপ্ন দেখতেন। ফলে তিনি সেদিকেই মন দিতে চান।
advertisement
6/10
মা-বাবার মত নিয়েই নয়াদিল্লিতে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)-এর জন্য কোচিং নিতে শুরু করেন। প্রথম পরীক্ষায় বসেন ২০১৬ সালে।
মা-বাবার মত নিয়েই নয়াদিল্লিতে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)-এর জন্য কোচিং নিতে শুরু করেন। প্রথম পরীক্ষায় বসেন ২০১৬ সালে।
advertisement
7/10
কঠোর পরিশ্রমের জোরে লিখিত পরীক্ষায় পাশ করে যান। তবে ইন্টারভিউ বোর্ডে গিয়ে আটকে যান। ফলে স্বপ্নের খুব কাছে গিয়েও স্বপ্ন পূরণ অধরাই থেকে যায়! এর পর তিনি পঞ্জাব সিভিল সার্ভিসের পরীক্ষায় পাশ করে ট্রেনি অফিসার হিসেবে কাজ শুরু করেন। এর পাশাপাশিই অবশ্য চলতে থাকে ইউপিএসসি-এর প্রস্তুতি।
কঠোর পরিশ্রমের জোরে লিখিত পরীক্ষায় পাশ করে যান। তবে ইন্টারভিউ বোর্ডে গিয়ে আটকে যান। ফলে স্বপ্নের খুব কাছে গিয়েও স্বপ্ন পূরণ অধরাই থেকে যায়! এর পর তিনি পঞ্জাব সিভিল সার্ভিসের পরীক্ষায় পাশ করে ট্রেনি অফিসার হিসেবে কাজ শুরু করেন। এর পাশাপাশিই অবশ্য চলতে থাকে ইউপিএসসি-এর প্রস্তুতি।
advertisement
8/10
 এর পর আবার ২০১৭ সালের ইউপিএসসি পরীক্ষায় বসেন সিমি। কঠোর পরিশ্রম এবং গভীর নিষ্ঠার জোরে অবশেষে পূরণ হয় স্বপ্ন! আইপিএস প্রশিক্ষণ সেরে সিমি বিহার ক্যাডারে নিজের জায়গা করে নেন। বর্তমানে পটনার ডিএসপি পদের দায়িত্ব সামলাচ্ছেন তিনি।
এর পর আবার ২০১৭ সালের ইউপিএসসি পরীক্ষায় বসেন সিমি। কঠোর পরিশ্রম এবং গভীর নিষ্ঠার জোরে অবশেষে পূরণ হয় স্বপ্ন! আইপিএস প্রশিক্ষণ সেরে সিমি বিহার ক্যাডারে নিজের জায়গা করে নেন। বর্তমানে পটনার ডিএসপি পদের দায়িত্ব সামলাচ্ছেন তিনি।
advertisement
9/10
শুধু আইপিএস হিসেবেই নন, সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় সিমি। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা প্রায় ১.২ মিলিয়ন। আর সবথেকে বড় কথা হল, চাকরির দায়িত্ব সামলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন এই অফিসার। হামেশাই কাজ এবং ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত শেয়ার করেন তিনি।
শুধু আইপিএস হিসেবেই নন, সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় সিমি। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা প্রায় ১.২ মিলিয়ন। আর সবথেকে বড় কথা হল, চাকরির দায়িত্ব সামলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন এই অফিসার। হামেশাই কাজ এবং ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত শেয়ার করেন তিনি।
advertisement
10/10
 এমনকী স্বামী আইএএস অফিসার তুষার সিংলার সঙ্গে নানা রঙিন মুহূর্তও ইনস্টাগ্রামের পাতায় তুলে ধরেন। আর কমেন্ট বাক্স ভরে যায় অনুরাগীদের ভালবাসায়!
এমনকী স্বামী আইএএস অফিসার তুষার সিংলার সঙ্গে নানা রঙিন মুহূর্তও ইনস্টাগ্রামের পাতায় তুলে ধরেন। আর কমেন্ট বাক্স ভরে যায় অনুরাগীদের ভালবাসায়!
advertisement
advertisement
advertisement