আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দিন শেষ! একজনও কি দল পেলেন? জেনে নিন
- Published by:Suman Majumder
- Written by: ERON ROY BURMAN
Last Updated:
Ipl auction- আইপিএলের মেগা নিলামে নাম লিখিয়েছিলেন বাংলাদেশের এক ডজন ক্রিকেটার। কিন্তু একজন ক্রিকেটার ও আইপিএলের কোনও দলে সুযোগ পেলেন না। কী কারণে বাংলাদেশের ক্রিকেটাররা আইপিএলে সুযোগ পেলেন না?
কলকাতা: আইপিএলের মেগা নিলাম সম্পূর্ণ। দল গুছিয়ে নিল ১০ ফ্র্যাঞ্চাইজি। রেকর্ড অর্থে বিক্রি হলেন ঋষভ পন্থ। ১৩ বছরের কিশোর খেলোয়াড় হলেন কোটিপতি। প্রচুর ক্রিকেটারের ভাগ্য খুলল। ওয়ার্নার, উইলিয়ামসন থেকে পৃথ্বী শ, শার্দুল ঠাকুররা আবার দল পেলেন না। তবে এইগুলো ছাপিয়েও আলোচনায় বাংলাদেশ ক্রিকেট।
আসলে আইপিএলে এবার নেই কোনও বাংলাদেশের ক্রিকেটার। গত কয়েক বছরে কোনও না কোনও দলে বাংলাদেশের এক দুজন ক্রিকেটার ছিলেন। তবে এবার এক ডজন ক্রিকেটার নিলামের নাম লিখিয়েও দল পেলেন না কেউই। নিলামে মোট ১২ জন বাংলাদেশী নাম লিখিয়েছিলেন। কিন্তু কোনও দল বাংলাদেশের কোনও ক্রিকেটারের জন্য বিন্দুমাত্র আগ্রহ দেখায়নি।
কেন এরকম ঘটনা? এর পেছনে কি অন্য কোনও কারণ রয়েছে? সেই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। উঠে আসছে ক্রিকেটীয় এবং অন্য কারণ। এবারের আইপিএলের নিলামে বাংলাদেশিদের মধ্যে দু কোটি টাকার বেস প্রাইসে ছিলেন মুস্তাফিজুর রহমান। তাছাড়াও এক কোটি টাকা করে নিজেদের দাম রেখেছিলেন শাকিব আল হাসান, তাসকিন আহমেদরা।
advertisement
advertisement
আরও পড়ুন- কেকেআরের ক্যাপ্টেন কে? এবার এই তারকা নাইট অধিনায়ক! একাই জেতান ম্যাচ
এছাড়াও ৭৫ লাখ টাকা বেস প্রাইসে লিটন দাস, তৌহিদ হৃদয়, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মেহেদি হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানারা নিজেদের নাম লিখিয়েছিলেন আইপিএলের নিলামে। কিন্তু শেষ পর্যন্ত কেউ দল পাননি। কোনও ফ্র্যাঞ্চাইজি বিন্দুমাত্র আগ্রহ না দেখানোয় একমাত্র মুস্তাফিজুর রহমান ছাড়া বাকি কারও নামও নিলাম পর্বে ওঠেনি।
advertisement
ক্রিকেট বিশেষজ্ঞ মহলের ধারণা, সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ফরমেটে বাংলাদেশ ক্রিকেটারদের খুব একটা ভাল পারফরম্যান্স নেই। সেই কারণেই আইপিএলে কোনও দল তাদের নিতে আগ্রহ দেখায়নি। সাধারণত আইপিএলে দল পেয়ে থাকেন সেই মুস্তাফিজুর এবং শাকিব আল হাসান। তবে এই দুই ক্রিকেটারও জীবনের সেরা সময় পেরিয়ে এসেছেন বলে মত বিশেষজ্ঞদের।
নাহিদ রানা এবং রিশাদ হোসেনের দুজনের নাম আলোচনায় থাকলেও নিলাম তাঁরা কোন প্রভাব ফেলতে পারেননি। অন্যতম কারণ হিসেবে মনে করা হচ্ছে, এদের দুজনের কারওরই আইপিএলের মতো মেগা টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা নেই। তাছাড়া আরও একটা কারণ হতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। অতীতে বিভিন্ন সময় দেখা গেছে দেশের খেলার জন্য বাংলাদেশের ক্রিকেটাররা মাঝপথে চলে যান আইপিএল ছেড়ে। সেটাও হয়তো এবার বাংলাদেশে ক্রিকেটারের দল না পাওয়ার একটি কারণ হতে পারে।
advertisement
এবার কোনও ফ্র্যাঞ্চাইজি আর ঝুঁকি নিতে চায়নি। তবে এই ক্রিকেটীয় কারণের বাইরে গিয়েও রাজনৈতিক কারণ নিয়ে চর্চা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে চর্চা, বাংলাদেশে সাম্প্রতিক যে রাজনৈতিক পরিবর্তন হয়েছে তার প্রভাব ও হয়তো নিলামে পড়েছে। সরকার পরিবর্তনের পর থেকে বিভিন্ন সময় ভারত বিদ্বেষ মাথাচাড়া দিচ্ছে ওপার বাংলায়। ফলে এদেশেও বাংলাদেশের প্রতি বিরূপ মনোভাব তৈরি হচ্ছে।
advertisement
আরও পড়ুন- এবার আইপিএল নিলাম কাঁপালেন এই সুন্দরী! কে জানেন? কেকেআরের একজন
এই পরিস্থিতিতে বাংলাদেশি ক্রিকেটার নিলে ফ্র্যাঞ্চাইজির উপর নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা থাকে বলেও মনে করছে অনেকে। তাছাড়া অনেকের ধারণা,কোনও ক্রিকেটারকে দলে না নেওয়াটা ঘুরিয়ে প্রচ্ছন্ন বার্তাও হতে পারে। তবে আসল কারণ কোনটা সেটা বোঝা কার্যত সম্ভব। যদিও ক্রিকেট বিশেষজ্ঞদের দাবি, ক্রিকেটীয় কারণের জন্যই বাংলাদেশের ক্রিকেটাররা আইপিএলে দল পাননি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 26, 2024 6:26 PM IST