Rohit Sharma : ভবিষ্যতের রোহিত শর্মা কে? এই 'তিনজন' লাইনে, একজন হতে পারেন 'পরবর্তী হিটম্যান'

Last Updated:

Rohit Sharma- আইপিএলের মাধ্যমে একের পর এক প্রতিভাবান ব্যাটসম্যান ভারতীয় দলের দরজায় কড়া নাড়ছে। এমন তিনজন বিধ্বংসী ব্যাটসম্যান রয়েছেন, যাঁরা ওয়ানডে দলে ওপেনার হিসেবে রোহিত শর্মার জায়গা নিতে পারেন বলে মনে করা হচ্ছে।

News18
News18
মুম্বই : বর্তমানে ভারতীয় ক্রিকেটে প্রতিভাবান ব্যাটসম্যানের অভাব নেই। আর সেই জন্যই দলে জায়গা পাকা করার ব্যাপারে প্রতিনিয়ত প্রতিযোগিতা বাড়ছে। আইপিএলের মাধ্যমে একের পর এক প্রতিভাবান ব্যাটসম্যান ভারতীয় দলের দরজায় কড়া নাড়ছে। এমন তিনজন বিধ্বংসী ব্যাটসম্যান রয়েছেন, যাঁরা ওয়ানডে দলে ওপেনার হিসেবে রোহিত শর্মার জায়গা নিতে পারেন বলে মনে করা হচ্ছে।
৩৮ বছর বয়সী রোহিত শর্মার জন্য এখন ভারতীয় ওয়ানডে দলে অধিনায়ক এবং ওপেনার হিসেবে টিকে থাকা খুব কঠিন হয়ে পড়েছে। ভারতের হাতে এমন তিনজন ব্যাটসম্যান রয়েছেন, যাঁরা কেবল রোহিতের জায়গা নিতে সক্ষম নন, বরং তারা ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপেও ভারতের হয়ে খেলতে পারেন।
অভিষেক শর্মা- ২৪ বছর বয়সী অভিষেক শর্মা এখন ভারতের অন্যতম ওপেনিং ব্যাটসম্যান হিসেবে গণ্য হন। তিনি এখনও পর্যন্ত ভারতীয় দলের হয়ে ১৭টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, ১৯৩.৮৫ স্ট্রাইক রেট এবং ৫৩৫ রান করেছেন। অভিষেক শর্মা টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে ২টি সেঞ্চুরি এবং ২টি হাফ-সেঞ্চুরি করেছেন।
advertisement
advertisement
আরও পড়ুন- মাঠে শো চলাকালীন হঠাৎ প্রেম প্রস্তাব ! WCL থেকেই সবার মুখে তাঁর নাম, কে এই করিশমা কোটাক?
আইপিএলেও তাঁর রেকর্ড খুবই চমৎকার। তিনি ৭৭টি আইপিএল ম্যাচে ১৬২.৯৩ স্ট্রাইক রেট এবং ২৭.০৯ গড়ে ১৮১৫ রান করেছেন। আইপিএলে তাঁর নামের পাশে আছে ১টি সেঞ্চুরি ও ৯টি অর্ধশতক।
প্রিয়াংশ আর্য- ভারতের ওয়ানডে দলের ওপেনার হিসেবে রোহিত শর্মাকে রিপ্লেস করতে পারেন ২৪ বছর বয়সী তরুণ ব্যাটসম্যান প্রিয়াংশ আর্য। প্রিয়াংশ আর্য আইপিএলে এখনও পর্যন্ত ১৭টি ম্যাচ খেলেছেন, ২৭.৯৪ গড়ে এবং ১৭৯.২৫ স্ট্রাইক রেটে ৪৭৫ রান করেছেন। তাঁর ঝুলিতে রয়েছে ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরি।
advertisement
বৈভব সূর্যবংশী এই বছর মাত্র ১৪ বছর বয়সে আইপিএলে অভিষেক করে ক্রিকেট দুনিয়ায় চমক সৃষ্টি করেছেন। ২৮ এপ্রিল, ২০২৫-এ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলতে নেমে মাত্র ৩৫ বলেই সেঞ্চুরি করে ফেলেন তিনি। এই রেকর্ড তাঁকে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দ্রুত সেঞ্চুরি হাঁকানো ভারতীয় ব্যাটসম্যান হিসেবে রেকর্ড গড়তে সাহায্য করেছে। রাজস্থান রয়্যালস তাঁকে আইপিএল ২০২৫-এর মেগা নিলামে ১.১০ কোটি টাকা দিয়ে দলে নেয়।
বাংলা খবর/ খবর/খেলা/
Rohit Sharma : ভবিষ্যতের রোহিত শর্মা কে? এই 'তিনজন' লাইনে, একজন হতে পারেন 'পরবর্তী হিটম্যান'
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement