সানিয়া মির্জা কিন্তু শোয়েবের প্রথম স্ত্রী নন! পাক তারকার প্রথম বেগম আরেকজন

Last Updated:

Shoaib Malik-Sania Mirza: সানিয়া মির্জার আগেও আরেকজনের সঙ্গে বিয়ে হয়েছিল শোয়েব মালিকের। কে সেই মহিলা চিনে নিন!

নয়াদিল্লি: পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক ও তাঁর স্ত্রী সানিয়া মির্জাকে তারকা দম্পতি বলা হত। তবে সেসব এখন অতীত। সানিয়া ও শোয়েবের বিবাহবিচ্ছেদের গুঞ্জন ছিল। তার মাঝে এবার শোয়েব তৃতীয় বিয়ে সেরে ফেললেন।
সানিয়া-শোয়েবের হাই প্রোফাইল বিয়ে হয়েছিল ২০১০ সালে। শোয়েব সানিয়াকে এতটাই পছন্দ করেতেন যে তিনি প্রেমকে বাস্তবায়িত করতে কাঁটাতারের বেড়ার পরোয়া করেননি।
কাকতালীয়ভাবে ওই বিয়ের আগে শোয়েব এবং সানিয়া দুজনেই তাদের পুরানো সঙ্গীর সাথে সম্পর্ক ছিন্ন করেছিলেন। শোহরাব মির্জার সাথে সানিয়ার বাগদান আগেই ভেঙে গিয়েছিল। ওদিকে সানিয়ার আগেও একটি মেয়েকে বিয়ে করেছিলেন শোয়েব মালিক।
advertisement
advertisement
আরও পড়ুন- সানিয়াকে ছেড়ে পাক নায়িকাকে বিয়ে শোয়েবের! দ্বিতীয় ডিভোর্স কি আগেই হয়েছিল নাকি…
শোয়েবের প্রথম বিয়ের কথা সামনে আসে যখন তিনি সানিয়াকে বিয়ে করতে যান। ওই বিয়েতে শোয়েবের প্রথম স্ত্রীর আপত্তি ছিল বলে সংবাদমাধ্যমে খবর উঠে আসে।
শোয়েবের প্রথম স্ত্রীর নাম আয়েশা সিদ্দিকী। শোয়েব ও আয়েশার বিয়ে হয় ২০০২ সালে। শোনা যায়, এমন অবস্থা হয়েছিল যে সানিয়া মির্জাকে বিয়ে করার আগে আয়েশাকে তালাক দিতে হয়েছিল শোয়েবকে।
advertisement
ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা শুধু স্টাইলিশই নন, খুব সুন্দরীও। খেলাধুলার পাশাপাশি তিনি রূপের জন্যও পরিচিত। কিন্তু খুব কম মানুষই জানেন, শোয়েব মালিকের প্রথম স্ত্রী আয়েশা সিদ্দিকী টেনিস খেলোয়াড় সানিয়া মির্জার মতোই সুন্দরী ছিলেন।
আরও পড়ুন- আজ থেকে শুরু অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ, রইল প্রতিযোগিতায় ভারতের সম্পূর্ণ সূচি
শোয়েবও তাঁকে খুব পছন্দ করতেন, কিন্তু সময়ের সাথে সাথে শোয়েবের তাঁর প্রতি আগ্রহ কমে যায়। এর পর তিনি সানিয়ার ঘনিষ্ঠ হতে শুরু করেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে শোয়েবকে আয়েশাকে তালাক দিতে হয়েছিল। ওই বিবাহবিচ্ছেদের মাত্র ৪ দিন পর শোয়েব সানিয়াকে বিয়ে করেছিলেন।
advertisement
সানিয়া মির্জা শুধু ভারতে নয় সারা বিশ্বে জনপ্রিয়। তিনি ভারতের তারকা খেলোয়াড়। সানিয়া অনেক ব্র্যান্ডের প্রচারও করেন। তিনি তেলেঙ্গানা রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও ছিলেন।
২০১৮ সালের অক্টোবরে সানিয়া-শোয়েবের ছেলের জন্ম হয়। ছেলের নাম তাঁরা রাখেন ইজান মির্জা মালিক।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
সানিয়া মির্জা কিন্তু শোয়েবের প্রথম স্ত্রী নন! পাক তারকার প্রথম বেগম আরেকজন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement