বলুন তো 'মিস্টার আইপিএল' কার ডাক নাম? কোহলি, রোহিতের মতো মহাতারকা তাঁর কাছে ফেল
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Suresh Raina Mr Ipl: তাঁর বাবা ছিলেন সেনাকর্মী। একটা সময় তিনি মাসিক ১০ হাজার টাকা বেতন পেতেন। ফলে ছেলেকে বড় কোনও ক্রিকেট অ্যাকাডেমিতে ট্রেনিংয়ের জন্য ভর্তি করতে পারেননি তিনি। সেই সময় ভাল কোনও অ্যাকাডেমিতে ভর্তি হতে মাসে ৪-৫ হাজার টাকা খরচ করতে হত।
কলকাতা: সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। তবু এখনও ক্রিকেট সমর্থকদের মনের মণিকোঠায় রয়েছেন তিনি।
তাঁর বাবা ছিলেন সেনাকর্মী। একটা সময় তিনি মাসিক ১০ হাজার টাকা বেতন পেতেন। ফলে ছেলেকে বড় কোনও ক্রিকেট অ্যাকাডেমিতে ট্রেনিংয়ের জন্য ভর্তি করতে পারেননি তিনি। সেই সময় ভাল কোনও অ্যাকাডেমিতে ভর্তি হতে মাসে ৪-৫ হাজার টাকা খরচ করতে হত।
এতক্ষণে নিশ্চয়ই আন্দাজ করে ফেলেছেন, কার কথা বলা হচ্ছে! তিনি সুরেশ রায়না। একটা সময় তিনি নিজেই স্কলারশিপ জোগাড় করেছিলেন। মাসিক ৯ হাজার টাকা। সেই টাকা দিয়েই তিনি ক্রিকেট প্র্যাকটিসের খরচ জোগাতেন। আবার হোস্টেলের ফিজ দিতেন।
advertisement
advertisement
আরও পড়ুন- হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্সে এ কী হাল রোহিতের!শেষমেশ এই কাজ হিটম্যানের
স্বাধীনতা দিবসে মেন্ট ও বন্ধু মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে একইদিনে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন সুরেশ রায়না। মিডল অর্ডার ব্যাটার যে কোনও ফরম্যাটে দলকে ভরসা জোগাতেন। তবে আইপিএল ছিল তাঁর কাছে স্পেশাল।
ভারতের জার্সি গায়ে প্রায় আট হাজারের কাছাকাছি রান করেছেন তিনি। তবে আইপিএলে তাঁর মতো ধারাবাহিক পারফর্ম করতে পারেননি আর কোনও ক্রিকেটার। ‘মিস্টার আইপিএল’ নাম তাঁর সেই জন্যই।
advertisement
৫৩৬৯ রান করেছেন আইপিএলে। আইপিএলে টানা ১৩২টি ম্যাচ খেলেছেন রায়না। একটানা এতগুলি ম্যাচ খেলার রেকর্ড আর কারও নেই। সিএসকে-র অন্যতম সদস্য ছিলেন তিনি। ধরেছেন ১০৯টি ক্যাচ।
আরও পড়ুন- KKR News: বলুন তো, আইপিএলে কোন দলের বিরুদ্ধে কোনও দিন জিততে পারেনি কেকেআর?
গুজরাত লায়ান্সের হয়েও কিন্তু দুই মরসুম খেলছেন রায়না। তবে তাঁকে ক্রিকেটপ্রেমীরা মনে রাখবেন সিএসকের ক্রিকেটার হিসেবে। ধোনির ক্যাপ্টেন্সিতে রায়না জীবনের সেরা সময় কাটিয়েছেন। তাই হয়তো ধোনির অবসরের দিন তিনিও বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
April 14, 2024 4:34 PM IST