Rohit Sharma: হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্সে এ কী হাল রোহিতের! চেন্নাই ম্যাচের আগের দিন শেষমেশ এই কাজ

Last Updated:

Viral Reels: মুম্বই ইন্ডিয়ান্সের হল টা কী! কোনও কিছুই কি ঠিক যাচ্ছে না হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন এই দলটায়৷

নয়া দায়িত্বে রোহিত শর্মা- Photo Courtesy- Video Grab Twitter
নয়া দায়িত্বে রোহিত শর্মা- Photo Courtesy- Video Grab Twitter
মুম্বই: মুম্বই ইন্ডিয়ান্সের হল টা কী! কোনও কিছুই কি ঠিক যাচ্ছে না হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন এই দলটায়৷ প্রথমে রোহিত শর্মার থেকে অধিনায়কত্ব ছিনিয়ে নেওয়া তারপর পাঁচবারের ট্রফি জিতিয়ে দেওয়া অধিনায়কের এই হাল৷ সুপার ভাইরাল হল রোহিতের নতুন দায়িত্বে রিল!
ক্যামেরার চোখ এড়িয়ে যায়নি! মুম্বই ইন্ডিয়ান্সের (এমআই) প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা বাসের ড্রাইভারের আসনে এসে বসেন এবং স্টেডিয়ামের বাইরে জড়ো হওয়া ফ্যানদের রাস্তা পরিষ্কার করার আহ্বান জানান যাতে তিনি দলকে বাসে করে স্টেডিয়ামে নিয়ে যেতে পারেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2024) মরশুমে হারের হ্যাটট্রিক হারের পরে মুম্বই অবশেষে ঘরের মাঠে জয়ের সূচনা করেছে। আগের খেলায়, MI ১৬ ওভারে ১৯৯ রানের লক্ষ্য তাড়া করে বেঙ্গালুরুকে নির্মমভাবে বধ করেছিল।
advertisement
advertisement
রবিবার MI-র পরবর্তী ম্যাচ৷  চিরপ্রতিদ্বন্দ্বী চেন্নাই সুপার কিংস (CSK)। রবিবার সন্ধ্যায় ওয়াংখেড়েতে লড়বে তাদের বিরুদ্ধে তার আগে প্রাক্তন অধিনায়ক বাস ড্রাইভারের সিটে৷
রইল সেই ভাইরাল রিল
advertisement
রোহিত শর্মা বাস চালক
বড় ম্যাচের আগে, মুম্বই ওয়াংখেড়েতে একটি অনুশীলন সেশন ছিল। খেলোয়াড়রা যখন ভেন্যুতে বাসে উঠেছিল, প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা  বাইরে অপেক্ষারত ফ্যানদের এই অভিনব দৃশ্য দেখান৷
advertisement
এমআই প্লেয়াররা বাসে উঠার সঙ্গে সঙ্গে, রোহিত চালকের আসনে লাফিয়ে ওঠেন এবং রাস্তা পরিষ্কার করার জন্য ফ্যানদের ইশারা করেন কারণ তিনি নিজেই বাসটি স্টেডিয়ামে নিয়ে যেতে চেয়েছিলেন।
হাস্যকর এই রিলটি ক্যামেরায় ধরা পড়ে এবং ইন্টারনেটে এই মুহূর্তে ভাইরাল৷  পিছনে রোহিত শর্মার সতীর্থরা,  তাঁকে চালকের আসনে দেখে হাসিতে ফেটে পড়েন।
তাঁর মুখে হাসি ছিল, চাপে থাকা মুম্বই ইন্ডিয়ন্স দলকে এইভাবে মস্তির টুকরো সময় উপহার দিয়েছিলেন প্রাক্তন অধিনায়ক৷ সিএসকে-র বিরুদ্ধে গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে দলের প্রস্তুতিতে মজা যুক্ত হল৷
বাংলা খবর/ খবর/খেলা/
Rohit Sharma: হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্সে এ কী হাল রোহিতের! চেন্নাই ম্যাচের আগের দিন শেষমেশ এই কাজ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement