#কলকাতা: ড্যানিয়েল ওরসাতো (Daniele Orsato) - ইনিই আজকের সেমিফাইনালের রেফারি৷ ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ মঙ্গলবার গভীর রাতে অর্থাৎ রাত সাড়ে বারোটায়৷ ৪৭ বছরের এই রেফারি এই বিশ্বকাপে এটা তৃতীয় ম্যাচ পরিচালনা করবেন৷
ওরসাতো কাতার বনাম ইকুয়েডর এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে পরিচালনা করেছিলেন৷ ইতালিয়ান এই রেফারি এর আগেও আর্জেন্টিনা বনাম মেক্সিকো ম্যাচও পরিচালনা করেছিলেন৷ ওরসাতো রাউন্ড ১৬ -র কোয়ার্টার ফাইনালের একটি ম্যাচও পরিচালনা করেছে৷
৪৭ বছরের সেমিফাইনালে পরিচালনা করবেন এবং ফাইনালের জন্যেও তাঁর নাম বিবেচনা হওয়া উচিত৷
আরও পড়ুন - Weather Update: সাইক্লোনের জেরে জেরবার উপকূল, তবে কলকাতার তাপমাত্রা বাড়ছে জোরকদমে, কবে শীত রইল আপডেট
কে এই ড্যানিয়েল ওরসাতো?ড্যানিয়েল ওরসাতো এই মুহূর্তে ফুটবল দুনিয়ার সেরা রেফারি৷ ইতালিয়ান রেফারি প্রথম সিরি সি গেমে পরিচালনা করেছেন ২০০২ সালে৷ ২০০৭ সালে সিরি এ গেম পরিচালনা করেছেন৷
আরও পড়ুন - মেসির মুখে এ কী ভাষা! লাইভ সাক্ষাৎকারের সময় ডাচ প্লেয়ারকে উদ্দেশ্য করে অশ্রাব্য কথা,রইল ভিডিও
ওরসাতো সেখান থেকে একের পর এক ম্যাচ দক্ষতার সঙ্গে পরিচালনা করেছেন৷ এই ৪৭ বছরের রেফারি এখনও অবধি ২৫০ সিরিএ গেম পরিচালনা করেছেন৷ ২০১২ থেকে তিনি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রেফারিও৷
ওরসাতো ২০১৯ এ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পিএসজি বনাম বায়ার্ন মিউনিখ ম্যাচ পরিচালনা করেছিলেন৷ যা এস্তাদিও দ্য ল্যুজ -লিসবনে খেলা হয়েছিল৷ ২০১০ থেকে তিনি ফিফা রেফারি৷ ওরসাতো নিজের সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি ছোটবেলা থেকে একজন ইলেকট্রেশিয়ান হতে চেয়েছিলেন৷ যার জন্য তিনি ত্রিসিয়ানো ভোকেশানাল ট্রেনিং সেন্টারে পড়াশুনো করেছিলেন৷
এই ইতালিয়ান রেফারি কোপা ইতালিয়ার ফাইনালও পরিচালনা করিয়েছেন৷ এর আগে একবারই আর্জেন্টিনা ম্যাচ খেলিয়েছেন তিনি, সেটা কাতার বিশ্বকাপেই মেক্সিকো বনাম আর্জেন্টিনা ম্যাচ ছিল৷ সেই ম্যাচ ২-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা৷ ম্যাচে ৫ টি হলুদ কার্ড দেখানো হয়েছিল৷
এদিকে এই রেফারি এখনও অবধি ৩ টি ক্রোয়েশিয়া ম্যাচ পরিচালনা করেছেন৷ যার মধ্যে ক্রোয়েশিয়া ২ টি ম্যাচ জিতেছে৷ চেক প্রজাতন্ত্র এবং হাঙ্গেরির বিরুদ্ধে তারা জিতেছিল এবং একটি ম্যাচ হেরেছিল৷ ২০২০ তে ইউরো -তে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরেছিল ক্রোয়েশিয়া৷
এদিকে এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচ যা কাতার বনাম ইকুয়েডর ছিল তা এই ইতালিয়ান রেফারি ৬ টি হলুদ কার্ড দেখিয়েছিলেন৷ পাশাপাশি একটি পেনাল্টি দিয়েছিলেন৷
১৯৭৫-র ২৩ নভেম্বর জন্ম নেওয়া এই ইতালিয়ান রেফারির বাঁশিতেই এবার প্রথম সেমিফাইনালে দৌড়বেন লিওনেল মেসি, লুকা মদ্রিচরা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Argentina, Croatia, Fifa world Cup 2022