IND vs ENG: ম্যাঞ্চেস্টার টেস্টের আগে ইংরেজদের নিশানায় বুমরাহ! বড় কথা বলে দিলেন ইংল্যান্ড ক্রিকেটার

Last Updated:

IND vs ENG: ইংল্যান্ড সফরে দ্বিতীয় পরাজয়ের পর ভারতীয় ক্রিকেট দল আবার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি। সিরিজের ভাগ্য যখন অনিশ্চিত, তখন তারা কি জসপ্রীত বুমরাহকে পরবর্তী টেস্টে খেলাবে, নাকি পূর্বপরিকল্পনা অনুযায়ী বিশ্রাম দেওয়া হবে?

News18
News18
ইংল্যান্ড সফরে দ্বিতীয় পরাজয়ের পর ভারতীয় ক্রিকেট দল আবার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি। সিরিজের ভাগ্য যখন অনিশ্চিত, তখন তারা কি জসপ্রীত বুমরাহকে পরবর্তী টেস্টে খেলাবে, নাকি পূর্বপরিকল্পনা অনুযায়ী বিশ্রাম দেওয়া হবে? সফরের সূচনাতেই লিডসে পরাজয়ের পর বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছিল, যা অনেকের কাছেই সমালোচনার বিষয় হয়ে দাঁড়ায়। তবে আকাশ দীপ ও মহম্মদ সিরাজের দুর্দান্ত পারফরম্যান্সে ভারত বার্মিংহামে সমতায় ফিরে আসে।
তৃতীয় টেস্টে লর্ডসে বুমরাহ দলে ফিরে এসে অসাধারণ পারফরম্যান্স করেন। তিনি সিরিজে দ্বিতীয়বার পাঁচ উইকেট শিকার করেন। কিন্তু দুর্ভাগ্যবশত, তার সেই কৃতিত্ব ভারতীয় দলের জয় এনে দিতে পারেনি। এতে প্রশ্ন উঠেছে, বুমরাহকে নিয়মিত খেলানো কি দলের পক্ষে লাভজনক, না কি তার অনুপস্থিতিতে দল আরও ভারসাম্যপূর্ণ?
ভারতীয় কোচ গৌতম গম্ভীর সফরের শুরুতেই জানিয়েছিলেন, বুমরাহকে পাঁচ টেস্টের মধ্যে তিনটিতে খেলানো হবে। ইতিমধ্যে তিনি দুটি ম্যাচ খেলেছেন। ফলে তিনি হয় চতুর্থ টেস্টে ওল্ড ট্র্যাফোর্ডে খেলবেন, নয়তো পঞ্চম টেস্টে ওভালে। তবে প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার ডেভিড লয়েড মনে করেন, পরিস্থিতির উপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত।
advertisement
advertisement
লয়েডের মতে,”যদি ভারত চতুর্থ টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাতে পারে, তাহলে বুমরাহকে ওভালেও খেলানো হতে পারে। তবে যদি ইংল্যান্ড সিরিজে ৩-১ এগিয়ে যায়, তাহলে তাকে বিশ্রামে রাখা হতে পারে”। তিনি আরও বলেন,”বুমরাহ বিশ্বের সেরা বোলারদের একজন হলেও তার খেলা ম্যাচে ভারতের হার বেশি—এ তথ্য সত্যিই বিস্ময়কর”।
advertisement
এখন প্রশ্ন, সিরিজে টিকে থাকার লড়াইয়ে ভারত কি তাদের সেরা বোলারকে ঝুঁকি নিয়ে খেলাবে, না কি ভবিষ্যতের কথা ভেবে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টকেই অগ্রাধিকার দেবে? সিদ্ধান্ত যাই হোক, পরবর্তী ম্যাচই নির্ধারণ করবে ভারতের সিরিজ ভাগ্য।
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: ম্যাঞ্চেস্টার টেস্টের আগে ইংরেজদের নিশানায় বুমরাহ! বড় কথা বলে দিলেন ইংল্যান্ড ক্রিকেটার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement