IND vs PAK: আর কিছু সময় পরই ভারত-পাকিস্তান ক্রিকেট যুদ্ধ! কখন-কোথায় দেখবেন খেলা? রইল সব আপডেট

Last Updated:

India vs Pakistan: ভারত ও পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বিতার লড়াইয়ে আবারও নতুন অধ্যায় যুক্ত হচ্ছে হংকং সিক্সেস ২০২৫ টুর্নামেন্টে। শুক্রবার (৭ নভেম্বর) এই দুই দল মুখোমুখি হবে।

News18
News18
ভারত ও পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বিতার লড়াইয়ে আবারও নতুন অধ্যায় যুক্ত হচ্ছে হংকং সিক্সেস ২০২৫ টুর্নামেন্টে। শুক্রবার (৭ নভেম্বর) এই দুই দল মুখোমুখি হবে, যেখানে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার দিনেশ কার্তিক, আর পাকিস্তান দলের নেতৃত্বে থাকছেন আব্বাস আফ্রিদি। ম্যাচটি ভারতীয় সময় অনুযায়ী দুপুর ১টা ৫ মিনিটে শুরু হবে।
ভারতীয় দলে কার্তিকের পাশাপাশি রয়েছেন রবিন উথাপ্পা, ভারত চিপলি, শাহবাজ নাদিম, প্রিয়াঙ্ক পাঞ্চাল, স্টুয়ার্ট বিনি ও অভিমন্যু মিথুন। ছয় ওভারের এই ফরম্যাটটি যত ছোটই হোক না কেন, দর্শকদের উত্তেজনা সবসময়ই তুঙ্গে থাকে। এর আগে উথাপ্পা ভারতের অধিনায়ক হিসেবে এই টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন, যেখানে মনোজ তিওয়ারি ও বিনি খেলেছিলেন। এবারও তিনি দলে ফিরেছেন পুরনো সতীর্থদের সঙ্গে।
advertisement
হংকং সিক্সেসে ভারত ও পাকিস্তান দল দুটি রাখা হয়েছে পুল ‘সি’-তে, যেখানে কুয়েতও রয়েছে। ১২ দলের এই প্রতিযোগিতায় প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল উঠবে এলিমিনেশন রাউন্ডে। অন্যদিকে, ভারতের গুরুত্বপূর্ণ সদস্য রবিচন্দ্রন অশ্বিন চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন।
advertisement
advertisement
ভারতে হংকং সিক্সেস ২০২৫-এর সরাসরি সম্প্রচার ও অনলাইন স্ট্রিমিং কোথায় দেখা যাবে?
ভারতে হংকং সিক্সেস ২০২৫-এর সরাসরি সম্প্রচার করা হবে Sony Sports Network-এ। ফ্যানেরা টেলিভিশনে সব ম্যাচ Sony Sports Channel-এ দেখতে পারবেন।
ভারতে হংকং সিক্সেস ২০২৫-এর লাইভ স্ট্রিমিং কীভাবে দেখা যাবে?
ভারতে হংকং সিক্সেস ২০২৫-এর লাইভ স্ট্রিমিং দেখা যাবে FanCode অ্যাপ-এ।
advertisement
পাকিস্তান: মহম্মদ শাহজাদ, মাজ সদাকত, আবদুল সামাদ, খোয়াজা নাফে, সাদ মসুদ, শাহিদ আজিজ, আব্বাস আফ্রিদি।
ভারত: দিনেশ কার্তিক, রবিন উথাপ্পা, ভারত চিপলি, শাহবাজ নাদিম, প্রিয়াঙ্ক পাঞ্চাল, স্টুয়ার্ট বিনি, অভিমন্যু মিথুন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs PAK: আর কিছু সময় পরই ভারত-পাকিস্তান ক্রিকেট যুদ্ধ! কখন-কোথায় দেখবেন খেলা? রইল সব আপডেট
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টির পূর্বাভাস নেই রাজ্যে, তাপমাত্রা নেমেছে স্বাভাবিকে, শীতের আমেজ মিলবে কবে থেকে দেখে নিন
বৃষ্টির পূর্বাভাস নেই রাজ্যে, তাপমাত্রা নেমেছে স্বাভাবিকে, শীতের আমেজ মিলবে কবে দেখে নিন
  • বৃষ্টির পূর্বাভাস নেই রাজ্যে

  • তাপমাত্রা নেমেছে স্বাভাবিকে

  • শীতের আমেজ মিলবে কবে দেখে নিন

VIEW MORE
advertisement
advertisement