Hiran Chatterjee: কলকাতায় ফিরেই হাইকোর্টের দারস্থ হিরণ চট্টোপাধ্যায়, আগাম জামিনের আর্জি
- Reported by:Manash Basak
- news18 bangla
- Published by:Pooja Basu
Last Updated:
সম্প্রতি বারাণসীর এক ঘাটে নিজের দ্বিতীয় বিয়ের ছবি পোস্ট করেন হিরণ চট্টোপাধ্যায়। তারপরই স্বামীর বিরুদ্ধে সরব হন তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা। অভিযোগ, ডিভোর্স না দিয়েই নাকি ফের বিয়ে করেছেন বিধায়ক। তা নিয়ে তুমুল চর্চা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়।
কলকাতা: আগাম জামিন চেয়ে হাই কোর্টে বিজেপির বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। দ্বিতীয় ‘বিবাহ অভিযান’ বিতর্ক নিয়ে মুখ খুলেছেন তিনি৷ সাফ জানিয়েছেন,’বিচারাধীন বিষয় নিয়ে কোনও মন্তব্য করতে চাই না।’ তবে চব্বিশ ঘণ্টা যেতে না যেতেই চেন্নাই থেকে ফিরে এবার আগাম জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন খড়্গপুরের বিজেপি বিধায়ক। গত বুধবার রাতে আনন্দপুর থানায় হিরণ চট্টোপাধ্যায় ও তাঁর দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু হয়। এবার আগাম জামিনের আবেদন করে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন হিরণ। সূত্রের খবর, হিরণের আইনজীবী আগাম জামিনের জন্য দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন আদালতে। বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিলেও শুনানির দিন স্থির হয়নি।
সম্প্রতি বারাণসীর এক ঘাটে নিজের দ্বিতীয় বিয়ের ছবি পোস্ট করেন হিরণ চট্টোপাধ্যায়। তারপরই স্বামীর বিরুদ্ধে সরব হন তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা। অভিযোগ, ডিভোর্স না দিয়েই নাকি ফের বিয়ে করেছেন বিধায়ক। তা নিয়ে তুমুল চর্চা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। তাঁর প্রথম স্ত্রী ও মেয়ে পুলিশের দ্বারস্থও হয়েছেন। কিন্তু এতদিন গোটা বিষয়ে কার্যত মুখে কুলুপ এঁটেছিলেন তারকা-বিধায়ক। অবশেষে দু সপ্তাহ পর নীরবতা ভাঙলেন হিরণ। তিনি জানান, ‘আমি কলকাতায় ছিলাম না। দীর্ঘদিন চেন্নাইতে ছিলাম। যে বিষয় বিচারাধীন তা নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। আদালতের অসম্মান আমি করব না।’
advertisement
আরও পড়ুনমিমি চক্রবর্তীকে হেনস্তায় গ্রেফতার জ্যোতিষী তনয় শাস্ত্রী, পুলিশকে তুমুল বাধা অভিযুক্তের অনুগামীদের!
advertisement
বর্তমানে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হৃতিকা সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ বিবৃতি দিয়ে স্পষ্ট জানিয়েছেন, তাঁদের এই বিয়ে কোনো লুকোছাপা নয়, বরং দীর্ঘ ৫ বছরের সম্পর্কের পরিণতি। ঋতিকা দাবি করেছেন, তাঁর বয়স নিয়ে ভুল তথ্য ছড়ানো হয়েছে। অনিন্দিতাকে ইতিপূর্বেই ডিভোর্সের আইনি নোটিশ পাঠানো হয়েছে, বলে অভিযোগ ঋতিকার।
advertisement
হিরণ চট্টোপাধ্যায়ের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে মামলা রুজু করেছে আনন্দপুর থানার পুলিশ। অনিন্দিতা চট্টোপাধ্যায়ের অভিযোগ, হিরণ চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে তাঁর উপর মানসিক ও শারীরিক অত্যাচার চালিয়েছেন। পাশাপাশি, অভিযোগে বলা হয়েছে, বিবাহিত অবস্থায় হিরণ চট্টোপাধ্যায় ও হৃতিকা গিরি অবৈধভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। (BNS)-এর ৮২(১)/৮৫/৫৪ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বিবাহিত অবস্থায় অবৈধ বৈবাহিক সম্পর্কের অভিযোগ। স্ত্রীর উপর মানসিক বা শারীরিক নিগ্রহের অভিযোগ, অপরাধে সহায়তা ও প্ররোচনা করা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 29, 2026 11:52 PM IST









