Tolgay Ozbey: ছিলেন ইস্টবেঙ্গলের নয়নের মণি, এখন কোথায় টোলগে ওজবে? কীভাবে কাটান দিন? জানলে অবাক হবেন

Last Updated:

Tolgay Ozbey: অস্ট্রেলিয়ান স্ট্রাইকার টোলগে ওজবে ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসে এক স্মরণীয় নাম। ২০১০ সালে ব্ল্যাকটাউন সিটি ক্লাব থেকে ইস্টবেঙ্গলে যোগ দিয়েই নজর কাড়েন তিনি।

News18
News18
অস্ট্রেলিয়ান স্ট্রাইকার টোলগে ওজবে ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসে এক স্মরণীয় নাম। ২০১০ সালে ব্ল্যাকটাউন সিটি ক্লাব থেকে ইস্টবেঙ্গলে যোগ দিয়েই নজর কাড়েন তিনি। আই লিগ, কলকাতা লিগ, ফেডারেশন কাপ থেকে AFC কাপ—সব প্রতিযোগিতাতেই তাঁর গোল করার দক্ষতা ছিল ঈর্ষণীয়। মাত্র দুই মরশুমে ইস্টবেঙ্গলের হয়ে ৮৪টি ম্যাচে ৬৬টি গোল করেন তিনি, যা তাঁকে লাল-হলুদ সমর্থকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে দেয়।
রবিন সিংয়ের সঙ্গে তাঁর জুটি—যা সমর্থকদের কাছে ‘রলি-টলি’ নামে পরিচিত—ছিল প্রতিপক্ষ রক্ষণের জন্য আতঙ্কের নাম। ২০১১ সালে সাউথ চায়নার বিরুদ্ধে AFC কাপে তাঁর করা গোল আজও সমর্থকদের মনে গেঁথে আছে। অল্প সময়েই লাল-হলুদ সমর্থকদের নয়নের মনি হয়ে উঠেছিলেন টোলগে। ভারতীয় ক্লাব ফুটবলে অন্যতম সেরা বিদেশী স্ট্রাকারদের তালিকাতেও জায়গা করে নেন টোলগে।
advertisement
advertisement
তবে ইস্টবেঙ্গলের সঙ্গে বেশি দিন সম্পর্ক স্থায়ী হয়নি টোলগের। মোহনবাগানের পাড়ি দেওয়ার সিদ্ধান্ত তাঁর কেরিয়ারে বিতর্ক ও দুর্ভাগ্য ডেকে আনে। বিশাল অঙ্কে চুক্তি করলেও, চোট ও ক্লাব কর্তাদের সঙ্গে মনোমালিন্যর কারণে সাফল্য অধরাই থেকে যায়। পরবর্তীতে মহামেডান, ডেম্পো, এফসি গোয়া ও অস্ট্রেলিয়ার কিছু ক্লাবে খেললেও, আর ইস্টবেঙ্গলের সেই আগুনঝরা ছন্দ ফিরে পাননি। ২০১৫ সালে তিনি রকড্যাল সিটি ক্লাবে যোগ দেন। তবে সেখানেও ছাপ ফেলতে পারেননি।
advertisement
২০১৭ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নেন টোলগে। সবমিলিয়ে কেরিয়ারে ৬৮টি ম্যাচে ৩২টি গোল করেন তিনি। তবে ইস্টবেঙ্গলের জার্সিতে তাঁর পারফরম্যান্সই আজও তাঁকে বাংলার ফুটবল ইতিহাসে স্মরণীয় করে রেখেছে। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় একটি বেসরকারি কম্পানিতে চাকরি করেন। তবে ইস্টবেঙ্গলের খেলা সময় তার জীবনের সোনালী অধ্যায়। ইস্টবেঙ্গল ফ্যানেদের মনেও তিনি চিরকাল থাকবেন।
বাংলা খবর/ খবর/খেলা/
Tolgay Ozbey: ছিলেন ইস্টবেঙ্গলের নয়নের মণি, এখন কোথায় টোলগে ওজবে? কীভাবে কাটান দিন? জানলে অবাক হবেন
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement