TMC-BJP: ট্রেন স্টেশনে ঢুকতেই ধুন্ধুমার! মুর্শিদাবাদ স্টেশনে তৃণমূল-বিজেপি তুমুল সংঘর্ষ, মারামারি, কী নিয়ে গণ্ডগোল?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:Pranab kumar Banerjee
Last Updated:
TMC-BJP: একটি ট্রেনকে কেন্দ্র করেই সংঘর্ষে জড়াল তৃণমূল ও বিজেপি।
মুর্শিদাবাদ: একটি ট্রেনকে কেন্দ্র করেই সংঘর্ষে জড়াল তৃণমূল ও বিজেপি। মুর্শিদাবাদ স্টেশনে ট্রেন ঢুকতেই তৃণমূল এবং বিজেপি কর্মীরা সেখানে পৌঁছায়। নতুন ট্রেনটিকে শুভেচ্ছা জানাতে তারা সেখানে পৌঁছায়।
শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন সাইরাং-কলকাতা এক্সপ্রেস ট্রেনের। সেই ট্রেন রবিবার দুপুরে পৌঁছতেই লাগে গণ্ডগোল।
এরপরেই আচমকা দুই পক্ষের মধ্যে বচসা এবং সেখান থেকে মারামারি তৈরি হয়। ঘটনার সময় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খান এবং বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ। তাদের সামনেই দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। বিশাল পুলিশ বাহিনী থাকায় অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘তরুণী ১০টার সময় হেঁটে…’ যাদবপুরে ছাত্রী মৃত্যুর তদন্তে বড় মোড়! সিসিটিভি ফুটেজে কী ধরা পড়ল?
advertisement
প্রসঙ্গত, এই ট্রেনের মাধ্যমে বাংলার সঙ্গে সরাসরি যুক্ত হল বাংলা। কিন্তু এই ট্রেন আসতেই ট্রেন চালানোর কৃতিত্ব কোন রাজনৈতিক দলের? চালক ও গার্ডকে কারা সংবর্ধনা দেবেন? এমন একাধিক বিষয় নিয়ে বচসা বাধে দুই দলের। একাধিক জন আহত হয়েছেন বলেই জানা গিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 14, 2025 9:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC-BJP: ট্রেন স্টেশনে ঢুকতেই ধুন্ধুমার! মুর্শিদাবাদ স্টেশনে তৃণমূল-বিজেপি তুমুল সংঘর্ষ, মারামারি, কী নিয়ে গণ্ডগোল?