IND vs WI series : দেশের জার্সিতে প্রিয় রোহিতের সঙ্গে বন্ধুত্ব নেই পোলার্ডের, হুঙ্কার ক্যারিবিয়ান অধিনায়কের

Last Updated:

Kieron Pollard ready for Rohit Sharma and India. ভারতের বিরুদ্ধে নিজেদের উজার করে দেবে ওয়েস্ট ইন্ডিজ বলছেন পোলার্ড

লড়াই জমবে রোহিত বনাম পোলার্ড
লড়াই জমবে রোহিত বনাম পোলার্ড
দক্ষিণ আফ্রিকার মাটি থেকে একরাশ লজ্জা নিয়ে দেশে ফেরার পর ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সম্মান বাঁচাতে দুটো সিরিজেই জয় ছাড়া কোন রাস্তা নেই টিম ইন্ডিয়ার কাছে। রোহিত শর্মা অধিনায়ক হিসেবে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন সন্দেহ নেই। কিন্তু এই ওয়েস্ট ইন্ডিজ দল ইংল্যান্ডকে হারিয়ে আসার ফলে যথেষ্ট আত্মবিশ্বাসী হয়ে নামবে ভারতের বিপক্ষে।
advertisement
advertisement
ওয়েস্ট ইন্ডিজের সেই সোনালি দিন আর নেই। এক সময়ের ক্রিকেটের রাজারা এখন যেন নখদন্তহীন বাঘ। অনেকেই মনে করেন, ক্যারিবীয় ক্রিকেট শেষ হয়ে গেছে। আর কখনও এটা ঘুরে দাঁড়াতে পারবে না। তবে ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার পোলার্ড তেমনটা মানতে নারাজ। অলরাউন্ডার মনে করেন, শুধু ধারাবাহিকতা চলে আসলেই অন্যরকম এক দল হয়ে উঠবে ওয়েস্ট ইন্ডিজ।
advertisement
টানটান উত্তেজনার এক টি-টোয়েন্টি সিরিজ শেষ হল। পাঁচ ম্যাচের সিরিজে ২-২ সমতা থাকার পর শেষ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ১৭ রানে হারিয়ে ট্রফি নিজেদের করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের এই সাফল্যের নেপথ্যে ক্রিকেটারদের ঐক্যের বিষয়টি সামনে এনেছেন পোলার্ড ।
তিনি বলেন, আমি খুব কাছে থেকেই অনুভব করি, এই দলটি খুব, খুবই দীর্ঘ সময়ে একসঙ্গে আছে। সত্য করেই বলছি, আমি মিটিং আর ওয়েস্ট ইন্ডিজের ড্রেসিংরুমে যে অবদান রাখার প্রবণতা দেখেছি, এমনকি কারো যদি কোনো সিদ্ধান্ত পছন্দ নাও হয়, তবু সবাই সেটা মেনে নিয়েছে। এই ক্যারিবীয় দলের মধ্যে সব আছে। শুধু ধারাবাহিকতাটা ফিরিয়ে আনতে হবে, মনে করেন পোলার্ড । ওয়েস্ট ইন্ডিজ দল ফিনিশড প্রোডাক্ট হয়ে গেছে, এমনটা মানেন না এই অলরাউন্ডার।
advertisement
পোলার্ড বলেন, সেই ছেলেদের জন্য সমবেদনা, যারা সুযোগ পায়নি কিন্তু কখনই তা প্রকাশ করেনি। আমি কাউকে মনমরা হয়ে থাকতে দেখিনি। এটি আমাদের মধ্যে বন্ধুত্ব এবং দলের শক্তি সম্পর্কে অনেক কিছু বলে। আমি মনে করি না ওয়েস্ট ইন্ডিজ একটি ফিনিশড প্রোডাক্ট হয়ে গেছে। আমাদের শুধু ধারাবাহিক হওয়ার চেষ্টা করতে হবে। ভারতের বিরুদ্ধে ২০১৯ সিরিজে একদিনের এবং টি টোয়েন্টি দুটোই ১-২ ব্যবধানে হেরেছিল ক্যারিবিয়ানরা।
advertisement
এবার অবশ্য চাকা ঘোরানোর ক্ষমতা রাখে ওয়েস্ট ইন্ডিজ বলে দিলেন পোলার্ড। ঘরের মাঠে ভারত সবসময় কঠিন প্রতিপক্ষ মেনে নিয়েও পোলার্ড বলেন এবার ওয়েস্ট ইন্ডিজ দলটা দু বছর আগের তুলনায় কিছুটা আলাদা, সেটা মাঠেই প্রমাণ হবে। আইপিএলের বন্ধুত্ব সিরিজের মাঝে প্রভাব ফেলবে না।
ভারতে খেলার দীর্ঘ অভিজ্ঞতা কিছু ক্যারিবিয়ান ক্রিকেটারদের সাহায্য করবে মনে করেন পোলার্ড। নিকোলাস পুরান, শাই হোপ, ফেবিয়ান আলেন প্রত্যেকেই নিজেদের প্রমাণ করতে মরিয়া।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs WI series : দেশের জার্সিতে প্রিয় রোহিতের সঙ্গে বন্ধুত্ব নেই পোলার্ডের, হুঙ্কার ক্যারিবিয়ান অধিনায়কের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement