Gambhir on Kapil Dev : দ্বিতীয় কপিল দেব আর খুঁজে পাওয়া অসম্ভব! সাফ বক্তব্য গৌতম গম্ভীরের

Last Updated:

Gautam Gambhir wants BCCI to stop hunt for next Kapil Dev. কপিল দেব খুঁজে সময় নষ্ট না করে ঘরোয়া ক্রিকেটে জোর দিতে বলছেন গম্ভীর

কপিল দেব খুঁজে সময় নষ্ট না করে ঘরোয়া ক্রিকেটে জোর দিতে বলছেন গম্ভীর
কপিল দেব খুঁজে সময় নষ্ট না করে ঘরোয়া ক্রিকেটে জোর দিতে বলছেন গম্ভীর
মাঝে ইরফান পঠান, হার্দিক পান্ডিয়া, বিজয় শঙ্কর'দের খেলিয়ে দেখা হলেও কেউই কপিল দেবের ছেড়ে যাওয়া জুতোয় পা গলানোর যোগ্যতা সমপন্ন নন। তবে, এবার পরবর্তী কপিল দেবের তল্লাশি বন্ধ করা উচিৎ বলেই মনে করছেন বিশ্বকাপ জয়ী ভারতীয় তারকা গৌতম গম্ভীর। তিনি জানিয়েছে, যা তৈরি করা যাবে না, তার পিছনে ছুটে লাভ নেই। এক সর্ব ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গৌতম বলেছেন, সব সময়ে একটা বিষয়ে আমরা আফশোস করি, তা হল একটা কপিল দেবের মতো অলরাউন্ডার আর পেলাম না।
advertisement
advertisement
এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। বাস্তবটাকে মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। যা তৈরি করতে পারব না, সেটা তৈরি করাই উচিৎ নয়। রঞ্জি ট্রফিতে ক্রিকেটার তৈরি করার দিকে মনযোগ দিতে হবে। একবার তারা তৈরি হয়ে গেলে সরাসরি জাতীয় দলে খেলবে। আমরা দেখেছি বিজয় শঙ্কর, শিভম দুবে আর এখন ভেঙ্কটেশ আইয়ারের মতো অনেককে খেলিয়ে দেখা হয়েছে। দ্রুত পরিবর্তন করলে চলবে না। তাদের সুযোগ দিতে হবে নিয়মিত।
advertisement
গম্ভীর সওয়াল করেছেন রঞ্জি ট্রফিকে আরও বেশি গুরুত্ব দেওয়ার জন্য। তিনি জানিয়েছেন, ক্রিকোরদের তৈরি করতে হয় ঘরোয়া ক্রিকেটে বা ইন্ডিয়া এ দলের স্তরে। কখনওই আন্তর্জাতিক পর্যায়ে কোনও ক্রিকেটারকে গ্রুমিং করা সম্ভব নয়। তাঁর কথায়, আমি সব সময়ে মনে করি আন্তর্জাতিক ক্রিকেট হল এমন একটা জায়গা যেভানে পারফরম্যান্স করতে হয়, গ্রুমিং-এর কোনও জায়গা থাকে না।
advertisement
দেশের হয়ে প্রতিনিধিত্ব করা মানেই তৈরি থাকো মাঠে গিয়ে পারফর্ম করার জন্য। আইসন্ন আইপিএল-এ নতুন দল লখনউ সুপার জায়েন্টস-এর মেন্টরের দায়িত্বে রয়েছে এই তারকা। নিজের অভিজ্ঞতা দিয়ে নতুন ফ্র্যাঞ্চাইজিকে সাহায্য করায় একমাত্র লক্ষ্য তার জানিয়েছেন গম্ভীর।
বাংলা খবর/ খবর/খেলা/
Gambhir on Kapil Dev : দ্বিতীয় কপিল দেব আর খুঁজে পাওয়া অসম্ভব! সাফ বক্তব্য গৌতম গম্ভীরের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement