KKR vs MI: টেবলের লাস্টবয়দের লড়াই, কেমন হবে পিচ, বৃষ্টি কি ভেস্তে দেবে ম্যাচ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
বাকি ২ টি জায়গার জন্য ৭ টি দল কঠিন লড়াই করছে৷ এর মধ্যে ৯ নম্বরে থাকা কলকাতা রাইডার্সও রয়েছে৷ সন্ধ্যা সাড়ে সাতটায় ডিওয়াই পাতিল স্টেডিয়ামে লড়াই হবে৷
#মুম্বই: আইপিএল ২০২২ র লিগ পর্ব এবার শেষ পর্বে এসে পৌঁছেছে৷ প্রতি দল ১৪ টি ম্যাচের অন্তত ১০ টি করে ম্যাচ খেলছে৷ প্লেঅফের ছবি আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে৷ গুজরাত টাইটান্স এবং লখনউ সুপার জায়ন্টসের জায়গা কার্যত পাক্কা৷ কিন্তু বাকি ২ টি জায়গার জন্য ৭ টি দল কঠিন লড়াই করছে৷ এর মধ্যে ৯ নম্বরে থাকা কলকাতা রাইডার্সও রয়েছে৷ সন্ধ্যা সাড়ে সাতটায় ডিওয়াই পাতিল স্টেডিয়ামে লড়াই হবে৷
মুম্বইয়ের প্লে অফে রেস থেকে এবারের মত বিদায় নিয়েছে৷ কিন্তু কলকাতা নাইট রাইডার্সের আশা এখনও বাকি আছে৷ ফলে কেকেআর যদি প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে চায় তাহলে এদিনে তাদের মুম্বই বধ করতেই হবে৷
আরও পড়ুন - LIC Investment: ঝুঁকির খেলা হয়ে যাবে না তো এলআইসি আইপিও? দীর্ঘমেয়াদ নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?
advertisement
advertisement
মুম্বই ইন্ডিয়ান্স এখনও অবধি আইপিএলের ১০ ম্যাচ খেলেছে আর তার মধ্যে ২ টি ম্যাচ জিতেছে৷ তাদের পয়েন্ট ৪৷ কলকাতা ১১ ম্যাচ খেলেছে তার মধ্যে ৪ টি জিতেছে ৭ টি হেরেছে৷ এবারের আইপিএলের প্রথম ম্যাচের কেকেআর মুম্বই বধ করেই আইপিএল অভিযান শুরু করেছিল৷ কেকেআর ৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে৷ এই সময়ে আবহাওয়া ও পিচের মেজাজ কেমন থাকবে? তা জেনে নিন৷
advertisement
আবহাওয়া কেমন থাকবে?
অ্যাকুওয়েদার ডট কম অনুযায়ি, সোমবার মুম্বইয়ের দিনের বেলা তাপমাত্রা প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস থাকবে৷ সন্ধ্যার সময় তা এক ধাক্কায় নেমে ২৯ ডিগ্রি হবে৷ বৃষ্টির আশঙ্কা নেই৷ কিন্তু আপেক্ষিক আর্দ্রতা ৮০ শতাংশের আশপাশে থাকবে৷ হাওয়ার গতি ৩৫ কিমি হবে৷ এতে পরিস্থিতির থেকে শিশির মুক্তি দেবে৷
advertisement
পিচ থেকে কীভাবে সুবিধা পাবে?
মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়াম আইপিএলে এই মরশুমে বড় স্কোর করে৷ এই মাঠে গত ম্যাচে চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটাল্সের মধ্যে লড়াই হয়েছিল৷ ২০৮ রান হয়েছিল৷ আর দিল্লি ১১৭ রানে শেষ হয়ে যায়৷ ১৬ ম্যাচ হয়েছে এই মাঠে৷ ৯ ম্যাচ রান তাড়া করতে নামা দল জিতেছে৷ ৫০ শতাংশের বেশি রান তাড়া করে জিতেছে৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 09, 2022 4:09 PM IST