Cyclone Asani Update: চোখ রাঙাচ্ছে অশনি, সমুদ্র হচ্ছে উত্তাল, লণ্ডভণ্ড কে হবে, ওড়িশা ও পশ্চিমবঙ্গ অ্যালার্টে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Weather Update: তিন রাজ্যের জন্য জারি অ্যালার্ট
#কলকাতা: পশ্চিমবঙ্গের দক্ষিণ পূর্বের বঙ্গোপসাগরে সাইক্লোন অশনি চোখ রাঙিয়ে প্রভাব দেখানো শুরু করে দিল৷ রবিবার সন্ধ্যার মধ্যেই অতি শক্তিশালী ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে৷ উত্তর অন্ধ্রপ্রদেশ -ওড়িশা উপকূলের দিকে উত্তর পশ্চিমের দিকে এগোচ্ছে৷ ভারতীয় মৌসম বিভাগ (আইএমডি) অনুযায়ি মঙ্গলবার অশনি সাইক্লোন উত্তর অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের থেকে পশ্চিম মধ্য এবং তার সঙ্গে লাগোয়া পশ্চিমবঙ্গের খাঁড়িতে পৌঁছে উত্তর -পূর্ব আর ঘুরে যাওয়ার আশঙ্কা রয়েছে৷ Photo Courtesy-IMD/ Sattelite Image
advertisement
advertisement
ওড়িশাকে বাঁচানোর পর্যাপ্ত ব্যবস্থা আইএমডি-র মহানির্দেশক মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন, সাইক্নোন পূর্ব উপকূলের সমান্তরাল বইবে৷ মঙ্গলবার সন্ধ্যা থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে৷ ওড়িশা বিশেষ উদ্ধারকারী দল ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে৷ পুরীর উপকূলের পাস দিয়ে সবচেয়ে কাছে আসবে এই সাইক্লোন৷ পুরীর ১০০ কিলোমিটার কাছ দিয়ে বয়ে যাবে অতি শক্তিশালী এই সাইক্লোন৷
advertisement