Viral Video: ও মা কী করছেন যুজবেন্দ্র চাহাল! তা আম্পায়রের সঙ্গে, দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

চাহালের কাজ এখন মাঠে বোতল বয়ে আনা৷ যা বিভিন্ন সময়ে ভাইরাল হয়ে গেছে৷  তিনি মাঠে গিয়ে এইভাবেই আম্পায়রের সঙ্গে মস্করায় মাতেন৷

watch yuzvendra chahal's funny act
watch yuzvendra chahal's funny act
 #পারথ : ভারতীয় দলের হঠাৎ করেই পদস্খলন৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পারথে ভারত বেশ হতশ্রী পারফরম্যান্স করল৷ এদিন ভারত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৩৩ রান করতে পারল৷  সূর্যকুমার যাদব একমাত্র দলের হয়ে লড়াকু ইনিংস খেলেন৷ তিনি মাত্র ৪০ বলে ৬৮ রান করেন৷ তিনি ছাড়া আর কোনও ব্যাটসম্যান রান করতে পারেননি৷ প্রোটিয়া বোলারদের সামনে কাঁপছিলেন ভারতের ব্যাটসম্যানরা৷
লুঙ্গি এনগিডি চার উইকেট তুলে নেন৷ ওয়েন পারনেল তিনজনকে আউট করেন৷ এনগিডি নিজের প্রথম খেলায় ভারতের টপ অর্ডারের তিনজন কেএল রাহুল (৯), রোহিত শর্মা (১৫), বিরাট কোহলি (১২) ফিরিয়ে দেন৷ যাতে ভারতীয় দল চাপের প্রেসার কুকারে ঢুকে যান৷
advertisement
advertisement
এদিকে এই ম্যাচের শেষে যুজবেন্দ্র চাহাল আবার ভাইরাল হয়ে যান৷ তিনি আম্পায়রের সঙ্গে তিনি ইয়ার্কিতে মেতে ওঠেন , যে ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও৷
advertisement
এদিন ফ্লপ শো দীপক হুডা (০), হার্দিক পান্ডিয়া (২) -র৷ এদিকে সূর্যকুমার যাদবের ৫২ রানের পার্টনারশিপ দীনেশ কার্তিকের ইনিংস স্থিতিশীলতা দেয়৷ যদিও ব্যাট হাতে তিনি মাত্র য়৬ রানই যোগদান করতে পেরেছেন৷
advertisement
এদিনের ম্যাচে অক্ষর প্যাটেলের বদলে দলে দীপক হুডা দলে আসেন৷ এদিকে দলের খুবই গুরুত্বপূর্ণ অংশ যুজবেন্দ্র চাহাল  অদ্ভুতভাবে টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি খেলেননি একটিও ম্যাচে৷
চাহালের কাজ এখন মাঠে বোতল বয়ে আনা৷ যা বিভিন্ন সময়ে ভাইরাল হয়ে গেছে৷  তিনি মাঠে গিয়ে এইভাবেই আম্পায়রের সঙ্গে মস্করায় মাতেন৷
বাংলা খবর/ খবর/খেলা/
Viral Video: ও মা কী করছেন যুজবেন্দ্র চাহাল! তা আম্পায়রের সঙ্গে, দেখুন ভাইরাল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement