Viral Video: ও মা কী করছেন যুজবেন্দ্র চাহাল! তা আম্পায়রের সঙ্গে, দেখুন ভাইরাল ভিডিও
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
চাহালের কাজ এখন মাঠে বোতল বয়ে আনা৷ যা বিভিন্ন সময়ে ভাইরাল হয়ে গেছে৷ তিনি মাঠে গিয়ে এইভাবেই আম্পায়রের সঙ্গে মস্করায় মাতেন৷
#পারথ : ভারতীয় দলের হঠাৎ করেই পদস্খলন৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পারথে ভারত বেশ হতশ্রী পারফরম্যান্স করল৷ এদিন ভারত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৩৩ রান করতে পারল৷ সূর্যকুমার যাদব একমাত্র দলের হয়ে লড়াকু ইনিংস খেলেন৷ তিনি মাত্র ৪০ বলে ৬৮ রান করেন৷ তিনি ছাড়া আর কোনও ব্যাটসম্যান রান করতে পারেননি৷ প্রোটিয়া বোলারদের সামনে কাঁপছিলেন ভারতের ব্যাটসম্যানরা৷
লুঙ্গি এনগিডি চার উইকেট তুলে নেন৷ ওয়েন পারনেল তিনজনকে আউট করেন৷ এনগিডি নিজের প্রথম খেলায় ভারতের টপ অর্ডারের তিনজন কেএল রাহুল (৯), রোহিত শর্মা (১৫), বিরাট কোহলি (১২) ফিরিয়ে দেন৷ যাতে ভারতীয় দল চাপের প্রেসার কুকারে ঢুকে যান৷
advertisement
advertisement
এদিকে এই ম্যাচের শেষে যুজবেন্দ্র চাহাল আবার ভাইরাল হয়ে যান৷ তিনি আম্পায়রের সঙ্গে তিনি ইয়ার্কিতে মেতে ওঠেন , যে ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও৷
Yuzi Bhai ki Dunia Alag hai🫡#chahal #INDvsSA pic.twitter.com/9NCaGno3gb
— Tanay (@tanay_chawda1) October 30, 2022
advertisement
এদিন ফ্লপ শো দীপক হুডা (০), হার্দিক পান্ডিয়া (২) -র৷ এদিকে সূর্যকুমার যাদবের ৫২ রানের পার্টনারশিপ দীনেশ কার্তিকের ইনিংস স্থিতিশীলতা দেয়৷ যদিও ব্যাট হাতে তিনি মাত্র য়৬ রানই যোগদান করতে পেরেছেন৷
আরও পড়ুন - IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের আগে বাজে খবর, স্টার ফিনিশারের খেলা নিয়ে সংশয়ের মেঘ
advertisement
এদিনের ম্যাচে অক্ষর প্যাটেলের বদলে দলে দীপক হুডা দলে আসেন৷ এদিকে দলের খুবই গুরুত্বপূর্ণ অংশ যুজবেন্দ্র চাহাল অদ্ভুতভাবে টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি খেলেননি একটিও ম্যাচে৷
চাহালের কাজ এখন মাঠে বোতল বয়ে আনা৷ যা বিভিন্ন সময়ে ভাইরাল হয়ে গেছে৷ তিনি মাঠে গিয়ে এইভাবেই আম্পায়রের সঙ্গে মস্করায় মাতেন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 31, 2022 12:50 PM IST