IND vs AUS: পার্থে প্রথম নেট সেশন কেমন গেল কোহলি-রোহিতের? চিন্তা বাড়াল একটি বিষয়! জেনে নিন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs AUS: ভারতের দুই কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলি ও রোহিত শর্মা দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফিরেছেন। বিসিসিআই পার্থে তাদের প্রথম নেট সেশনের ভিডিও প্রকাশ করেছে।
ভারতের দুই কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলি ও রোহিত শর্মা দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফিরেছেন। বিসিসিআই পার্থে তাদের প্রথম নেট সেশনের ভিডিও প্রকাশ করেছে। যা সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে। এই সেশন ছিল তাদের ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির পর প্রথম অনুশীলন। এই সিরিজে ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে খেলতে নামবেন।
বিসিসিআই-এর শেয়ার করা ভিডিওতে দেখা যায়, বিরাট ও রোহিত নেটে সময় কাটাচ্ছেন, ফিল্ডিং ড্রিল করছেন, সমর্থকদের আবদার মেটাচ্ছেন। কোহলি প্রায় ৪০ মিনিট ব্যাট করেছেন এবং তিনি পার্থের বাউন্সি পিচে যথেষ্ট ধৈর্য ও আত্মবিশ্বাস দেখিয়েছেন। অর্শদীপ সিং, হর্ষিত রানা এবং স্থানীয় বোলারদের সামনে ছন্দে দেখা গিয়েছে কোহলিকে।
অন্যদিকে, রোহিত শর্মার শুরুটা একটু ধীরগতির হলেও ধীরে ধীরে তিনি নিজের ছন্দে ফিরে আসেন। তাঁর টাইমিং এবং ব্যাটিং মুভমেন্ট সামান্য সমস্যা হলেও সেশনের শেষে তিনি বেশ শক্তিশালী কয়েকটি শট খেলেছেন। যা তার ফর্মে ফিরার ইঙ্গিত দেয়। দুই ক্রিকেটারের কাছ থেকেই বিরতি কাটিয়ে ফেরাটা চ্যালেঞ্জিং হলেও তারা নিজেদের মান বজায় রাখার চেষ্টা করছেন।
advertisement
advertisement
Brace yourselves…they’re ???????????????? ???????? ???????????????????? 🔥
Rohit Sharma 🤝 Virat Kohli
🎥 Watch on loop as the duo gears up for #AUSvIND 💪 #TeamIndia | @ImRo45 | @imVkohli pic.twitter.com/u99yHyFfwJ
— BCCI (@BCCI) October 17, 2025
advertisement
বিরাট ও রোহিত কয়েক মাস ধরে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। কোহলি লন্ডনে প্রশিক্ষণ নিয়েছেন, আর রোহিত মুম্বইয়ে শিবাজি পার্কে প্রাক্তন ব্যাটিং কোচের সঙ্গে অনুশীলন করেছেন। তবে পার্থের দ্রুততম পিচ তাদের জন্য আলাদা পরীক্ষার হবে। ম্যাচের জন্য ফিটনেস ও পারফরম্যান্স করাই এখন প্রধান চ্যালেঞ্জ।
advertisement
প্রসঙ্গত, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার আট ম্যাচের সীমিত ওভারের সিরিজ শুরু হবে ১৯ অক্টোবর, পার্থ স্টেডিয়ামে। তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের এই সিরিজে নজর থাকবে কোহলি ও রোহিতের দিকে, কারণ তারা ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন। সিরিজটি শেষ হবে ৮ই নভেম্বর।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 17, 2025 1:22 PM IST