নয়ডার চুরি যাওয়া কয়েক কোটি টাকার হিরে, সোনা-সহ বহুমূল্য জুয়েলারি উদ্ধার পুলিশের। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে উত্তরপ্রদেশ পুলিশ ও এগরা থানার পুলিশের যৌথ উদ্যোগে এগরার ষড়রং এলাকা থেকে দুই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তর প্রদেশে পরিচারিকার কাজ করত এগরার ষড়রং এলাকার বাসিন্দা মামনি যাদব ও মণি যাদব। কিছুদিন আগেই উত্তর প্রদেশের নয়ডা এলাকার একটি বাড়ি থেকে কয়েক কোটি টাকার হিরে, সোনা-সহ বহুমূল্য জুয়েলারি চুরি করে নিয়ে বাড়ি ফিরে আসে। উত্তর প্রদেশের নয়ডা থানার পুলিশ ও উত্তর প্রদেশের নয়ডা থানার পুলিশের গিয়ে মঙ্গলবার রাতে দুজনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে, চুরি যাওয়া গয়নার মূল্য কয়েক কোটি টাকা।
Last Updated: November 20, 2025, 00:07 IST