Viral Video: বিয়ে নাকি ভাঙছে! শত্রুর মুখে ছাই দিয়ে ‘এয়ো স্ত্রী’-র পবিত্র দায়িত্ব পালন চাহাল পত্নী ধনশ্রীর
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
সামনেই টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ৷ ভারতীয় দল তাই অস্ট্রেলিয়ায় রয়েছে৷ সেই দলের সঙ্গেই অনুশীলন করেছেন যুজবেন্দ্র চাহাল৷ ধনশ্রী ভর্মা এদিকে রয়েছেন ভারতে
#মুম্বই: যুজবেন্দ্র চাহাল এবং তাঁর স্ত্রী ধনশ্রী ভর্মা আবার একবার সবার মন জয় করে নিলেন৷ তরুণ এই দম্পতি বিভিন্ন সময়েই এমন সব কাণ্ড কারখানা করেন যে তা শিরোনাম ছিনিয়ে নেয়৷ ভারতীয় ক্রিকেট দলের স্পিনিং অস্ত্র যুজবেন্দ্র চাহাল অন্যদিকে তাঁর কোরিওগ্রাফার স্ত্রী ধনশ্রী৷ দুজনের জুটি একেবারে কামাল৷ সামনেই টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ৷ ভারতীয় দল তাই অস্ট্রেলিয়ায় রয়েছে৷ সেই দলের সঙ্গেই অনুশীলন করেছেন যুজবেন্দ্র চাহাল৷ ধনশ্রী ভর্মা এদিকে রয়েছেন ভারতে৷ কিন্তু করবা চৌথ তাহলে কী করে পালন হবে৷ এদিকে যে কোনও ‘এয়ো স্ত্রী’-র পক্ষে এই উৎসব অত্যন্ত আনন্দের৷ তাই এই দম্পতি দারুণ এক উপায় বার করলেন৷
এদিকে কিছুদিন আগেই যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রীর বিয়ে ভেঙে যাচ্ছে বলে একটা গসিপ তৈরি হয়েছিল যা একেবারে মিথ্যে তাই প্রতিপন্ন করলেন এই দম্পতি৷
আরও পড়ুন - সাধারণ ঘরের মেয়ে, কঠিন লড়াইয়ের পথ পেরিয়ে জাতীয় গেমসে জিতলেন পদক, এবার নজরে অলিম্পিক্স
advertisement
ধনশ্রী নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে নিজের ও যুজবেন্দ্র চাহালের অনলাইনে করবা চৌথ সেলিব্রেশনের ভিডিও শেয়ার করেছেন৷ অত্যন্ত দ্রুত গতিতে ভাইরাল হয়ে গেছে এই ভিডিও৷ বিভিন্ন অ্যাকাউন্ট থেকে এই ভিডিওগুলিও শেয়ার হয়েছে৷
advertisement
দেখুন ভাইরাল ভিডিও (Viral Video)
advertisement
ভিডিও কলে এইভাবে করবা চৌথের সেলিব্রিশনে মাতেন চাহাল দম্পতি৷ এভাবে সেলিব্রেট করায় দারুণ মজা হয়৷ তাঁদের একে অপরের প্রতি ভালবাসা ভৌগোলিক দূরত্বে কোনওভাবে কম হওয়ার নয়৷ তাঁদের মুখে হাসি লেগেছিল৷
১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ৷ আর সেখানে ভারতীয় দলের সঙ্গে অনুশীলনে ব্যস্ত যুজবেন্দ্র চাহাল৷
advertisement
ধনশ্রীর শেয়ার করা ইনস্টাগ্রামের ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে চাহালের দিকে তিনি চালনির ফাঁক দিয়ে তাকিয়ে দেখছেন৷ তা দেখে চাহালের যা অবস্থা তাতে তিনি যে খুবই খুশি তা পরিষ্কার বোঝা যাচ্ছে৷
advertisement
দূরে থাকলেও যে ভাবে তাঁর করবা চৌথের অনুষ্ঠান পালন করছেন তা নেটিজেনদেরও খুবই পছন্দ হয়েছে৷ লাইক ও শেয়ারের বন্যা চলছে৷ পাশাপাশি কমেন্টও করেছেন প্রচুর মানুষ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 14, 2022 5:33 PM IST