Viral Video: ‘‘আমি হলেই আউট দিতেন’’ মাঠে হাজির আম্পায়রকে টিটকিরি দিলেন কোহলি, কেসটা ঠিক কী

Last Updated:

কোহলির ব্যাঙ্গাত্মক মন্তব্যের পরে মেনন হাসিখুশিই ছিলেন, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ৷

আহমেদাবাদ:  ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্থ টেস্ট ম্যাচে বিরাট কোহলির জন্য দারুণ ম্যাচ ছিল কারণ তারকা ব্যাটসম্যান প্রায় তিন বছরের পরে তাঁর খরা কাটিয়ে প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন। কোহলি অস্ট্রেলিয়ার বোলারদের এদিন সহজে মোকাবিলা করেছিলেন এবং তাঁর ১৮২ রানের বড় স্কোর প্রথম ইনিংসে ভারতকে একটি ভদ্রস্থ লিড দিতে পেরেছিলেন৷
প্রাক্তন ভারত অধিনায়ক সোমবার মাঠে বেশ ঝকমকে মেজাজে ছিলেন এবং অন ফিল্ড আম্পায়ার নীতিন মেননের  সঙ্গে বেশ ব্যঙ্গ করেন৷  তাঁর সেই ব্যাঙ্গাত্মক স্টাম্পের মাইকে ধরা পড়েছিলেন। অজি ব্যাটসম্যান ট্র্যাভিস হেডের প্রতি ভারতের বিপক্ষে যাওয়া একটি সিদ্ধান্তের পরে, কোহলি আম্পায়র সম্পর্কে মন্তব্য করেন৷ তিনি  মেননকে টেনে বলেছিলেন  যে সিদ্ধান্তটি যদি তাঁর আউটের সঙ্গে সম্পর্কিত হত  তাহলে আম্পায়ার তাঁর বিরুদ্ধে সিদ্ধান্ত দিতেন।’’
advertisement
advertisement
বিরাট কোহলির কাছে নীতিন মেনন যখন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানকে আম্পায়ার নট আউট দেন তখন বিরাট কোহলির মুখ থেকে বেরিয়েছিল  “ম্যায় হোতা তো পাক্কা আউট হোতা”... যার অর্থাৎ আমার জন্য এটা সিদ্ধান্ত নিতে হলে পাক্কা আউট দিতে হত৷
advertisement
কোহলির ব্যাঙ্গাত্মক মন্তব্যের পরে মেনন হাসিখুশিই ছিলেন এবং তিনি ভারতীয় তারকাকে আঙুল তুলে মন্তব্যের প্রত্যুত্তরও দেন। হাসিখুশি বিনিময়টি স্টাম্প মাইকে ধরা পড়ে এবং এই মজার বাক্য ও মুদ্রা বিনিময়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ৷
এখানে রইল সেই ভাইরাল ভিডিও
advertisement
বর্ডার-গাভাস্কার ট্রফিতে, কোহলিকে বিতর্কিত সিদ্ধান্ত দেওয়ার জন্য মেনন সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হন। কিন্তু নেটিজেনদের কথায় ঝাঁঝ থাকলেও  সোমবারের কথোপকথনটি কোহলি এবং মেননের মধ্যে একেবারে হালকা নোটেই ছিল।
ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড শ্রীলঙ্কাকে দুই উইকেটে পরাজিত করায় ভারত বনাম অস্ট্রেলিয়ার পঞ্চম  দিনের খেলা শেষ হওয়ার আগেই ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালের জন্য যোগ্যতা পেয়ে যায়।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Viral Video: ‘‘আমি হলেই আউট দিতেন’’ মাঠে হাজির আম্পায়রকে টিটকিরি দিলেন কোহলি, কেসটা ঠিক কী
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement