Viral Video: চোখের সামনে লেওয়ানডস্কি নিয়ে গেলেন বর্ষসেরার পুরস্কার, মেসি যা করলেন, দেখুন

Last Updated:

FIFA Awards: মেসিকে (Lionel Messi) ডজ করে গোল করে গেলেন, থুড়ি ফিফার বর্ষসেরা (FIFA Player of the Year) পুরুষ ফুটবলার হলেন রবার্ট লেওয়ানডস্কি (Robert Lewandowski)৷

Watch Viral Video of Lionel Messi was adorably casual on video call at fifa awards as lewandowski best player
Watch Viral Video of Lionel Messi was adorably casual on video call at fifa awards as lewandowski best player
#নয়াদিল্লি: আর্জেন্টিনা ও ফরাসি ক্লাবের তারকা ফুটবলার লিওনেল মেসিকে (Lionel Messi) ডজ করে গোল করে গেলেন, থুড়ি ফিফার বর্ষসেরা (FIFA Player of the Year) পুরুষ ফুটবলার হলেন রবার্ট লেওয়ানডস্কি (Robert Lewandowski)৷ পোল্যান্ডের রবার্ট লেওয়ানডস্কি হলেন এবারের বর্ষসেরা পুরুষ ফুটবলার৷ লেওয়ানডস্কি (Robert Lewandowski) গত মরশুমে বুন্দেশলিগার হয়ে ৪১ গোল করেছিলেন৷ সেই সময়ে তিনি গার্ড মুলারের ৪৯ বছরের পুরনো ৪০ গোলের রেকর্ড ভেঙেছিলেন৷ মেসি (Lionel Messi)  এ বছরের দ্বিতীয় শ্রেষ্ঠ ফুটবলার নির্বাচিত হয়েছেন৷ তৃতীয় স্থানে রয়েছেন লিভারপুলের মহম্মদ সালহা৷ মেসি  (Lionel Messi) এই পুরুস্কার ৬ বার জিতেছেন৷
এর আগে পর্তুগাল ও ম্যানচেস্টার ইউনাইটেডের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Christiano Ronaldo)  ফিফা অ্যাওয়ার্ডসের রেস থেকে ছিটকে যান৷ ৫ বারের বিজয়ী রোনাল্ডো ২০০৭ সালে ফিফা পুরস্কারের জন্য প্রথমবার মনোনীত হন৷ আর সেই প্রথমবার থেকে এই মাত্র ২ বার ফিফা সেরা প্লেয়ারের তালিকা থেকে বাদ পরেছেন৷
advertisement
advertisement
লিওনেল মেসি  (Lionel Messi) লেওয়ানডস্কিকে (Robert Lewandowski) হারিয়ে Ballon d’Or জিতেছিলেন
আর্জেন্টিনার সঙ্গে নিজের লিওনেল মেসি  (Lionel Messi) গত বছর কোপা আমেরিকায় কাপ জেতার জন্য আর্জেন্টিনাকে প্রথম খেতাব জেতেন মেসি৷ গতবছর  সপ্তম বার ব্যালন ডি অর (Ballon d’Or ) জেতেন৷ তিনি  সবচেয়ে বেশি বার ব্যালন ডি অর জয়ী ফুটবলার হবেন৷ মেসি সেইখানে রবার্ট লেওয়ানডস্কিকে পিছনে রেখে সম্মান পান৷ পোল্যান্ড এই ফুটবলার এবার মেসিকে হারিয়ে লেওয়ানডস্কিকে প্লেয়ার অফ দ্য ইয়ার হলেন৷
advertisement
এদিকে লেওয়ানডস্কি র নাম যখন ঘোষণা করা হল তখন মেসির রিঅ্যাকশন ছিল দেখার মতো৷ এতটা ভাবলেশহীণ তিনি কী করে হতে পারেন, তাই নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল ভাইরাল ভিডিও (Viral Video)৷
advertisement
মহিলা ফুটবলারদের মধ্যে ফিফার বর্ষসেরা প্লেয়ার হলেন বার্সিলোনার অ্যালেক্সিয়া পুটেলস এবং জেনিফর হর্মোসো চেলসি-র ফুটবলারকে টেক্কা দিয়ে সেরা হন ৷ তিনি ২০২১-র ব্যালন ডি অরের (Ballon d’Or 2021) সেরা মহিলা ফুটবলার হয়েছিলেন৷
advertisement
পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও খালি হাতে ফেরেননি৷ ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার  আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল করার জন্য বিশেষ সম্মান পান৷
বাংলা খবর/ খবর/খেলা/
Viral Video: চোখের সামনে লেওয়ানডস্কি নিয়ে গেলেন বর্ষসেরার পুরস্কার, মেসি যা করলেন, দেখুন
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement