Viral Video: হাতে হাতে তালি, ভাইরাল গানের সুরে দুলছে কোমর, কিন্তু বিরাটকে টেক্কা দিলেন কে?

Last Updated:

দেখে নিন বিরাট কোহলি, ফ্যাফ ডু প্লেসিস ও মহম্মদ সিরাজের নাচের ছন্দের ভাইরাল ভিডিও (Viral Video)৷

mohammed siraj steals the show in dance reel with faf du plessis virat kohli- Photo Courtesy- Instagram/Video Grab
mohammed siraj steals the show in dance reel with faf du plessis virat kohli- Photo Courtesy- Instagram/Video Grab
#মুম্বই: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)  পেসার মহম্মদ সিরাজ (Mohammed Siraj) এবারের আইপিএল ২০২২ এ সেরকম প্রভাবশালী শুরু হয়নি, কিন্ত আইপিএলে র (IPL)  বাইরের মঞ্চে তিনি একেবারে ভাইরাল হয়ে গেছেন৷  কি করে জানেন দুরন্ত নাচ করে৷ তাঁর সঙ্গে একসঙ্গে নাচ করছেন বিরাট কোহলি (Virat Kohli) ও ফ্যাফ ডু প্লেসিস, কিন্তু তারপরেও নিজের দারুণ ডান্স মুভে একেবারে নেটিজেনদেন ইমপ্রেস করে দিয়েছেন৷ কোহলি আর পাঁচটা জিনিসের মতো এই নাচেও সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন টিমকে৷
আরসিবি পার্টনারশিপ কিট পুমা (PUMA) একটি ভিডিও শেয়ার করেছে, যা মুহূর্তের মধ্যেই ভাইরাল ভিডিও হয়েছে৷ এই ভিডিওতে আরসিবি-র তিন ক্রিকেটারকে চেনা মিউজিকে মুভ করতে দেখা যাচ্ছে৷ বিরাট কোহলি স্বতঃপ্রণোদিত হয়ে গানের তালে হাতে তালি গিয়ে দিয়ে কোমর দোলাতে দেখা গেছে৷  ফ্যাফ নাচের স্কিলের সঙ্গে হালকা লড়াই করছেন৷ অন্যদিকে মহম্মদ সিরাজও বেশ আনন্দে নাচের ছন্দ এনজয় করছেন৷
advertisement
advertisement
দেখে নিন বিরাট কোহলি, ফ্যাফ ডু প্লেসিস ও মহম্মদ সিরাজের নাচের ছন্দের ভাইরাল ভিডিও (Viral Video)৷
View this post on Instagram

A post shared by PUMA India (@pumaindia)

advertisement
এই ভিডিও ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে৷ লাইকের সংখ্যা লক্ষ ছাড়িয়েছে৷ শুধু নিজেদের ডান্স মুভের জন্য নয়৷ আইপিএল ২০২২ এ দারুণ ফর্মে রয়েছে আরসিবি৷ পাঁচটি ম্যাচের তিনটিতে জয় এবং ২ টি তে হেরেছে তারা৷ পঞ্জাব কিংসকে হারিয়ে ধামাকা শুরু করেছিল তারা আইপিএল ২০২২-র৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Viral Video: হাতে হাতে তালি, ভাইরাল গানের সুরে দুলছে কোমর, কিন্তু বিরাটকে টেক্কা দিলেন কে?
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement