Viral Video: হাতে হাতে তালি, ভাইরাল গানের সুরে দুলছে কোমর, কিন্তু বিরাটকে টেক্কা দিলেন কে?

Last Updated:

দেখে নিন বিরাট কোহলি, ফ্যাফ ডু প্লেসিস ও মহম্মদ সিরাজের নাচের ছন্দের ভাইরাল ভিডিও (Viral Video)৷

mohammed siraj steals the show in dance reel with faf du plessis virat kohli- Photo Courtesy- Instagram/Video Grab
mohammed siraj steals the show in dance reel with faf du plessis virat kohli- Photo Courtesy- Instagram/Video Grab
#মুম্বই: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)  পেসার মহম্মদ সিরাজ (Mohammed Siraj) এবারের আইপিএল ২০২২ এ সেরকম প্রভাবশালী শুরু হয়নি, কিন্ত আইপিএলে র (IPL)  বাইরের মঞ্চে তিনি একেবারে ভাইরাল হয়ে গেছেন৷  কি করে জানেন দুরন্ত নাচ করে৷ তাঁর সঙ্গে একসঙ্গে নাচ করছেন বিরাট কোহলি (Virat Kohli) ও ফ্যাফ ডু প্লেসিস, কিন্তু তারপরেও নিজের দারুণ ডান্স মুভে একেবারে নেটিজেনদেন ইমপ্রেস করে দিয়েছেন৷ কোহলি আর পাঁচটা জিনিসের মতো এই নাচেও সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন টিমকে৷
আরসিবি পার্টনারশিপ কিট পুমা (PUMA) একটি ভিডিও শেয়ার করেছে, যা মুহূর্তের মধ্যেই ভাইরাল ভিডিও হয়েছে৷ এই ভিডিওতে আরসিবি-র তিন ক্রিকেটারকে চেনা মিউজিকে মুভ করতে দেখা যাচ্ছে৷ বিরাট কোহলি স্বতঃপ্রণোদিত হয়ে গানের তালে হাতে তালি গিয়ে দিয়ে কোমর দোলাতে দেখা গেছে৷  ফ্যাফ নাচের স্কিলের সঙ্গে হালকা লড়াই করছেন৷ অন্যদিকে মহম্মদ সিরাজও বেশ আনন্দে নাচের ছন্দ এনজয় করছেন৷
advertisement
advertisement
দেখে নিন বিরাট কোহলি, ফ্যাফ ডু প্লেসিস ও মহম্মদ সিরাজের নাচের ছন্দের ভাইরাল ভিডিও (Viral Video)৷
View this post on Instagram

A post shared by PUMA India (@pumaindia)

advertisement
এই ভিডিও ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে৷ লাইকের সংখ্যা লক্ষ ছাড়িয়েছে৷ শুধু নিজেদের ডান্স মুভের জন্য নয়৷ আইপিএল ২০২২ এ দারুণ ফর্মে রয়েছে আরসিবি৷ পাঁচটি ম্যাচের তিনটিতে জয় এবং ২ টি তে হেরেছে তারা৷ পঞ্জাব কিংসকে হারিয়ে ধামাকা শুরু করেছিল তারা আইপিএল ২০২২-র৷
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
Viral Video: হাতে হাতে তালি, ভাইরাল গানের সুরে দুলছে কোমর, কিন্তু বিরাটকে টেক্কা দিলেন কে?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement