Viral Video: ঋষভ পন্থ উইকেটের পিছন থেকে বললেন ‘‘ডান্ডে পে ডাল’’, ভাইরাল ভিডিও

Last Updated:

উইকেটের পিছন থেকে উইকেটকিপার ঋষভ পন্থ  (Rishabh Pant) তাঁকে সর্বক্ষণ গাইড করছিলেন৷ তাঁরা দুজন কথা বলে বলে উইকেট তোলার ব্যবস্থা করছিলেন৷ আর পন্থের পরামর্শ মতোই বোলিং করছিলেন যুজবেন্দ্র চাহাল৷

 yuzvendra chahal follows rishabh pant's order dande pe daal
yuzvendra chahal follows rishabh pant's order dande pe daal
#ম্যানচেস্টার:  ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডের বিরুদ্ধে নির্ণায়ক ওয়ানডে তে (India vs England) ৫ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ জিতে নিয়েছে৷ সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে তে অভিজ্ঞ লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) বড় ভূমিকা নিয়েছিলেন৷ তিন উইকেট পান তিনি৷ এই সময়ে উইকেটের পিছন থেকে উইকেটকিপার ঋষভ পন্থ  (Rishabh Pant) তাঁকে সর্বক্ষণ গাইড করছিলেন৷ তাঁরা দুজন কথা বলে বলে উইকেট তোলার ব্যবস্থা করছিলেন৷ আর পন্থের পরামর্শ মতোই বোলিং করছিলেন যুজবেন্দ্র চাহাল৷
পন্থের পরামর্শ মতো কাজ করার কামাল হয়৷ লেগ স্পিনার লোয়ার অর্ডার ব্যাটসম্যান রিস ট্পলেকে (Reece Topley) গোল্ডেন ডাকে বাড়ি ফেরত পাঠিয়ে দেন৷ ইংলিশ ক্রিকেটারকে আউট করার পদ্ধতি বলে দিয়ে গাইড করেন৷ মহেন্দ্র সিং ধোনি দীর্ঘদিন উইকেটের পিছন থেকে বোলারদের বিশেষ ধরণের বল করার টিপস দিতেন৷ এবার কি পন্থ সেই পথেই হাঁটছেন৷ চরিত্রগত বৈশিষ্ট্য একেবারে আলাদা হলেও উইকেটের পিছনে ক্ষিপ্রতায় পন্থ অনেকটাই ধোনির মতো৷ এবার যদি এই ধরণের সফল টোটকাও দিতে পারেন তাহলে তো আর কথাই নেই৷
advertisement
advertisement
যখন ট্পলে যখন ব্যাট করতে ক্রিজে আসেন তখন উইকেটের পিছন থেকে ইংলিশ ক্রিকেটারকে আউট করার টিপস দিয়ে দেন৷ যা কাজে এসে যায়৷ এই ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে তিনি মহেন্দ্র সিং ধোনির মতোই বোলারকে বোলারকে আইডিয়া দিয়ে দেন৷
advertisement
ইংল্যান্ডের ইনিংসে ৪৬ ওভারে পন্থ চাহালকে বলেন, ‘‘ডন্ডে পে ডাল ইয়ে ব থোড়া পিছে ওর রাখনা’’৷  এরপরে নিজের মাথা নাড়িয়ে নাড়িয়ে পন্থের ইশারায় হাঁ করেন৷ চাহালকে আউট সাইড অফ স্টাম্প বল টার্ন করে উইকেটে জমে যায়৷ এভাবে ট্পলে বোল্ড হয়ে যান৷ ভারত ইংল্যান্ডকে ২৫৯ রানে আটকে রাখতে পারে৷ ৫ উইকেট খুইয়ে ২৬১ রান করে ম্যাচ ও সিরিজ নিজের নামে করে নেন৷
advertisement
৩ ওয়ানডে তে চাহাল ৭ উইকেট নেন ৷ তিনি যুজবেন্দ্র চাহা তৃতীয় নম্বরে আছেন৷ তিনি ১১৭ রান খরচ করে ৭ ইংলিশ ক্রিকেটারের উইকেট নিয়ে নেন৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Viral Video: ঋষভ পন্থ উইকেটের পিছন থেকে বললেন ‘‘ডান্ডে পে ডাল’’, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement