Viral Video: ঋষভ পন্থ উইকেটের পিছন থেকে বললেন ‘‘ডান্ডে পে ডাল’’, ভাইরাল ভিডিও
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
উইকেটের পিছন থেকে উইকেটকিপার ঋষভ পন্থ (Rishabh Pant) তাঁকে সর্বক্ষণ গাইড করছিলেন৷ তাঁরা দুজন কথা বলে বলে উইকেট তোলার ব্যবস্থা করছিলেন৷ আর পন্থের পরামর্শ মতোই বোলিং করছিলেন যুজবেন্দ্র চাহাল৷
#ম্যানচেস্টার: ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডের বিরুদ্ধে নির্ণায়ক ওয়ানডে তে (India vs England) ৫ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ জিতে নিয়েছে৷ সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে তে অভিজ্ঞ লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) বড় ভূমিকা নিয়েছিলেন৷ তিন উইকেট পান তিনি৷ এই সময়ে উইকেটের পিছন থেকে উইকেটকিপার ঋষভ পন্থ (Rishabh Pant) তাঁকে সর্বক্ষণ গাইড করছিলেন৷ তাঁরা দুজন কথা বলে বলে উইকেট তোলার ব্যবস্থা করছিলেন৷ আর পন্থের পরামর্শ মতোই বোলিং করছিলেন যুজবেন্দ্র চাহাল৷
পন্থের পরামর্শ মতো কাজ করার কামাল হয়৷ লেগ স্পিনার লোয়ার অর্ডার ব্যাটসম্যান রিস ট্পলেকে (Reece Topley) গোল্ডেন ডাকে বাড়ি ফেরত পাঠিয়ে দেন৷ ইংলিশ ক্রিকেটারকে আউট করার পদ্ধতি বলে দিয়ে গাইড করেন৷ মহেন্দ্র সিং ধোনি দীর্ঘদিন উইকেটের পিছন থেকে বোলারদের বিশেষ ধরণের বল করার টিপস দিতেন৷ এবার কি পন্থ সেই পথেই হাঁটছেন৷ চরিত্রগত বৈশিষ্ট্য একেবারে আলাদা হলেও উইকেটের পিছনে ক্ষিপ্রতায় পন্থ অনেকটাই ধোনির মতো৷ এবার যদি এই ধরণের সফল টোটকাও দিতে পারেন তাহলে তো আর কথাই নেই৷
advertisement
আরও পড়ুন - Viral Video: কচি পন্থের হাত থেকে শ্যাম্পেনের বোতল ছিনিয়ে নিলেন বুড়ো শাস্ত্রী, কাণ্ডটা কী
advertisement
যখন ট্পলে যখন ব্যাট করতে ক্রিজে আসেন তখন উইকেটের পিছন থেকে ইংলিশ ক্রিকেটারকে আউট করার টিপস দিয়ে দেন৷ যা কাজে এসে যায়৷ এই ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে তিনি মহেন্দ্র সিং ধোনির মতোই বোলারকে বোলারকে আইডিয়া দিয়ে দেন৷
advertisement
The genius behind the stump #pant #Virat #Rohit #hardik #IndianCricketTeam @RishabhPant17 @mufaddal_vohra @vikrantgupta73 @SushantNMehta @mohsinaliisb pic.twitter.com/zOEvSwRM6b
— Anand S Negi (@7444Negi) July 17, 2022
ইংল্যান্ডের ইনিংসে ৪৬ ওভারে পন্থ চাহালকে বলেন, ‘‘ডন্ডে পে ডাল ইয়ে ব থোড়া পিছে ওর রাখনা’’৷ এরপরে নিজের মাথা নাড়িয়ে নাড়িয়ে পন্থের ইশারায় হাঁ করেন৷ চাহালকে আউট সাইড অফ স্টাম্প বল টার্ন করে উইকেটে জমে যায়৷ এভাবে ট্পলে বোল্ড হয়ে যান৷ ভারত ইংল্যান্ডকে ২৫৯ রানে আটকে রাখতে পারে৷ ৫ উইকেট খুইয়ে ২৬১ রান করে ম্যাচ ও সিরিজ নিজের নামে করে নেন৷
advertisement
৩ ওয়ানডে তে চাহাল ৭ উইকেট নেন ৷ তিনি যুজবেন্দ্র চাহা তৃতীয় নম্বরে আছেন৷ তিনি ১১৭ রান খরচ করে ৭ ইংলিশ ক্রিকেটারের উইকেট নিয়ে নেন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 18, 2022 12:41 PM IST