Viral Video: কচি পন্থের হাত থেকে শ্যাম্পেনের বোতল ছিনিয়ে নিলেন বুড়ো শাস্ত্রী, কাণ্ডটা কী

Last Updated:

দেখে নিন সেই মজার মুহূর্তের ভাইরাল ভিডিও (Viral Video)

 India vs England: Ravi Shastri snatching the bottle of champagne from Rishabh Pant
India vs England: Ravi Shastri snatching the bottle of champagne from Rishabh Pant
#ম্যানচেস্টার: ভারত ইংল্যান্ডে ম্যানচেস্টারে হওয়া তৃতীয় এবং শেষ একদিনের ম্যাচে হারিয়ে সিরিজ ২-১ এ জিতে গেছে৷ এদিন ভারতীয় ক্রিকেট দল এদিন রুদ্ধশ্বাস লড়াই করে ম্যাচ জিতেছে৷ সিনিয়র দাদাদের ফ্লপ শো-র দিনে ঋষভ পন্থের কড়া জবাব দিয়েছে৷ ভারতকে জয়ে পৌঁছে দিয়ে ফিরে আসেন৷ তিনি ১২৫ রানে অপরাজিত ছিলেন৷ টিম ইন্ডিয়া জয়ের পর হিরো হয়ে গেলেন ঋষভ পন্থ৷ এদিন তাঁর পারফরম্যান্সের জন্য একটা শ্যাম্পেনের বোতল দেন৷ প্রেজেন্টেশন সেরিমনির পর পন্থ বোতল ড্রেসিংরুমে ফিরে ফিরলে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর সঙ্গে সঙ্গে বোতলটি ছিনিয়ে নেন৷ তিনি আগেই মাঠে হাজির ছিলেন৷
শাস্ত্রী পন্থকে গলা জড়িয়ে ধরেন, তারপর দুজনের মধ্যে কিছুক্ষণ কথাবার্তা হয়৷ এরপরেই রবি শাস্ত্রী হাত থেকে শ্যাম্পেনের বোতল নিয়ে নেন৷ এই দেখে পন্থ নিজের হাসি রুখতে পারছিলেন না৷ এরপরেই ভাইরাল ভিডিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে৷ স্টেডিয়ামে যে অবশিষ্ট দর্শক বসেছিলেন তাঁরাও আনন্দে মজা ওঠাতে শুরু করেন৷ পন্থ শ্যাম্পেনের বোতল নেন৷ ফ্যানরা জোরে জোরে চেঁচাচ্ছিলেন৷ এরপর ঋষভ পন্থ ড্রেসিংরুমে ফিরে যান৷
advertisement
advertisement
দেখে নিন সেই মজার মুহূর্তের ভাইরাল ভিডিও (Viral Video)
advertisement
জীবনভর এই ইনিংস মনে রাখব - পন্থ
ম্যাচের পর যখন ঋষভ পন্থকে জিজ্ঞাসা করা হয়  তিনি কি এই  এই ইনিংস মনে রাখবেন?  তখন হাসতে হাসতে জবাব দেন , ‘‘আশা করি এই ইনিংসে আমি মনে রাখব৷ এই ইনিংসের দরুণ আমি শুধু একটা করে বলের কথা ভাবছিলাম৷ যখন আপনার দল চাপে থাকে তখন আমি এইরকম ভাবে ক্রিকেটটা খেলি৷ তখন সত্যিই এটা ভাল লাগে৷ আমি সবসময়েই এরকমই করতে চাইছিলাম৷ আমি ইংল্যান্ডে খেলার আনন্দ নিই৷ পরিস্থিতির পুরো মজা নিই৷ যত বেশি আপনি তত বেশি অনুভব পান৷’’
advertisement
পন্থ ওয়ানডে সিরিজে টপ স্কোরার ছিলেন
পন্থ ভারতীয় বোলিং নিয়ে বলেন আমাদের বোলারদের জয়ের কৃতিত্ব যায়৷ ইংল্যান্ডের স্কোর কম রানে বেঁধে রাখেন৷ পাশাপাশি তাঁরা পুরো সিরিজেই তাঁরা ভাল বোলিং করেছেন৷ পন্থ এবারের সিরিজের ইংল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে বেশি ১২৫ রান করেছেন৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Viral Video: কচি পন্থের হাত থেকে শ্যাম্পেনের বোতল ছিনিয়ে নিলেন বুড়ো শাস্ত্রী, কাণ্ডটা কী
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement