Shoaib Akhtar's Viral Video: রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের নাকি দুটো হাঁটুই খারাপ! অপারেশনের পর বিছানা থেকে পোস্ট, ভিডিও ভাইরাল

Last Updated:

হাসপাতালের বেড থেকে তিনি জানিয়েছেন তাঁর খুবই যন্ত্রণা হচ্ছে৷ তাই ফ্যানদের প্রার্থণা করতে বলেছেন তাঁর দ্রুত আরোগ্য লাভের জন্য৷

Watch viral video how Shoaib Akhtar Shares Emotional Video From Hospital Bed- Photo Courtesy- Instagram
Watch viral video how Shoaib Akhtar Shares Emotional Video From Hospital Bed- Photo Courtesy- Instagram
#মেলবোর্ন: প্রাক্তন জোরে বোলার শোয়েব আখতার, ১৫০ কিলোমিটার গতিতে যার বোলিংয়ে কাঁপত,  যার নাম ছিল রাওয়ালপিন্ডি এক্সপ্রেস তাঁরই নাকি দুটো হাঁটুতেই অস্ত্রোপচার৷ তাঁর হাঁটুতে অপারেশনের পর নিজের হাসপাতালের বেড থেকে ভিডিও  শেয়ার করতে পেরেছেন৷ ভিডিওতে শোয়েব আখতারের যে চোখমুখ দেখা যাচ্ছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি ভাল নেই৷ শোয়েব আখতার মেলবোর্নে নিজের হাঁটুর অপারেশন করিয়েছেন৷ তাঁর দুটি হাঁটুতেই অস্ত্রোপচার করা হয়েছে৷ ফ্যানেদের আবেগপ্রবণ বার্তা দিয়েছেন৷
হাসপাতালের বেড থেকে তিনি জানিয়েছেন তাঁর খুবই যন্ত্রণা হচ্ছে৷ তাই ফ্যানদের প্রার্থণা করতে বলেছেন তাঁর দ্রুত আরোগ্য লাভের জন্য৷ ৪৬ বছরের স্পিডস্টার কান্না কান্না অবস্থায় ভিডিও পোস্ট করেছেন৷ শোয়েব আখতারের দুটি হাঁটুতেই অপারেশন হয়েছে৷ তিনি বলেছেন তিনি আশা করছেন এটা তাঁর শেষ অস্ত্রোপচার৷
advertisement
advertisement
শোয়েব বললেন অস্ত্রোপচার প্রায় ৫ থেকে ৬ ঘণ্টা ধরে হয়েছে৷ দুটি হাঁটুতেই অপারেশন হয়েছে৷ শোয়েব বলেছেন, ‘‘ আমি অসুবিধায় রয়েছি, তোমাদের প্রার্থণা চাই৷  ১১ বছর আমার অবসরের পরে আমি অস্বস্তিতে রয়েছি৷ আমি আরও ৪-৫ বছর খেলতে পারতাম৷ আমি জানি যদি এটা করতাম তাহলে আমায় হুইল চেয়ারে আসতে হত৷ আমি এটা পাকিস্তানের হয়ে এটা করতাম৷ আমি যদি এটা করতাম তাহলে আমি এটা করতাম৷ ’’
advertisement
advertisement
শোয়েব আখতার এই মুহূর্তে জীবনের কঠিনতম সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন৷ তার তাঁর কেরিয়ার নিয়ে এখন অস্বস্তিকর মুহূর্ত কাটাচ্ছেন৷
শোয়েব আখতারের ডাকনাম রাওয়ালপিন্ডি এক্সপ্রেস, তিনি ৪৬ টি টেস্টে ১৭৮ উইকেট তুলেছেন৷ ১৬৩ একদিনের ক্রিকেটে ২৪৭ উইকেট নিয়েছেন৷ তিনি ১৫ টি টোয়েন্টি আন্তর্জাতিকে ১৯ উইকেট নিয়েছেন৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Shoaib Akhtar's Viral Video: রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের নাকি দুটো হাঁটুই খারাপ! অপারেশনের পর বিছানা থেকে পোস্ট, ভিডিও ভাইরাল
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement