Commonwealth Games 2022: বৌদি জিতলেন সোনা, দেওরের ভাগ্যে এল রুপো, ক্রিকেট থেকে অ্যাথলেটিক্সে ধামাল

Last Updated:

অস্ট্রেলিয়ার মহিলা দল ক্রিকেটে সোনা জিততে সফল হন৷ ভারতীয় মহিলা দলকে হারিয়ে সোনা জিতেল৷ ভারতীয় মহিলা দল প্রথমবারের এই কমনওয়েলথ গেমসে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল৷ দারুণ খেলার পরেও ভারতীয় ক্রিকেট দলের সোনা অধরাই থেকে গেল৷

Commonwealth Games 2022
Commonwealth Games 2022
#বার্মিংহ্যাম: কমনওয়েলথ গেমসে  (Commonwealth Games 2022)  আজ শেষ দিন৷ সমস্ত ক্রীড়াবিদরা নিজেদের নামের পাশে মেডেল জিতে দেশের টোটাল মেডেলের সংখ্যা বাড়ানোর চেষ্টা করবে৷ এবারের গেমসে মহিলা ক্রিকেট প্রথমবারের জন্য তালিকাভুক্ত হয়েছে৷ আর বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া প্রথমবারের জন্য আয়োজিত কমনওয়েলথ গেমসে সোনা জিতে অভিযান শুরু করল৷ ফাইনালে ক্যাঙারু দল ভারতকে হারায়৷ টিমে এলিসা হিলি  (Alyssa Healy) শামিল ছিলেন৷ অস্ট্রেলিয়ার জোরে বোলার মিচেল স্টার্কের স্ত্রী৷ স্টার্কের ছোট ভাই ব্র্যান্ডন ক্লার্কও কমনওয়েলথ গেমসে খেলতে নামেন৷ তিনিও রুপো পান৷
ব্রেন্ডন স্টার্ক অ্যাথলেটিক্সের হাই জাম্প ইভেন্টে নেমেছিলেন৷  ২৮ বছরের ব্র্যান্ডন বার্মিংহ্যামে হাইজাম্পে  রুপো পান৷ ব্র্যান্ডন ২.২৫ মিটার জাম্প করে রুপোর মেডেল জেতে৷  সেখানে ভারতের তেজস্বিন শঙ্কর ২.২২ মিটার জাম্প করে ব্রোঞ্জ মেডেল জেতেন৷ এর আগে ২০১৮ গোল্ড কোস্ট গেমসে সোনা জেতেন৷  ব্র্যান্ডন আন্তর্জাতিক কেরিয়ারের শুরুতে ২০১০ ইয়ুথ অলিম্পিক্সে ছিলেন৷ সেখানে তিনি রুপো জিতেছিলেন৷
advertisement
advertisement
অস্ট্রেলিয়ার মহিলা দল ক্রিকেটে সোনা জিততে সফল হন৷ ভারতীয় মহিলা দলকে হারিয়ে সোনা জিতেল৷ ভারতীয় মহিলা দল প্রথমবারের এই কমনওয়েলথ গেমসে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল৷ দারুণ খেলার পরেও ভারতীয় ক্রিকেট দলের সোনা অধরাই থেকে গেল৷
advertisement
এদিকে অস্ট্রেলিয়া সোনা জিতলেও এলিসা হিলি অবশ্য সেভাবে দারুণ কিছু করতে পারেননি৷ তিনি প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে কোনও রানই করতে পারেননি৷ গ্রুপ রাউন্ডের শেষ দুটি ম্যাচে তিনি বারবাডোস ও পাকিস্তানের বিরুদ্ধে ২৩ ও ৪ রান করেন৷  সেমিফাইনালে একবার তাঁর ব্যাট শান্ত ছিল৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৪ রান করে আউট হন৷ ফাইনালে তিনি ৭ রান করেন৷
advertisement
টি টোয়েন্টি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এলিসা হিলির রেকর্ড টি টোয়েন্টিতে দারুণ ছিলেন৷  ১৩২ ম্যাচে ২৩ গড়ে তিনি ২২০৭ রান করেন৷ একটি শতরান এবং ১২ টি অর্ধশতরান করেন৷ তিনি অপরাজিত ১৪৮ রানের ইনিংস খেলেন৷ কমনওয়েলথ গেমসে প্রথমে ২০২০ তে টি ২০ ওয়ার্ল্ড কাপ ফাইনালেও অস্ট্রেলিয়া ভারতীয় মহিলা ক্রিকেট দলকে হারিয়েছিল৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Commonwealth Games 2022: বৌদি জিতলেন সোনা, দেওরের ভাগ্যে এল রুপো, ক্রিকেট থেকে অ্যাথলেটিক্সে ধামাল
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement