IPL 2021: সুরেশ রায়নার ভিডিও আপলোড করল সিএসকে, এ কেমন আদিখ্যেতা! রেগে আগুন ফ্যানরা

Last Updated:

এই ভিডিও দেখে ফ্যানরা রেগে আগুন৷ আইপিএল ২০২২ এ দলে না নিয়ে এখন ভিডিও পোস্ট করে আদিখ্যেতা কেন দেখাচ্ছে সিএসকে৷

watch video of suresh rain ipl journey shared by chennai super kings fans- (Photo-Raina/Instagram)
watch video of suresh rain ipl journey shared by chennai super kings fans- (Photo-Raina/Instagram)
#চেন্নাই: সদ্যই বেঙ্গালুরুতে আয়োজিত আইপিএল ২০২২ (IPL 2022) মেগা নিলামে সুরেশ রায়নাকে (Suresh Raina) কেউ  কেনেনি৷ এমনকি বছরের পর বছর ধরে খেলা চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)  তাঁর জন্য নিলামে একবারও ডাকও হাঁকেনি৷ চারজন ক্রিকেটার যখন প্রথমেই রিটেন করার অপশন ছিল তখনও তাঁকে রিলিজ করে দেয় সিএসকে৷ সকলের আশা ছিল মহেন্দ্র সিং ধোনির  (MS Dhoni)  অধিনায়কত্বে থাকা সিএসকে তাঁকে নিলামে কিনে নেবে৷ কিন্তু সেটা হয়নি এরপরে রায়নাকে না নেওয়ার জন্য চেন্নাই সুপার কিংসকে (CSK) ভীষণ কথা শুনিয়েছিল৷
সেই নিলামের দিনের পর ফের একবার ক্ষেপে উঠল চেন্নাই সুপার কিংস ফ্যানরা৷ কারণ চেন্নাই সুপার কিংস নিজেদের পুরনো বিশ্বস্ত তারকা সুরেশ রায়নার  (Suresh Raina) ভিডিও পোস্ট করেছে৷  সেখানে তাঁর ২০০৮ থেকে ২০২১ সাল তাঁর সিএসকে -তে উপস্থিতি দেখানো হয়৷ এই ৪৬ সেকেন্ডের ভিডিওতে ২০০ আইপিএল ম্যাচ খেলার পরিসংখ্যানও দেখানো হয়৷ সিএসকে সুরেশ রায়নার অবদানকে কুর্নিশ করেছে৷
advertisement
advertisement
এই ভিডিও দেখে ফ্যানরা রেগে আগুন৷ এক ফ্যান ভেঙে যাওয়া হৃদয়ের ইমোজি পোস্ট করেছেন৷ একজন লিখেছেন ব্যাস এখন অনেক হয়েছে এমন কমেন্ট করেছেন৷ সিএসকে - আরেক ফ্যান লিখেছেন চেন্নাই সুপার কিংসের অলটাইম ইলেভেনে তিন নম্বরে জায়গা পাকা সুরেশ রায়নার৷
advertisement
advertisement
সুরেশ রায়না আইপিএলে ২০৫ ম্যাচে খেলেছেন৷
বাঁ হাতের সুরেশ রায়না আইপিএলে অসম্ভব অভিজ্ঞতা সম্পন্ন এক ক্রিকেটার৷ তিনি টি টোয়েন্টি লিগে ২০৫ ম্যাচ খেলেছেন৷ একটি শতরান , ৩৯ টি অর্ধশতরান করেছেন৷ তাঁর মোট রান ৫৫২৮৷ তিনি গুজরাত লায়ন্স দলের অধিনায়কত্বও সামলেছেন৷ তিনি ২০২০ সালে করোনা ভাইরাসের কারণে ক্রিকেট খেলেননি৷ গত মরশুম তাঁর ভাল যায়নি৷ তিনি ১২ টি ম্যাচে একটি অর্ধশতরান করেন এবং ১৬০ রান করেন৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2021: সুরেশ রায়নার ভিডিও আপলোড করল সিএসকে, এ কেমন আদিখ্যেতা! রেগে আগুন ফ্যানরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement