IPL 2021: সুরেশ রায়নার ভিডিও আপলোড করল সিএসকে, এ কেমন আদিখ্যেতা! রেগে আগুন ফ্যানরা

Last Updated:

এই ভিডিও দেখে ফ্যানরা রেগে আগুন৷ আইপিএল ২০২২ এ দলে না নিয়ে এখন ভিডিও পোস্ট করে আদিখ্যেতা কেন দেখাচ্ছে সিএসকে৷

watch video of suresh rain ipl journey shared by chennai super kings fans- (Photo-Raina/Instagram)
watch video of suresh rain ipl journey shared by chennai super kings fans- (Photo-Raina/Instagram)
#চেন্নাই: সদ্যই বেঙ্গালুরুতে আয়োজিত আইপিএল ২০২২ (IPL 2022) মেগা নিলামে সুরেশ রায়নাকে (Suresh Raina) কেউ  কেনেনি৷ এমনকি বছরের পর বছর ধরে খেলা চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)  তাঁর জন্য নিলামে একবারও ডাকও হাঁকেনি৷ চারজন ক্রিকেটার যখন প্রথমেই রিটেন করার অপশন ছিল তখনও তাঁকে রিলিজ করে দেয় সিএসকে৷ সকলের আশা ছিল মহেন্দ্র সিং ধোনির  (MS Dhoni)  অধিনায়কত্বে থাকা সিএসকে তাঁকে নিলামে কিনে নেবে৷ কিন্তু সেটা হয়নি এরপরে রায়নাকে না নেওয়ার জন্য চেন্নাই সুপার কিংসকে (CSK) ভীষণ কথা শুনিয়েছিল৷
সেই নিলামের দিনের পর ফের একবার ক্ষেপে উঠল চেন্নাই সুপার কিংস ফ্যানরা৷ কারণ চেন্নাই সুপার কিংস নিজেদের পুরনো বিশ্বস্ত তারকা সুরেশ রায়নার  (Suresh Raina) ভিডিও পোস্ট করেছে৷  সেখানে তাঁর ২০০৮ থেকে ২০২১ সাল তাঁর সিএসকে -তে উপস্থিতি দেখানো হয়৷ এই ৪৬ সেকেন্ডের ভিডিওতে ২০০ আইপিএল ম্যাচ খেলার পরিসংখ্যানও দেখানো হয়৷ সিএসকে সুরেশ রায়নার অবদানকে কুর্নিশ করেছে৷
advertisement
advertisement
এই ভিডিও দেখে ফ্যানরা রেগে আগুন৷ এক ফ্যান ভেঙে যাওয়া হৃদয়ের ইমোজি পোস্ট করেছেন৷ একজন লিখেছেন ব্যাস এখন অনেক হয়েছে এমন কমেন্ট করেছেন৷ সিএসকে - আরেক ফ্যান লিখেছেন চেন্নাই সুপার কিংসের অলটাইম ইলেভেনে তিন নম্বরে জায়গা পাকা সুরেশ রায়নার৷
advertisement
advertisement
সুরেশ রায়না আইপিএলে ২০৫ ম্যাচে খেলেছেন৷
বাঁ হাতের সুরেশ রায়না আইপিএলে অসম্ভব অভিজ্ঞতা সম্পন্ন এক ক্রিকেটার৷ তিনি টি টোয়েন্টি লিগে ২০৫ ম্যাচ খেলেছেন৷ একটি শতরান , ৩৯ টি অর্ধশতরান করেছেন৷ তাঁর মোট রান ৫৫২৮৷ তিনি গুজরাত লায়ন্স দলের অধিনায়কত্বও সামলেছেন৷ তিনি ২০২০ সালে করোনা ভাইরাসের কারণে ক্রিকেট খেলেননি৷ গত মরশুম তাঁর ভাল যায়নি৷ তিনি ১২ টি ম্যাচে একটি অর্ধশতরান করেন এবং ১৬০ রান করেন৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2021: সুরেশ রায়নার ভিডিও আপলোড করল সিএসকে, এ কেমন আদিখ্যেতা! রেগে আগুন ফ্যানরা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement