IPL 2021: সুরেশ রায়নার ভিডিও আপলোড করল সিএসকে, এ কেমন আদিখ্যেতা! রেগে আগুন ফ্যানরা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
এই ভিডিও দেখে ফ্যানরা রেগে আগুন৷ আইপিএল ২০২২ এ দলে না নিয়ে এখন ভিডিও পোস্ট করে আদিখ্যেতা কেন দেখাচ্ছে সিএসকে৷
#চেন্নাই: সদ্যই বেঙ্গালুরুতে আয়োজিত আইপিএল ২০২২ (IPL 2022) মেগা নিলামে সুরেশ রায়নাকে (Suresh Raina) কেউ কেনেনি৷ এমনকি বছরের পর বছর ধরে খেলা চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) তাঁর জন্য নিলামে একবারও ডাকও হাঁকেনি৷ চারজন ক্রিকেটার যখন প্রথমেই রিটেন করার অপশন ছিল তখনও তাঁকে রিলিজ করে দেয় সিএসকে৷ সকলের আশা ছিল মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) অধিনায়কত্বে থাকা সিএসকে তাঁকে নিলামে কিনে নেবে৷ কিন্তু সেটা হয়নি এরপরে রায়নাকে না নেওয়ার জন্য চেন্নাই সুপার কিংসকে (CSK) ভীষণ কথা শুনিয়েছিল৷
সেই নিলামের দিনের পর ফের একবার ক্ষেপে উঠল চেন্নাই সুপার কিংস ফ্যানরা৷ কারণ চেন্নাই সুপার কিংস নিজেদের পুরনো বিশ্বস্ত তারকা সুরেশ রায়নার (Suresh Raina) ভিডিও পোস্ট করেছে৷ সেখানে তাঁর ২০০৮ থেকে ২০২১ সাল তাঁর সিএসকে -তে উপস্থিতি দেখানো হয়৷ এই ৪৬ সেকেন্ডের ভিডিওতে ২০০ আইপিএল ম্যাচ খেলার পরিসংখ্যানও দেখানো হয়৷ সিএসকে সুরেশ রায়নার অবদানকে কুর্নিশ করেছে৷
advertisement
💛 Inside out since '08! Anbuden Nandri Chinna Thala @imraina! 🦁 Full 📹 : https://t.co/sVOelS9LYt#SuperkingForever #WhistlePodu 🦁💛 pic.twitter.com/uU5vLEl02C
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) February 21, 2022
advertisement
এই ভিডিও দেখে ফ্যানরা রেগে আগুন৷ এক ফ্যান ভেঙে যাওয়া হৃদয়ের ইমোজি পোস্ট করেছেন৷ একজন লিখেছেন ব্যাস এখন অনেক হয়েছে এমন কমেন্ট করেছেন৷ সিএসকে - আরেক ফ্যান লিখেছেন চেন্নাই সুপার কিংসের অলটাইম ইলেভেনে তিন নম্বরে জায়গা পাকা সুরেশ রায়নার৷
advertisement
Don't show off!!!!
— Sakshi❤️✨ (@Sakshi_Raina3) February 21, 2022
Don't show off!!!!
— Sakshi❤️✨ (@Sakshi_Raina3) February 21, 2022
Bhai Saha ko insaaf dilvaao
— Akashdeep Singh (@22_akashdeep) February 21, 2022
advertisement
সুরেশ রায়না আইপিএলে ২০৫ ম্যাচে খেলেছেন৷
বাঁ হাতের সুরেশ রায়না আইপিএলে অসম্ভব অভিজ্ঞতা সম্পন্ন এক ক্রিকেটার৷ তিনি টি টোয়েন্টি লিগে ২০৫ ম্যাচ খেলেছেন৷ একটি শতরান , ৩৯ টি অর্ধশতরান করেছেন৷ তাঁর মোট রান ৫৫২৮৷ তিনি গুজরাত লায়ন্স দলের অধিনায়কত্বও সামলেছেন৷ তিনি ২০২০ সালে করোনা ভাইরাসের কারণে ক্রিকেট খেলেননি৷ গত মরশুম তাঁর ভাল যায়নি৷ তিনি ১২ টি ম্যাচে একটি অর্ধশতরান করেন এবং ১৬০ রান করেন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 21, 2022 6:09 PM IST