Ind vs WI: ইডেন গার্ডেন্সের নেটে ভুবি ও সিরাজের ধুন্ধুমার, ভিডিও শেয়ার করে দুই বোলারের কাণ্ড দেখাল বিসিসিআই

Last Updated:

Ind vs WI: বিসিসিআই (BCCI) মহম্মদ শামি ও ভুবনেশ্বর কুমারের বোলিংয়ের এক ভিডিও পোস্ট করেছেন৷ সোশ্যাল মিডিয়ায় দুই বোলারের বোলিংকে একে অপরের বিরুদ্ধে ধার শানানো হিসেবে দেখছেন নেটিজেনরা৷

Watch Video: ind vs wi: mohammed siraj and bhuvneshwar kumar seen practicing yorker team india- Photo- BCCI/ Twitter Video Grab
Watch Video: ind vs wi: mohammed siraj and bhuvneshwar kumar seen practicing yorker team india- Photo- BCCI/ Twitter Video Grab
#কলকাতা:  রোহিত শর্মার অধিনায়কত্বে টিম ইন্ডিয়া ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (Ind vs WI) টি টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুত হচ্ছে৷ ভারত বনাম ওয়েস্টইন্ডিজ  (India vs West Indies) ৩ টি একদিনের ম্যাচের সিরিজ ভারত ৩-০ জিতে নিয়েছে৷  কিন্তু  রোহিতের পয়া ইডেন গার্ডেন্সে (Eden Gardenrs) প্রথম অধিনায়ক হিসেবে সিরিজ শুরু৷ টি টোয়েন্টি সিরিজেও (T20) একইরকম আগ্রাসী টিম ইন্ডিয়া (Indian Cricket Team)৷ এই বছরেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ তার আগে এই টি টোয়েন্টি ম্যাচগুলিকে একেবারে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)৷
টি টোয়েন্টি এই ম্যাচের আগে ভারতীয় পেসাররা একেবারে আগুন ঝরানোর প্রস্তুতি সেরে নিলেন ইডেন গার্ডেন্সের নেটে৷ পেসার মহম্ম সিরাজ (Mohammed Siraj) এবং ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar) মঙ্গলবার ফ্লাডলাইটে ইয়র্কার বল অনুশীলন করছিলেন৷ এই সিরিজ তাঁদের জন্য খুবই গুরুত্বপূর্ণ৷ কারণ এই বছরেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ  (T20 World Cup 2022) হচ্ছে৷ গতবার টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) লিগ পর্ব থেকে ছিটকে গিয়েছিল টিম ইন্ডিয়া (Indian Cricket Team) ৷
advertisement
advertisement
বিসিসিআই (BCCI) মহম্মদ শামি ও ভুবনেশ্বর কুমারের বোলিংয়ের এক ভিডিও পোস্ট করেছেন৷ সোশ্যাল মিডিয়ায় দুই বোলারের বোলিংকে একে অপরের বিরুদ্ধে ধার শানানো হিসেবে দেখছেন নেটিজেনরা৷ যেন একে অপরকে টেক্কা দিতে দুই ক্রিকেটাররা নেট বোলিংয়ে নেমেছেন৷ দেখে নিন সেই ভিডিও৷
advertisement
advertisement
দুই বোলারই একাধিকবার উইকেট ছিটকে দিলেন দেখা যাচ্ছে এই ভিডিওতে৷ ভারতীয় দলের টি টোয়েন্টিতে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ভাল রেকর্ড৷ কায়রন পোলার্ডের নেতৃত্বাধীন ক্যারিবিয়ান দল আজও সেরকম ধারায় বজায় রাখছে৷ এদিকে চোটের কারণে কায়রণ পোলার্ড একদিনের সিরিজে শেষদুটি ম্যাচে খেলতে পারেননি৷
advertisement
এদিকে কায়রন পোলার্ড জানিয়েছেন তাঁরা টি টোয়েন্টি সিরিজকে খুবই গুরুত্ব দিচ্ছেন৷ তাই এই সিরিজ জিতে তাঁর ভারত থেকে ফিরতে চান৷ কারণ তাঁদেরও সামনেই টি টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে৷ ক্যারিবিয়ান ব্রিগেডও টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্ততি হিসেবে ভারত বনাম ওয়েস্টইন্ডিজ টি টোয়েন্টি সিরিজকে দেখছে৷
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs WI: ইডেন গার্ডেন্সের নেটে ভুবি ও সিরাজের ধুন্ধুমার, ভিডিও শেয়ার করে দুই বোলারের কাণ্ড দেখাল বিসিসিআই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement