Ind vs WI: ইডেন গার্ডেন্সের নেটে ভুবি ও সিরাজের ধুন্ধুমার, ভিডিও শেয়ার করে দুই বোলারের কাণ্ড দেখাল বিসিসিআই

Last Updated:

Ind vs WI: বিসিসিআই (BCCI) মহম্মদ শামি ও ভুবনেশ্বর কুমারের বোলিংয়ের এক ভিডিও পোস্ট করেছেন৷ সোশ্যাল মিডিয়ায় দুই বোলারের বোলিংকে একে অপরের বিরুদ্ধে ধার শানানো হিসেবে দেখছেন নেটিজেনরা৷

Watch Video: ind vs wi: mohammed siraj and bhuvneshwar kumar seen practicing yorker team india- Photo- BCCI/ Twitter Video Grab
Watch Video: ind vs wi: mohammed siraj and bhuvneshwar kumar seen practicing yorker team india- Photo- BCCI/ Twitter Video Grab
#কলকাতা:  রোহিত শর্মার অধিনায়কত্বে টিম ইন্ডিয়া ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (Ind vs WI) টি টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুত হচ্ছে৷ ভারত বনাম ওয়েস্টইন্ডিজ  (India vs West Indies) ৩ টি একদিনের ম্যাচের সিরিজ ভারত ৩-০ জিতে নিয়েছে৷  কিন্তু  রোহিতের পয়া ইডেন গার্ডেন্সে (Eden Gardenrs) প্রথম অধিনায়ক হিসেবে সিরিজ শুরু৷ টি টোয়েন্টি সিরিজেও (T20) একইরকম আগ্রাসী টিম ইন্ডিয়া (Indian Cricket Team)৷ এই বছরেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ তার আগে এই টি টোয়েন্টি ম্যাচগুলিকে একেবারে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)৷
টি টোয়েন্টি এই ম্যাচের আগে ভারতীয় পেসাররা একেবারে আগুন ঝরানোর প্রস্তুতি সেরে নিলেন ইডেন গার্ডেন্সের নেটে৷ পেসার মহম্ম সিরাজ (Mohammed Siraj) এবং ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar) মঙ্গলবার ফ্লাডলাইটে ইয়র্কার বল অনুশীলন করছিলেন৷ এই সিরিজ তাঁদের জন্য খুবই গুরুত্বপূর্ণ৷ কারণ এই বছরেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ  (T20 World Cup 2022) হচ্ছে৷ গতবার টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) লিগ পর্ব থেকে ছিটকে গিয়েছিল টিম ইন্ডিয়া (Indian Cricket Team) ৷
advertisement
advertisement
বিসিসিআই (BCCI) মহম্মদ শামি ও ভুবনেশ্বর কুমারের বোলিংয়ের এক ভিডিও পোস্ট করেছেন৷ সোশ্যাল মিডিয়ায় দুই বোলারের বোলিংকে একে অপরের বিরুদ্ধে ধার শানানো হিসেবে দেখছেন নেটিজেনরা৷ যেন একে অপরকে টেক্কা দিতে দুই ক্রিকেটাররা নেট বোলিংয়ে নেমেছেন৷ দেখে নিন সেই ভিডিও৷
advertisement
advertisement
দুই বোলারই একাধিকবার উইকেট ছিটকে দিলেন দেখা যাচ্ছে এই ভিডিওতে৷ ভারতীয় দলের টি টোয়েন্টিতে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ভাল রেকর্ড৷ কায়রন পোলার্ডের নেতৃত্বাধীন ক্যারিবিয়ান দল আজও সেরকম ধারায় বজায় রাখছে৷ এদিকে চোটের কারণে কায়রণ পোলার্ড একদিনের সিরিজে শেষদুটি ম্যাচে খেলতে পারেননি৷
advertisement
এদিকে কায়রন পোলার্ড জানিয়েছেন তাঁরা টি টোয়েন্টি সিরিজকে খুবই গুরুত্ব দিচ্ছেন৷ তাই এই সিরিজ জিতে তাঁর ভারত থেকে ফিরতে চান৷ কারণ তাঁদেরও সামনেই টি টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে৷ ক্যারিবিয়ান ব্রিগেডও টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্ততি হিসেবে ভারত বনাম ওয়েস্টইন্ডিজ টি টোয়েন্টি সিরিজকে দেখছে৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs WI: ইডেন গার্ডেন্সের নেটে ভুবি ও সিরাজের ধুন্ধুমার, ভিডিও শেয়ার করে দুই বোলারের কাণ্ড দেখাল বিসিসিআই
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement