হোম /খবর /খেলা /
ধীরে ধীরে কমছিল অক্সিজেন লেভেল, বোলিং করতে বসে পড়া, তারপরেই..

Cricketer's Death Video: ধীরে ধীরে কমছিল অক্সিজেন লেভেল, বোলিং করতে বসে পড়া, তারপরেই...

মাঠেই মৃত্যু ক্রিকেটারের- Photo Courtesy- Facebook/ Video Grab

মাঠেই মৃত্যু ক্রিকেটারের- Photo Courtesy- Facebook/ Video Grab

Cricketer's Death Video:সেই মর্মান্তিক সময়ের ভিডিও এখন মানুষ দেখছেন , আর বুঝছেন কতটা ভয়ানক হয় মৃত্যু

  • Share this:

আহমেদাবাদ:  ক্রিকেট ফ্যানদের জন্য রবিবার এক খারাপ খবরের দিন৷ বিভিন্ন সময়েই ক্রিকেট মাঠে খেলা চলাকালীন ক্রিকেটারদের মৃত্যুর ঘটনা ঘটেই থাকে৷ ফের একবার এইরকম মর্মান্তিক মৃত্যুর ঘটনা সামনে এল৷ গুজরাতে এক ক্রিকেটার বল করার সময় সেখানেই বসে পড়েন৷ এর কিছুক্ষণ বাদেই তাঁর মৃত্যুর খবর আসে৷ মৃত ক্রিকেটার বসন্ত রাঠোর সরকারি কর্মচারী ছিলেন, তিনি জেসিটি বিভাগের ক্লার্কের মতো কাজ করতেন৷ তিনি জেসিটি ইউনিটের ১৪ তে কাজ করতেন৷

ক্রিকেট খেলতে খুবই ভালবাসতেন বসন্ত রাঠৌর। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই পারদর্শী ছিলেন। কাজ করতের গুজরাটের জিএসটি দফতরে। ক্রিকেটপ্রেমী হওয়ায় সুযোগ পেলেই মাঠে নামতেন তিনি। কিন্তু পছন্দের ক্রিকেট খেলার মাঠই যে তাঁর মৃত্যুর কারণ হবে তা ভাবতেও পারেননি। আহমেদাবাদের কাছে একটি ডেন্টাল কলেজের মাঠে স্থানীয় ক্রিকেট প্রতিযোগিতার একটি ম্যাচ খেলছিলেন বসন্ত। বল করার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। বুকে ব্যাথা অনুভব করেন বসন্ত।

আরও পড়ুন -  IPL 2023: অভিনেত্রীর সঙ্গে মারামারি থেকে গোপনাঙ্গে হাত! অভিযোগের কালো মেঘ কাটিয়ে আইপিএল অনুশীলনে ...

সেই মর্মান্তিক সময়ের ভিডিও এখন মানুষ দেখছেন , আর বুঝছেন কতটা ভয়ানক হয় মৃত্যু

সতীর্থদের অসুস্থতার কথা জানালে তারা তড়িঘড়ি পাশের ডেন্টাল কলেজে নিয়ে যান। কিন্তু বসন্তের অবস্থার আরও অবনতি হয়। শরীরে অক্সিজেনের পরিমাণ কমতে শুরু করে। তারপর তাকে স্থানীয় সোলা সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরু হলেও শেষ পর্যন্ত কিছু করা যায়নি। হাসপাতালেই মারা যান বসন্ত। সতীর্থদের মতে বসন্ত খেলা শুরুর সময়ও পুরোপুরি সুস্থ ছিল। হঠাৎ করেই অসুস্থ বোধ করেন। আর তারপর কিছু সময়ের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Published by:Debalina Datta
First published:

Tags: Cricket, Cricketer, Cricketer Death