নতুন দিল্লি: ভারতীয় ক্রিকেট দলের তরুণ ওপেনার পৃথ্বী শ অতীত ভুলে আইপিএলের ১৬ তম মরশুমের জন্য প্রস্তুতি শুরু করেছেন। দিন কয়েক আগেই শিরোনামে উঠে এসেছিলেন পৃথ্বী। তবে তাঁর লাইমলাইটে থাকার কারণ ছিল খেলা নয়, নোংরা একটা অভিযোগ ও পাল্টা অভিযোগ। মুম্বইয়ের হোটেলের বাইরে ভোজপুরী অভিনেত্রী এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্বপ্না গিল এবং তার কয়েকজন বন্ধুর সঙ্গে পৃথ্বীর ঝগড়া হয়েছিল। Photo- File
তবে এই আইনি প্রক্রিয়া, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সব কিছু এখন দূরে সরিয়ে রেখে ২৩ বছর বয়সী পৃথ্বী আইপিএলের আসন্ন সংস্করণের অধীনে আয়োজিত দিল্লি ক্যাপিটাল্সের প্রি-ক্যাম্পে যোগ দিয়েছেন। আইপিএলে দিল্লির হয়ে ওপেন করতে দেখা যাবে পৃথ্বীকে। তিনি টিম ইন্ডিয়ার বাইরে।আইপিএলের আসন্ন মরশুমের জন্য, প্রায় সমস্ত ফ্র্যাঞ্চাইজিই দেশের বিভিন্ন শহরে তাদের প্রিকন্ডিশানিং ক্যাম্প চালাচ্ছে৷ Photo- File