একসময় কোকেনে আসক্ত হয়ে পড়েছিলেন ওয়াসিম আক্রম, আত্মজীবনীতে জানিয়েছেন মুক্তির পথও

Last Updated:

আত্মজীবনীতে নিজের জীবনের অন্ধকার দিকের কথা তুলে ধরেছেন ওয়াসিম আক্রম। জানিয়েছেম ক্রিকেট থেকে অবসরের পর মাদকাসক্ত হয়ে পড়েছিলেন তিনি।

ক্রিকেটের ইতিহাসে সেরা পেসারদের মধ্য অন্যতম পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম। বাঁ হাতি পেসারদের কথা বললে সেরার সেরা তিনি। সুইং বোলিংয়ের সুলতান বলা হয় তাকে। সেই ওয়াসিম আক্রম আত্মজীবনী 'সুলতান: একটি স্মৃতিতে' জীবনের অজানা দিকের কথা তুলে ধরেছেন। আত্মজীবনীতে ওয়াসিম আক্রম জানিয়েছেন ক্রিকেট থেকে অবসরের পর দীর্ঘ সময় তিনি মাদকাসক্ত হয়ে পড়েছিলেন।
আত্মজীবনীতে কীভাবে কোকোনের প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন ধীরে ধীরে, চাইলেও ছাডতে পারছিলেন এই মারণ নেশা, তার প্রাক্তন প্রয়াত স্ত্রী হুমা কীভাবে তার পাশে দাঁড়িয়েছিলেন এবং কোন ঘটনা পর জীবনের অন্ধকার দিকটি থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে 'সুলতান: একটি স্মৃতিতে'। ২০০৩ সালে একদিনের বিশ্বকাপের পর ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ওয়াসিম। তারপর থেকেই তিনি মাদকের প্রতি আসক্ত হন।
advertisement
আত্মজীবনীতে ওয়াসিম আক্রম লিখেছেন, 'আমি নিজেকে প্রশ্রয় দিতে পছন্দ করতাম। আমি পার্টি করতে পছন্দ করতাম। সবচেয়ে খারাপ, আমি কোকেনের উপর নির্ভরশীলতা তৈরি করেছিলাম। ইংল্যান্ডে একটি পার্টিতে আমাকে এটা অফার করা হয়েছিল। তাপরপর থেকে ধীরে ধীরে এর ব্যবহার বাডাতে শুরু করি। ওটা আমার প্রয়োজন হয়ে দাঁডায়। ওটা না পেলে আমি অস্থির হয়ে উঠতাম।
advertisement
advertisement
এরপর একদিন ওয়াসিম আক্রমের প্রাক্তন প্রয়াত স্ত্রী তাকে হাতে-নাতে ধরে ফেলেন বলেও জানিয়েছেন তারকা ক্রিকেটার। তার মানব্যাগ থেকে কোকেন উদ্ধার করেন হুমা। এরপর এই ভয়ঙ্কর নেশা থেকে তাকে বেরিয়ে আসতে বলেন। প্রাক্তন পাক পেসার লিখেছেন, সেই সময় আমি ঘুমোতে পারতান না, খেতে পারতাম না। আমি আমার ডায়াবেটিসের প্রতি অমনোযোগী হয়ে পড়ি, যা আমার মাথাব্যথা এবং মেজাজ পরিবর্তনের কারণ হয়ে ওঠে। আমি বিবাহবিচ্ছেদের কথা ভেবেছিলাম।
advertisement
২০০৯ সালে আক্রমে প্রাক্তন স্ত্রী হুমার মৃত্যু হয়। হুমার চলে যাওয়া তাকে নাড়িয়ে দেয় ও এই ভয়ানক নেশার অন্ধকার পথ থেকে বেরিয়ে আসেন বলে আত্মজীবনীতে জানিয়েছেন ওয়াসিম আক্রম। তারপর থেকে আর জীবনের সেই কালো অধ্যায়ের দিকে আর ফিরিয়ে তাকাননি বলে জানিয়েছেন সুইং অফ সুলতান।
বাংলা খবর/ খবর/খেলা/
একসময় কোকেনে আসক্ত হয়ে পড়েছিলেন ওয়াসিম আক্রম, আত্মজীবনীতে জানিয়েছেন মুক্তির পথও
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement