Wasim Akram : দুটো পয়সা দেন বলে কি যা ইচ্ছে করবেন ? ভারতীয় চ্যানেলের ওপর রেগে লাল ওয়াসিম আক্রম

Last Updated:

Wasim Akram furious over Indian broadcasting channel for showing wrong playing 11. পাকিস্তানের ভুল দল ঘোষণা হল টিভিতে, রেগে লাল ওয়াসিম আক্রম দিলেন জবাব

ভারতীয় চ্যানেলের ভুলে ক্ষোভ উগরে দিলেন আক্রম
ভারতীয় চ্যানেলের ভুলে ক্ষোভ উগরে দিলেন আক্রম
#দুবাই: যে ভারতীয় চ্যানেলে এশিয়া কাপ খেলা দেখানো হচ্ছে, তাদের ওপর বিস্তর চলে গেলেন ওয়াসিম আক্রম। রবিবার ভারত বনাম পাকিস্তান ম্যাচের শুরুতে যখন দুই দল ঘোষণা হওয়ার সময়, তখন ওই চ্যানেলের পক্ষ থেকে পাকিস্তানের প্লেইং ইলেভেন দেখানোর সময় বড় ভুল হয়ে যায়। দেখানো হয় হাসান আলি খেলছেন প্রথম দলে। কিন্তু সেটা আসলে ছিল না। হাসান নন, প্রথম দলের সুযোগ পেয়েছিলেন পেসার শাহনাওয়াজ দাহানী।
আরও পড়ুন - India vs Pakistan : শেষ ওভারে ১৫ রান থাকলেও তুলে দিতাম! ম্যাচ জিতিয়ে গর্জন হার্দিকের
মহিলা উপস্থাপক এবং গৌতম গম্ভীর ছিলেন ওয়াসিমের সঙ্গে। ভুল ধরা পড়ার পর আবার তালিকা ঠিক করে নেয় চ্যানেলটি। মহিলা উপস্থাপক মোবাইল তুলে দেন আক্রমের হাতে। দেখিয়ে দেন ভুল ঠিক করা হয়েছে। কিন্তু অপমানিত বোধ করেন ওয়াসিম। পাকিস্তানের কিংবদন্তি তারকা বলেন, আমাকে খুশি করার দরকার নেই। ব্রডকাস্টিং চ্যানেলের তাকে খুশি করুন যে এই ভুল দল দেখিয়েছে।
advertisement
এটা ছোটখাটো ভুল নয়। এত বড় ম্যাচ একটা দলের ভুল প্রথম একাদশ দেখালে চ্যানেলের প্রতি মানুষের বিশ্বাস উঠে যায়। যদিও এরপর নিজেকে সামলে নেন ওয়াসিম। দহানি প্রথম দলে এসেছেন শুনে তিনি খুশি হন। কারণ দীর্ঘদিন তাকে অপেক্ষা করতে হয়েছিল এই মুহূর্তের জন্য।
advertisement
advertisement
তবে পাকিস্তান হেরে গেলেও তরুন ফাস্ট বোলার নাসিম শাহ যেভাবে বল করেছেন তাতে খুশি পাকিস্তানি কিংবদন্তি। তিনি জানিয়ে দেন প্রথম ভারতের বিরুদ্ধে খেলেও চোট নিয়ে নাসিম যে পারফরম্যান্স তুলে ধরেছে তার তারিফ করতে হয়। পাশাপাশি বল হাতে ভারতের পারফরমেন্স এই ম্যাচে পাকিস্তানকে অবাক করে দিয়েছে মানছেন ওয়াসিম।
এমনকি হার্দিক পান্ডিয়া এই মুহূর্তে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় ফিনিশার মনে করেন ওয়াসিম। বল হাতেও যেভাবে সার্ভিস দিচ্ছেন পান্ডিয়া, সেটাও ভারতের প্লাস পয়েন্ট। প্রথম ম্যাচ দেখে কিছু বলতে চান না আক্রম। কিন্তু তার মনে হচ্ছে এই এশিয়া কাপে অঘটন না ঘটলে হয়তো ভারত চ্যাম্পিয়ন হতে চলেছে।
advertisement
কিন্তু পাকিস্তানের ভুল একাদশ ঘোষণা করে আদতে পাকিস্তান ক্রিকেটকে অপমান করা হয়েছে মনে হয়েছে ওয়াসিমের। তবে অনিচ্ছাকৃত এই ভুলের জন্য চ্যানেলের তরফ থেকে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Wasim Akram : দুটো পয়সা দেন বলে কি যা ইচ্ছে করবেন ? ভারতীয় চ্যানেলের ওপর রেগে লাল ওয়াসিম আক্রম
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement