Washington Sundar T20 series : হ্যামস্ট্রিং চোট, কলকাতায় নেই ওয়াশিংটন সুন্দর! বদলি হিসেবে কুলদীপ যাদব

Last Updated:

Washington Sundar hamstring injury out of T20 series against West Indies. ওয়াশিংটনের হ্যামস্ট্রিং সমস্যায় খেলা হচ্ছে না টি টোয়েন্টি সিরিজ, বদলি কুলদীপ

ওয়াশিংটনের হ্যামস্ট্রিং সমস্যায় খেলা হচ্ছে না টি টোয়েন্টি সিরিজ, বদলি কুলদীপ
ওয়াশিংটনের হ্যামস্ট্রিং সমস্যায় খেলা হচ্ছে না টি টোয়েন্টি সিরিজ, বদলি কুলদীপ
#কলকাতা: একটা নির্দিষ্ট ব্লু প্রিন্ট নিয়ে এই মুহূর্তে এগিয়ে চলেছে ভারতীয় ক্রিকেট। লক্ষ্য আগামী কয়েক মাসের মধ্যে একটা নির্দিষ্ট ১৬-১৮ জনের সাদা বলের ক্রিকেটারদের নিয়ে দল তৈরি করা। বছর শেষে অস্ট্রেলিয়ার মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ এবং তার পরের বছর দেশের মাটিতে একদিনের বিশ্বকাপ। তার ওপর করোনা আক্রান্ত কে কখন হবেন বলা মুশকিল। তাই একটা কমপক্ষে ১৮ জনের সেট পুল তৈরি রাখতে চায় বিসিসিআই।
রাহুল দ্রাবিড়ের এই টিম ইন্ডিয়া বিভিন্ন পার্মুটেশন কম্বিনেশন করছে। তবে খারাপ খবর ওয়াশিংটন সুন্দরের জন্য। দীর্ঘদিন চোটের কারণে ভারতীয় দলের হয়ে খেলা হয়নি অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের। ওয়েস্ট ইন্ডিজ দলের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ দিয়ে ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটলেও আর কয়েকদিন পরেই শুরু হতে চলা টি-২০ সিরিজের আগেই ছিটকে যেতে হল তরুণ অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে। তার হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে বলে খবর।
advertisement
advertisement
advertisement
তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে এক কর্তা জানিয়েছেন সুন্দরের হ্যামস্ট্রিংয়ে গ্রেড-১ 'টিয়ার' রয়েছে। ফলে তাকে বেশ কয়েক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। ১৫ ই ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিপোর্ট করতে হবে সুন্দরকে। আপাতত তিন সপ্তাহ তাকে কাটাতে হবে সেখানে। উল্লেখ্য কলকাতাতে ফেব্রুয়ারি মাসের ১৬ তারিখ থেকে ক্যারিবিয়ান দলের বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরু হবে ভারতের।
advertisement
গোটা সিরিজটাই খেলা হবে কলকাতার ইডেন গার্ডেনে। ২২ বছর বয়সি সুন্দর ভারতের তৃতীয় ক্রিকেটার হিসেবে আসন্ন সিরিজ থেকে ছিটকে গেলেন। এর আগে সহ অধিনায়ক কেএল রাহুল এবং অক্ষর প্যাটেল সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন। অক্ষর প্যাটেল কোভিড আক্রান্ত হওয়ার ফলে আপাতত নিভৃতবাসে আছেন। অন্যদিকে রাহুলের বা দিকের হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে তিনি এই টি-২০ সিরিজে নেই।
advertisement
প্রসঙ্গত ওয়াশিংটন সুন্দরে এবারের মেগা নিলামে ৮.৭৫ কোটি টাকা খরচ করে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। তার পরিবর্তে দলে যোগ করা হয়েছে কুলদীপ যাদবকে। কলকাতায় দলের সঙ্গে যোগ দেবেন কুলদীপ। অতীতে কলকাতা নাইট রাইডার্স দলে থাকার কারণে ইডেনে বল করার অভিজ্ঞতা আছে চায়নাম্যান বোলারের।
তাছাড়া অধিনায়ক রোহিত শর্মা চান যুজবেন্দ্র চাহাল এবং কুলদীপ বেশি করে সুযোগ পান। কারণ অস্ট্রেলিয়ার মাটিতে রিস্ট স্পিনারদের সাফল্য পাওয়ার সম্ভাবনা বেশি। কুলদীপ সম্প্রতি অস্ত্রোপচার করিয়ে কামব্যাক করেছেন। এমনিতে তিনি ম্যাচ উইনার। রোহিত বেশি করে ভরসা রাখতে চান কুল চা জুটির ওপর।
বাংলা খবর/ খবর/খেলা/
Washington Sundar T20 series : হ্যামস্ট্রিং চোট, কলকাতায় নেই ওয়াশিংটন সুন্দর! বদলি হিসেবে কুলদীপ যাদব
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement