Wanindu Hasaranga: 'আন্ডারটেকার বল' করার ২৪ ঘণ্টার মধ্যে ১০ কোটি টাকা! আইপিএল নিলামে লটারি হাসারাঙ্গার
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Wanindu Hasaranga: ১০ কোটি ৭৫ লাখ টাকা! শ্রীলঙ্কার স্পিনার নিজেও কি ভেবেছিলেন, এত টাকার লটারি পাবেন!
#বেঙ্গালুুরু: আরসিবি তাঁর প্রতিভা ধরতে পারেনি শুরুতে। তবে ওয়ানিন্দু হাসারাঙ্গা নিজেকে প্রমাণ করেছেন বারবার। গত বছর একবার সাক্ষাত্কারের সময় শ্রীলঙ্কার স্পিনার বলেছিলেন, ''মাঠ হোক বা মাঠের বাইরে, একটা দিনও আমি আউট অফ ফোকাস থাকি না। যে কোনও কাজে নামলে আমি ১০০ শতাংশ দিই। সব দিন সমান যায় না। তবে আমার চেষ্টায় যাতে খামতি না থাকে, সেই চেষ্টা সব সময় করি।''
২০২১ সালে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে দলে নিয়েছিল আরসিবি। তবে গতবার তাঁকে খেলতে দেখা গিয়েছিল মাত্র দুটি ম্যাচে। এর পর প্ল-অফের আগে শ্রীলঙ্কার স্পিনারকে রিলিজ করে দেয় আরসিবি। তার পর হাসারাঙ্গা নিজেকে প্রমাণ করলেন আন্তর্জাতিক মঞ্চে। আর এবার সেই তাঁকেই ১০ কোটি টাকায় দলে নিল আরসিবি।
আরও পড়ুন- নিলামের মঞ্চেই হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে গেলেন Hugh Edmeades, থমকে গেল নিলাম
২০২১ সালে দক্ষিণ আফ্রিকার তাবরেজ শাসমির সঙ্গে কড়া টক্কর ছিল হাসারাঙ্গার। শেষ পর্যন্ত টি-২০ ক্রিকেটে শামসির সঙ্গে যুগ্মভাবে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে বছর শেষ করেন শ্রীলঙ্কার স্পিনার। এবার সেই হাসারাঙ্গার আইপিএল নিলামে দর উঠল ১০ কোটি ৭৫ লাখ টাকা। তাঁকে আবার নিজেদের দলে নিল সেই আরসিবি।
advertisement
advertisement
What should we call this round-arm delivery from Hasaranga? #AUSvSL pic.twitter.com/Blzdd2UzY5
— cricket.com.au (@cricketcomau) February 11, 2022
১ কোটি টাকা বেস প্রাইস ছিল হাসারাঙ্গার। প্রথমেই তাঁকে দলে নিতে দর হাঁকে সানরাইজার্স হায়দরাবাদ। এর পর দাম বাড়িয়ে হাঁকে পঞ্জাব কিংস। শেষ মুহূর্তে আরসিবি হাসারাঙ্গাকে দলে পেতে আগ্রহ দেখায়। এর পর বিডের মাঝেই সঞ্চালক হিউজ এডমিডিস অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন মাটিতে। তবে শেষমেশ হাসারাঙ্গাকে ১০.৭৫ কোটি টাকায় দলে নিয়েছে আরসিবি।
advertisement
আরও পড়ুন- ‘‘তর সইছে না’’- কেকেআর নিলাম থেকে কিনে নিতেই ভিডিও বার্তায় উচ্ছ্বসিত প্যাট কাম
শুক্রবার রাতেই একখানা অদ্ভুত ডেলিভারি করেছিলেন হাসারাঙ্গা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কার্যত আন্ডারআর্ম ডেলিভারি করেন তিনি। তাঁর সেই ডেলিভারি নিয়ে দ্বিধাবিভক্ত ক্রিকেটবিশ্ব। অনেকে বলছেন, এই ধরণের ডেলিভারি ক্রিকেটে নতুনত্ব আনে। কেউ আবার বলছেন, এসব ডেলিভারির কোনও মানে হয় না। তবে হাসারাঙ্গার সেই ডেলিভারির নাম হয়ে যায় আন্ডারটেকার ডেলিভারি। সৌজন্যে শেন ওয়ার্ন। সেই অদ্ভুত ডেলিভারি করার ২৪ ঘণ্টার মধ্যেই ১০ কোটি ৭৫ লাখ টাকা দর উঠল টি-২০ ক্রিকেটে কার্যকরী স্পিনার হাসারাঙ্গার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 12, 2022 2:59 PM IST