IPL Auction 2022: ‘‘তর সইছে না’’- কেকেআর নিলাম থেকে কিনে নিতেই ভিডিও বার্তায় উচ্ছ্বসিত প্যাট কামিন্স
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
IPL Auction 2022: কলকাতার সঙ্গে ফিরে খুশি এই কথা জানানোর পাশাপাশি ভেঙ্কি , শাহরুখ, জয় অর্থাৎ টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে ভোলেননি ৷
#বেঙ্গালুরু: আইপিএলের মেগা অকশনের (IPL Auction 2022) শুরুতেই ধামাকা পারফরম্যান্স কেকেআরের (KKR)৷ ১০ জনের মার্কি প্লেয়ারের পুল থেকে তাঁরা তুলে নিলেন দুই জন ক্রিকেটারকে৷ প্রথমে তাঁর নিলাম টেবল থেকে তুলে নেয় কেকেআরের পুরনো নাইট প্যাট কামিন্সকে৷ আর দ্বিতীয়বারে তাঁরা তুলে নেয় সকলের নজরে থাকা শ্রেয়স আইয়ারকে৷
প্যাট কামিন্সকে (Pat Cummins) দিয়ে নিলামে প্রথম দান খোলে কেকেআর (KKR)৷ গুজরাত টাইটান্স তাঁকে নিয়ে লড়াইতে নামে৷ ৭.২৫ কোটি টাকায় কেকেআর কিনে নেয় প্যাট কামিন্সকে৷ গতবারের ১৫.৫ কোটির প্রায় অর্ধেক দামেই তাঁকে তুলে নিল কেকেআর৷ কেকেআরের অধিনায়ক হিসেবে বিকল্পও হতে পারেন অজি স্পিডস্টার৷
আরও পড়ুন - IPL 2022 Mega Auction: নিলামের প্রথমেই ধামাকা শুরু KKR-র, শ্রেয়স-কামিন্স দলে, বাকি তারকারা কে কোথায়
advertisement
advertisement
এদিকে পুরনো নাইট শিবিরে ফের ফিরে দারুণ খুশি প্যাট কামিন্স৷ নিলামে বিক্রি হয়ে যাওয়ার পরেই তিনি নিজের উচ্ছ্বাস না চেপে রেখে ভিডিও বার্তা পাঠিয়ে দেন৷ কেকেআর নিজেদের অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেলে সেই ভিডিও পোস্ট করেছে৷ যেখানে নিজের উচ্ছ্বাস ফুটিয়ে তুলেছেন অজি স্পিডস্টার৷ তিনি জানিয়েছেন কেকেআরে আসার জন্য তিনি ছটফট করছেন৷ দেখে নিন ঠিক কী বলেছেন কেকেআরের নাইট প্যাট কামিন্স ৷
advertisement
দেখে নিন ভিডিও৷
Welcome back, Carnage Cummins 🔥@patcummins30 #PatCummins #KKR #AmiKKR #GalaxyOfKnights #IPLAuction #TATAIPLAuction pic.twitter.com/kT7v30mMIo
— KolkataKnightRiders (@KKRiders) February 12, 2022
কলকাতার সঙ্গে ফিরে খুশি এই কথা জানানোর পাশাপাশি ভেঙ্কি , শাহরুখ, জয় অর্থাৎ টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে ভোলেননি ৷
advertisement
আরও পড়ুন - Hot Photo: IPL Auction টেবলে বর Mohammed Shamiকে নিয়ে বাজার হবে গরম, তার আগেই ‘বোল্ড’ Hasin Jahan
এদিকে গত মরশুমে আইপিএলের দ্বিতীয় পর্বে প্যাট কামিন্স খেলতে না পারায় নিউজিল্যান্ডের টিম সাউদিকে খেলিয়েছিল কেকেআর৷ কিন্তু এবার আবারও অজি পেস অস্ত্রের ওপরই ভরসা রাখল নাইট টিম ম্যানেজমেন্ট৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 12, 2022 1:51 PM IST