ভলিবলে মাতল জয়নগর! হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করলেন দর্শকরা
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Jaynagar- গ্রাম বাংলার বুক থেকে হারিয়ে যেতে বসেছে বিভিন্ন ধরনের খেলা। এই খেলা শরীর চর্চার একটা বড় অংশ হিসাবে কাজ করে। আর সব খেলার মধ্যেই আরেকটি অন্যতম খেলা ভলিবল
জয়নগর : গ্রাম বাংলার বুক থেকে হারিয়ে যেতে বসেছে বিভিন্ন ধরনের খেলা। এই খেলা শরীর চর্চার একটা বড় অংশ হিসেবে কাজ করে। আর সব খেলার মধ্যেই আরেকটি অন্যতম খেলা ভলিবল। তবে এখনকার প্রজন্ম সেভাবে খেলার প্রতি আকৃষ্ট না হয়ে মোবাইলের প্রতি বেশি আকৃষ্ট। যার জন্য বিভিন্ন ধরনের খেলা হারিয়ে যেতে বসেছে।
সেই কথা মাথায় রেখে নতুন প্রজন্মকে মাঠমুখী করতে জয়নগর বন্ধু চক্র ক্লাবের পরিচালনায় দিন-রাতের ভলিবল খেলার প্রতিযোগিতার আয়োজন করে। আর এই ভলিবল খেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ও ভিন রাজ্যের প্রতিযোগীরা।
শুধু মাত্র ছেলেদের নয়, মহিলাদের জন্যও খেলার ব্যবস্থা ছিল ক্লাবের পক্ষ থেকে। আর তাই এবার জয়নগর মজিলপুর পৌরসভার ১ নং ওয়ার্ডে মজিলপুর বন্ধু চক্র ক্লাবের উদোগে এক দিনের ভলিবল টুর্নামেন্ট হয়ে গেল।
advertisement
advertisement
আরও পড়ুন- পাকিস্তানের ষড়যন্ত্র! কোহলির ১০০ আটকাতে ‘ফাঁদ’ পেতেছিল পাকিস্তান! বিস্ফোরক অভিযোগ
এই ভলিবল খেলাকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। আর এই খেলা শেষ হতে হতে প্রায় সকাল হয়ে যায়। আর এই আনন্দ উপভোগ করতে দর্শকরা তাঁদের আসন ছেড়ে কোথাও যাননি। এই ভলিবল টুর্নামেন্টে আটটি দল অংশগ্রহণ করে। মহিলাদের জন্য একটি বিশেষ ভলিবল প্রদর্শনী ছিল। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, পঞ্জাব, হরিয়ানা, কেরালা থেকেও ভলিবল খেলোয়াড়রা এদিনের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
advertisement
সুমন সাহা
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 27, 2025 5:50 PM IST